‘আল মারকাজুল আতা ফাউন্ডেশন’-এর উদ্যোগে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই মানবিক সংগঠনটি গাবুরার তৃণমূলের দরিদ্র মানুষের সেবা ও সমাজ উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। সংগঠনের মূল লক্ষ্য- ঈদ, কোরবানি ও শীত মৌসুমে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং মাদকমুক্ত সমাজ গঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃস্টিনন্দন হাফিজিয়া মাদ্রাসার খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তালিব সাগর, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ রবিউল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং উপকারভোগী পরিবারগুলো। বক্তারা বলেন, অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পারা এক অনন্য অনুভূতি। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে যে মানসিক তৃপ্তি পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা কঠিন। সমাজের সচ্ছল মানুষের উচিত হতদরিদ্রদের কষ্ট বুঝে তাদের পাশে দাঁড়ানো।
সংবাদ শিরোনাম:
মারকাজুল আতা ফাউন্ডেশনের উদ্যোগে গাবুরায় শীতবস্ত্র বিতরণ
-
শ্যামনগর প্রতিনিধি - আপডেট সময়: ০১:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- ১৫৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়


























