হাফিজুর রহমান, কালীগঞ্জ: সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী মোঃ আলাউদ্দিন গতকাল (৬ ডিসেম্বর) বিকেলে বিষ্ণুপুর ৭নং ওয়ার্ড চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের দেশ স্বাধীন হয়েছে। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ২০০১ সালে যে উন্নয়ন হয়েছিল, বিগত ৫৪ বছরে সেই উন্নয়ন কালিগঞ্জে আর হয়নি।” তিনি আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বেগম খালেদা জিয়ার জন্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার আহ্বান জানান। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান বাবু। সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব আজিজুর রহমান খাঁ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা দেশের গণতন্ত্র রক্ষার জন্য সকলের সহমত এবং সমর্থনের আহ্বান জানান। এছাড়া, উপস্থিতরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া মোনাজাত করেন।
সংবাদ শিরোনাম:
কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পথসভা ও দোয়া অনুষ্ঠান
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ১১ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়





















