Category: দেবহাটা

  • দেবহাটায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

    দেবহাটায় কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

    সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীর দায়ের করা মামলায় শুক্রবার (৪ জুলাই) নিজ বাড়ি থেকে দেবহাটা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    গ্রেপ্তারকৃত যুবকের নাম জুলফিকার মোড়ল ওরফে জিসান (১৮)। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।

    দেবহাটা থানার মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিবাদী ধর্ষক জুলফিকার মোড়ল জিসানের সাথে বাদীনির প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে উক্ত বিবাদীর সাথে তার মাঝে মাঝে ব্যক্তিগত ছবি আদান প্রদান হতো। প্রেমের সম্পর্কের জের ধরে তাদের মধ্যে শারিরীক সম্পর্ক গড়ে ওঠে এবং বিবাদী তাদের মধ্যকার শারিরীক সম্পর্কের ভিডিও চিত্র বিবাদী নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ করে। গত ২৫ মার্চ তাকে বিয়ে করার কথা থাকলেও বিবাদী বিয়ে না করে তালবাহানা করে। ইতিমধ্যে বাদিনী অন্তসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি বিবাদীকে জানানোর পরে গত ৭ এপ্রিল বিবাদী তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ওষুধের
    মাধ্যমে গর্ভের বাচ্চা নষ্ট করায়। পরবর্তীতে বাদিনী কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানায় এবং তাদের পরামর্শে ৩ জুলাই দেবহাটা থানায় মামলা দায়ের করে। মামলা নং-৪। থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামি জুলফিকার মোড়ল ওরফে জিসানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

    দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাদীনি ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ও আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • দেবহাটায় সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর গণবিক্ষোভ

    দেবহাটায় সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর গণবিক্ষোভ

    সাতক্ষীরার এল্লারচর থেকে পারুলিয়া পর্যন্ত তিন উপজেলার সংযোগস্থলে কলকাতা খালের দুই পাশের ভাঙা রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন করেছে দেবহাটা উপজেলার কদমখালী-শশাডাঙ্গা এলাকার সাধারণ মানুষ । মঙ্গলবার (১৭ জুন) বিকাল সাড়ে তিনটায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

    প্রবীণ নাগরিক নেতা ও শিক্ষক নিরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনবিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভদ্রকান্ত বাছাড়, মোহাম্মদ মোস্তফা মোল্লা, আব্দুস সাত্তার, বিজন বাছাড়, অমল সরকার, ছালেক রেজা, আলমগীর হোসেন, সবিতা রাণী, মো. আব্দুল্লাহ, কানাই সরকার, আজিজ মোড়ল, মহাদেব সরকার, বিন্দা সরকার, রাজ্জাক গাজী, জিতেন সরকার প্রমুখ।

    মানববন্ধনে দেবহাটার কদমখালী গ্রামের অবসপ্রাপ্ত স্কুল শিক্ষক নিরঞ্জন মন্ডল বলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের কদমখালি, শশাডাঙ্গা ও আশপাশ এলাকার ভুক্তভোগী জনগণ, অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে দেখছি বাগমারী ব্রিজ থেকে শশাডাঙ্গা পর্যন্ত রাস্তাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। বর্তমানে রাস্তাটির দুই পাশে ভেঙে গিয়ে কলকাতা খালের দিকে ধসে পড়ছে। ফলে প্রতিদিন এ পথে চলাচলকারী শত শত মানুষ, বিভিন্ন যানবাহন ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এর ফলে এলাকাবসীর মধ্যে এক ধরনের জনক্ষোভ তৈরি হয়েছে। এর সমাধান হলো দ্রুত রাস্তাটি সংস্কার করা। তিনি এবিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

    কদমখালী গ্রামের গৃহবধু সবিতা রাণী বলেন, রাস্তাটির এই অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। স্থানীয় জনগণের নিত্য প্রয়োজনীয় কাজ, কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজে মারাত্মক বাঁধার সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যদি দ্রুত ক্ষতিগ্রস্ত সড়কটি সংস্কার না করা হয় তাহলে পুরোপুরি ভাবে সেটি কলকাতা খালে ধসে পড়বে এবং পরবর্তীতে সংস্কার করতে গেলে কয়েকগুণ বেশি খরচ হবে। এজন্য জরুরী ভিত্তিতে এখনই সড়কটি সংস্কার করা প্রয়োজন।

    শশাডাঙ্গা গ্রামের মো. আব্দুল্লাহ বলেন, মরিচ্চাপ নদীতে জোয়ার বৃদ্ধি পেলে স্রোতের টানে ভেঙে পড়ে তিন উপজেলার সংযোগ রাস্তাটির পাশের মাটি। কলকাতা খাল সংযুক্ত আরেকটি খালে বাঁধের কারণে নদীর স্রোতের টানে এই রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যা এখন ক্রমশঃ পূর্ণাঙ্গ ভাঙনের কবলে পড়েছে। যে কারণে কদমখালী-শশাডাঙ্গা এলাকার মানুষ দ্রুত সংস্কারের দাবিতে এলাকায় গণবিক্ষোভ ও মানববন্ধন করেছে। তিনি এলাকার মানুষের প্রাণের দাবি হিসাবে রাস্তাটি দ্রুত সংষ্কারের জন্য এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডেও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।

  • দেবহাটায় মাদকসহ ভারতীয় নাগরিক আটক

    দেবহাটায় মাদকসহ ভারতীয় নাগরিক আটক

    দেবহাটায় মাদকসহ কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওন (৩৯) এবং ভারতীয় নাগরিক কামানুর গাজীকে আটক করেছে যৌথবাহিনি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল ১৬ জুন সোমবার গভীর রাতে অভিযান চালান দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘোলকান্দা গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদুল হকের ছেলে দেলোয়ার হোসেন শাওনের বাগানবাড়ীতে।অভিযান পরিচালনা করে নেশাগ্রস্ত অবস্থায় চেয়ারম্যান আসাদুল হকের (আ. লীগ নেতা) ছেলে শাওন (৩৯) এবং ভারতীয় নাগরিক উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার পানিতর গ্রামে মৃত করিম গাজীর ছেলে কামানুর গাজী(৩৩) দুজনকে কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে বাসা থেকে ইয়াবা, ধারালো অস্ত্র, মদের বোতল, নগদ অর্থ এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। খবর নিয়ে যানা যায় দেলোয়ার হোসেন শাওন একজন বড় ধরনের মাদকের ডিলার হিসাবে পরিচিত এবং এলাকায় আতঙ্ক সৃষ্টির মূলহোতা।
    এছাড়া শাওন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত আছে বলে জানা যায়। দেলোয়ার হোসেন শাওন ও ইন্ডিয়ান নাগরিক কামানুর গাজী দীর্ঘদিন এক সাথে মাদকের ব্যবসা করে আসছে। আটককৃত মাদক ও মালামাল হলো ইয়াবা-৭৯১ পিস, গ্যাস লাইট ২ টি, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, গোল্ড লিফ সিগারেট ৬ প্যাকেট, আধার কার্ড- ১টি, অ্যান্ড্রয়েড ফোন ৫ টি, বাটন ফোন- ১ টি, বৈদেশিক মুদ্রা, মালদিপ -১০ রুপাইয়া, ইন্ডিয়ান- ৭০ রুপি, আমেরিকান ৫ ডলার, নগদ ১ লক্ষ ২৯ হাজার টাকা, রাম দা-১টি, কাটারি-১টি, চাইনিজ কুড়াল- ১টি, চাকু-৩টি, মদের বোতল ৫টি, সিম কার্ড ৮টি, পাসপোর্ট ১টি জব্দ করে।
    এ বিষয়ে দেবহাটা থানার ওসি জানান, আসামি দুজনকে দেবহাটা থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৯।

  • দেবহাটায় মোটরসাইকেলসহ ৩০ বোতল মাদক আটক

    দেবহাটায় মোটরসাইকেলসহ ৩০ বোতল মাদক আটক

    দেবহাটার শাঁখরা বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ ৩০ বোতল কোরেক্স মাদক আটক হয়েছে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়। বিজিবির দেয়া তথ্য মতে জানা গেছে, নীলডুমুর ১৭ বিজিবির অধীনস্থ দেবহাটার শাঁখরা বিজিবির একটি দল সোমবার ১৬ জুন দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে হাড়দ্দহ এলাকার পিচ রাস্তার উপর থেকে ৩০ বোতল মাদকদ্রব্য কোরেক্সসহ একটি মোটরসাইকেল জব্দ করে। শাঁখরা বিওপির ক্যাম্প কমান্ডার আফজাল হোসেনের নেতৃত্বে সিজার কমান্ডার নাসিরুদ্দিনসহ একটি দল অভিযান চালিয়ে এই ৩০ বোতল কোরেক্স মাদক ও একটি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলটির রেজিষ্ট্রেশন নং- খুলনা মেট্রো হ ১২-৩৩-৪৩। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ৯২ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানায়।

  • দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং, সাজা প্রদান

    দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং, সাজা প্রদান

    দেবহাটায় ছাত্রীদের ইভটিজিং এর দায়ে ১ ইভটিজারকে আটক করেছে দেবহাটা থানা পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান। জানা গেছে, উপজেলার চকমোহাম্মাদালীপুর গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে শাহিনুর ইসলামের ঈদগাহ বাজারে ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি দোকান আছে। সে ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে ইভটিজিং করতো। বিষয়টি গত কয়েকদিন যাবৎ একাধিক শিক্ষার্থী তাদের অভিভাবক ও স্কুলের শিক্ষকদেরকে জানাই। পরে অভিভাবক ও শিক্ষকরা প্রাথমিকভাবে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা থানার অফিসার ইনচার্জকে জানালে সোমবার ২ জুন সকাল ১১টার দিকে শাহিনুরকে পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অভিযোগকারী শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দন্ডবিধির ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী অভিযুক্ত শাহিনুরকে এক মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের দন্ড প্রদান করেন। পুলিশ আসামীকে আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরন করেছে।

  • দেবহাটা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে স্বপদে পূর্নবহালের দাবি স্থানীয় নেতকর্মীদের

    দেবহাটা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে স্বপদে পূর্নবহালের দাবি স্থানীয় নেতকর্মীদের

    সাতক্ষীরা প্রতিনিধি
    সাতক্ষীরার দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদকে স্বপদে পূর্নবহালের দাবি জানিয়েছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (৬ মে) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান দেবহাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নুররুজ্জামান।
    লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ মে দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহসান উলাহ কলেজে ছাত্রদলের কমিটি নির্ধারণে ভোট হয়। ভোটে সভাপতি পদে রাকিব হোসেন ও ইমারন হোসেন এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ও শরিফুল ইসলাম বাবু প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৬২ জন ভোটারের মধ্যে ১৮৯ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে রাকিব ৮৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৮৭ ভোট পেয়ে পরাজিত হয়। কিন্তু ফলাফল ঘোষনার পর সন্দেহ হলে সাধারণ সম্পাদক প্রার্থী ইব্রাহিম হোসেন টীমের কাছে ভোট পুনারায় গণনার আবেদন করে। পরে পুনঃ গণনা শেষে সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন ৯৮ ভোট পান এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে সভাপতি প্রার্থী রাকিবও পুনরায় তার ভোট গণনার আবেদন জানালেও টীমের সদস্যরা সেটি গ্রহণ করেননি। এক পর্যায়ে ইমরান ফরহাদ বিষয়টি পুনবিবেচনার আবেদন জানালে টীমের নেতৃবৃন্দ খুলনায় গিয়ে ভোট গণনার কথা বলেন। এঘটনার পর কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ বা সতর্ক ছাড়াই ইমরান ফরহাদকে অব্যাহতি দিয়ে পত্র পাঠায়। যা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং সংগঠনের পরিপন্থি।
    নুররুজ্জামান আরো বলেন, নির্বাচনে ভোট গণনায় কারচুপির প্রতিবাদ ও জনসম্মুখে পূনরায় ভোট গণনার দাবী জানানোর কারণে ইমরান ফরহাদকে ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়। আমরা যতদূর জেনেছি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রকৃত বিষয়টি অবগত নন। অবগত থাকলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিশ্চয় এধরনের সিদ্ধান্ত নিতেন না। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে প্রকৃতঘটনা আড়াল করে ইমরান ফরহাদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে বিভাগীয় টীম। প্রকৃত ঘটনা আমরা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিসহ জেলা, বিভাগীয় এবং কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দের কাছে তুলে ধরতে চাই। যাতে আমাদের নেতা ন্যায় বিচার পান এবং স্বপদে ফিরে আবারো দলের হাল ধরে দেনহাটা উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে দলের জন্য ভূমিকা রাখতে পারেন।
    তিনি বলেন, ইমরান ফরহাদ দেবহাটা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সর্বোচ্চ মামলার আসামী। বারবার কারাবরণকারি। সন্ত্রাসী ছাত্রলীগের হাতে নির্যাতিত। এধরনের একজন নেতাকে কোন প্রকার নোটিশ ছাড়াই অব্যাহতি প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি। ফরহাদ এর মত ত্যাগী শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের এভাবে অব্যাহতিতে দল ক্ষতিগ্রস্থ হবে। ত্যাগী নেতাকর্মীরা দলের প্রতি আস্থা হারাবে। তিনি অবিলম্বে উপজেলার ত্যাগী নেতা ইমরান ফরহাদকে পুনরায় স্বপদে বহাল করার জন্য কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ জানান।
    সংবাদ সম্মেলনে দেবহাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক চঞ্চল, রাকিবুল, অসাদুল, কবিরুল, মিলন, রাকিব, তারিবা মনোয়ার, মুছা করিম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তি আটক

    সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তি আটক

    সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তি আটক

    সাতক্ষীরার দেবহাটায় ৩টি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা হতে তাকে আটক করা হয়।

    আটক আসাদুল গাজী (৩২) দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

    সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, কুলপুকুর এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন ব্যক্তির মধ্যে একজন পালিয়ে যায়। অপরজন আসাদুলকে আটক করে পুলিশ। পরে তার পরিহিত জ্যাকেট থেকে ২টি ও প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল,৬ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

  • সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

    সাতক্ষীরা দেবহাটায় ছাত্রশিবিরের আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

    মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলার সখিপুর উত্তর ইউনিয়নের আয়োজনে ৪দলীয় আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
    ২২ শে নভেম্বর (শুক্রবার) সকাল ১০টায় সরকারী খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
    সখিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতিমেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার।
    বিশেষ অতিথি ছিলেন সখিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আফসার আলী সরদার, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগের সেক্রেটারী আবু বক্কার সিদ্দিক, দেবহাটা উত্তরের ছাত্রশিবিরের  সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারী সাফায়েত হোসেন, অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, বায়তুলমাল ওমর ফারুক, ক্রীড়া সম্পাদক রুহুল আমীন, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আমিরুল ইসলাম,  ইউনিয়ন সেক্রেটারী শাহরিয়ার সজীব সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃত্ববৃন্দ।
    আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট খেলায় ৪নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ও ২নং ওয়ার্ড ফুটবল একাদ্বশ ফাইনাল খেলায় অংশ নেয়। খেলায় ৪নং ওয়ার্ড টাইব্রেকারে ৪-২ গোলে ২নং ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ৪নং ওয়ার্ডের তামিম হোসেন, সর্বোচ্চ গোলদাতা ২নং ওয়ার্ডের শাহরিয়ার সজীব, সেরা গোলরক্ষক ৪নং ওয়ার্ডের আবু ফয়সাল।
  • দেবহাটায় দেশীয় অস্ত্র ও বোমাসহ আটক ৬

    দেবহাটায় দেশীয় অস্ত্র ও বোমাসহ আটক ৬

    সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার খলিশাখালি এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে কামরুল ইসলাম (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) ভোররাত ৫টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালির মৎস্যঘের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো ৬ ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা।

    গণপিটুনিতে নিহত কামরুল ইসলাম সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালি এলাকার মৃত আবু বকর গাজীর ছেলে।

    অভিযানে আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হাজিপুর গ্রামের নরিম সরদারের ছেলে নুরুজ্জামান, আশাশুনি উপজেলার শ্রীকলস গ্রামের আবু সাঈদের ছেলে সোহেল, কালিগঞ্জ উপজেলার বাবুরাবাদ গ্রামের রুহুল আমিন গাজীর ছেলে মেহেরাব আলী, একই উপজেলার কাশিবাটি গ্রামের রুহুল আমিন সরদারের ছেলে হাসিবুল হাসান সবুজ, আকরাম গাজির ছেলে রবিউল আউয়াল, বদরতলা এলাকার জামিল ফকিরের ছেলে আবুল হোসেন।

    দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মাদ জানান, খলিষাখালিতে ১ হাজার ৩শ’ ২৮ বিষা মৎস্যঘের নিয়ে বহুদিন ধরে দ্বন্দ্ব বিরাজ করছিল। গত ৫ আগস্টের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সুযোগে খলিয়াখালিতে অস্ত্র নিয়ে মৎস্যঘের দখলে নিতে বিভিন্ন সময় মহড়া দিতে থাকে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। এ অবস্থা থেকে উত্তরণে শুক্রবার (১ নভেম্বর)) ভোর ৫টার দিকে খলিষাখালিতে অস্ত্র উদ্ধার অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ঘটনাস্থল থেকে ১৫ টি হাত বোমা, ৩০ টি ছোট হাতবোমাসহ বিভিন্ন দেশী অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।

    সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, খলিশাখালি এলাকায় অস্ত্র, গোলাবারুদ, বোমা মজুদ রেখে মাছের ঘের দখল, এলাকায় ডাকাতি সহ নান অপরাধ করে আসছিল আকরাম হোসেন, আরিফুল ইসলাম পাড়, সাইফুল ইসলাম গাজী সহ তাদের বাহিনী। সেই মোতাবেক দেবহাটার তিনটি অবস্থান থেকে এক সাথে অপারেশন পরিচালনা করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে প্রথমে ইট-পাথর নিক্ষেপ করতে শুরু করে। পরে দেশীয় বোমা এবং ককটেল বোমা ছুড়তে থাকে তারা। এমনকি দূর থেকে আমাদের লক্ষ্য করে পাইপগান দিয়ে গুলি চালায়।

    এক পর্যায়ে স্থানীয় দেড় শতাধিক বাসিন্দারা কামরুল সহ কয়েকজনকে ধরে ফেলে। বিক্ষুব্ধ জনসাধারণ ডাকাত কামরুলকে গণপিটুনি দেয়। পরে সেনা সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত কামরুল একজন দন্ডিত অপরাধী এবং ডাকাত ছিলেন। অন্যান্য আটককৃত অপরাধীদের জিজ্ঞাসাবাদ শেষে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় ৫টি রামদা, বোমা তৈরির সরঞ্জাম, ৭৫০ গ্রাম বারুদ, ৪টি মোবাইল ফোন, ১৫টি হাত বোমা, ৭ প্যাকেট হাত বোমাই ব্যবহৃত স্প্রিন্টার ও ৩৮ টি হাত বোমা উদ্ধার হয়েছে।

    তবে নিহতের স্ত্রী মর্জিনা খাতুন জানান, তার স্বামীকে মৎস্যঘের থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

  • দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন’র সম্মেলন—২৪ অনুষ্ঠিত

    দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন’র সম্মেলন—২৪ অনুষ্ঠিত

    সাতক্ষীরা সংবাদদাতাঃ
    দেবহাটায় আদর্শ শিক্ষক ফেডারেশন’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় সখিপুর ফাজিল মাদ্রাসার হলরুমে এ শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। আদর্শ শিক্ষক ফেডারেশনের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও কলেজ বিভাগের সভাপতি প্রফেসর নজরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশের সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার ও প্রধান আলোচনা ছিলেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ—সভাপতি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
    বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষক ফেডারেশনের বিশেষ উপদেষ্টা আলহাজ্ব মাহবুবুল আলম, শিক্ষক বিভাগের জেলা সেক্রেটারী আব্দুল ওয়ারেশ,মাদ্রাসা শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ডক্টর রুহুল আমিন, জেলা বিশেষ উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল্লাহ, মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা অলিউল ইসলাম,পেশাজীবি বিভাগের উপজেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি বাবু অনুপ কুমার দাস, সখিপুর ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব আলী ও উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
    সম্মেলনে আদর্শ শিক্ষক ফেডারেশনের লক্ষ্য, উদ্দেশ্যসহ শিক্ষকদের বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।
    সম্মেলন শেষে আদর্শ শিক্ষক পরিষদ দেবহাটা উপজেলা শাখার কলেজ, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, প্রাথমিক, স্বতন্ত্র ইবতেদায়ী ও কিন্ডারগার্টেন এর নবগঠিত কমিটির সভাপতি ও জেনারেল সেক্রেটারীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।

  • দেবহাটায় শহীদ আসিফ হাসানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

    দেবহাটায় শহীদ আসিফ হাসানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

    সাতক্ষীরার দেবহাটায় ভূমিহীন জনপদে
    বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদ হওয়া দেবহাটার
    আস্কারপুর গ্রামের আসিফ হাসানের আত্মার মাগফেরাত কামনায়
    দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৪ অক্টোবর) দুপুরে
    দেবহাটার খলিষাখালীতে এই আয়োজন করা হয়।
    দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মওলানা নূর ইসলাম।
    এতে সভাপতিত্ব করেন ভূমিহীন আবাসন কেন্দ্রের সভাপতি
    সাইফুল ইসলাম।
    দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পারুলিয়া
    ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জিয়াউল ইসলাম, হাফেজ
    মো: আব্দুল্লাহ, আলমগীর হোসেন, কলেজ ছাত্র ইসরাফিল হোসেন,
    কলেজ ছাত্র মিজানুর রহমান, ভূমিহীন নেতা আবুল হোসেন,
    রিয়াজুল ইসলাম, রফিকুল ইসলাম, রিপন গাজী প্রমুখ।

  • দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

    দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

    দেবহাটায় ফিরোজা মজিদ ট্রাস্টের আয়োজনে ও লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। ফিরোজা মজিদ ট্রাস্টের সখিপুন নিজস্ব অফিস প্রাঙ্গনে (শনিবার) ১২ অক্টোবর, ২৪ ইং সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এমবিবিএস ডাক্তার আরাফাত আহম্মেদের তত্ত্বাবধানে বিশেষজ্ঞ চিকিৎসকগন এই চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় উচ্চ রক্তচাপ, রক্ত পরীক্ষা করার সাথে সাথে ২৯ টি আইটেমের ঔষধ ফ্রি বিতরণ করা হয়। দেবহাটার বিশিষ্ট সমাজসেবক, সাবেক চেয়ারম্যান ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল মজিদের ৫ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত উক্ত মেডিকেল ক্যাম্পে মরহুমের ছেলে ফিরোজা মজিদ ট্রাস্টের নির্বাহী পরিচালক ইকবাল মাসুদ, মরহুমের মেজো মেয়ে শাহিনা পারভিন,নাদিরা বিলকিস, মিতু ইসলাম,শিরিন সুলতানা,মরহুমের জামাতা নৌবাহিনী কর্মরত কনেডোর জাকিরুল ইসলাম, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পারুলিয়া ইউপি বারবার নির্বাচিত চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আবু তালেব, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আজাদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম,বাংলাদেশ জামায়েত ইসলামী দেবহাটা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য জামায়তে ইসলামী নেতা আফসার আলী, আশরাফুজ্জামান,বিএনপি’র নেতা শহিদুল ইসলাম, কামরুজ্জামান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • খলিশখালীতে ভূমিহীনদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

    দেবহাটার খলিশখালীতে ভূমিহীনদের বসতঘরে
    আগুন, অস্ত্রসস্ত্র নিয়ে হামলা, গুলি ও বোমা বর্ষণের ঘটনায় জড়িতদের
    বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবীতে মানববন্ধন কর্মসূচি
    পালিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় খলিশাখালীর ভূমিহীন
    জনতার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাইফুল
    ইসলাম, গোলাপ ঢালি, ভাদ্রুরী, রিয়াজ আহম্মেদ, মো. আরিফ পাড়,
    কামরুল গাজি প্রমুখ। বক্তারা বলেন, বিগত দিনেও কয়েক শত ভূমিহীনের
    বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। নলতা ইউপি চেয়ারম্যান আজিজুলের
    নেতৃত্বে ভূমিহীনদের বসতঘরে আগুন, অস্ত্রসস্ত্র নিয়ে হামলা, গুলি ও
    বোমা বর্ষণের ঘটনা হচ্ছে। সম্প্রতি অত্র এলাকার ভূমিহীনদের উচ্ছেদ
    করতে নানান পায়তারা চালানো হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত
    ব্যবস্থা গ্রহণে প্রশাসনের উর্দ্ধত্বন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা
    করেন।

  • সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি সুভাষ ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনায় ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও মন্দির সমিতির নিন্দা প্রতিবাদ

     

    প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সাতক্ষীরা জেলা মন্দির সমিতির জেলা নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে গত শুক্রবার দিবাগত রাতে দেবহাটা- উপজেলার শাখার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে পরিবারের সদস্যদের হাত, মুখ ও চোখ বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতির তীব্র ক্ষোভ নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিবৃতি প্রদান করেছেন, ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিৎ সাধু, সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, পূজা পরিষদের সহ-সভাপতি ঘোষ সনৎ কুমার, সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড. সোমনাথ ব্যনার্জি, সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন, সিদ্ধেশ^র চক্রবতী, সুধাংশু শেখর সরকার, গৌর চন্দ্র দত্ত, এড. তারক মিত্র, পৌল সাহা, এড. অনিত মুখার্জী, নয়ন কুমার সানা, এড. কু- তপন, অধ্যক্ষ শিব পদ গাইন, প্রভাষক বাসুদেব সিংহ, অসীম কুমার দাশ সোনা, বিকাশ চন্দ্র দাশ, রায় দুলাল চন্দ্র, বলাই চন্দ্র দে, প্রবীর পোদ্দার, থিউফিল গাজী, অমিত কুমার ঘোষ বাপ্পা, সুজন বিশ^াস প্রমুখ।

  • দেবহাটায় আল ফেরদৌস আলফা, আশাশুনিতে জি এম মোস্তাকিম ও তালায় ঘোষ সনৎ কুমার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

    দেবহাটায় আল ফেরদৌস আলফা, আশাশুনিতে জি এম মোস্তাকিম ও তালায় ঘোষ সনৎ কুমার উপজেলা চেয়ারম্যান নির্সাতক্ষীরার তালায় আওয়ামী লীগের মশিউর রহমানকে ১৫১৬৯ ভোটে হারিয়ে টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ।

    দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মুজিবর রহমানকে ৯২২৫ ভোটে হারিয়ে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আল ফেরদাউস আলফা।

    আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে

    আওয়ামী লীগের প্রার্থী শাহ নেওয়াজ ডালিমকে ৭৭১ ভোটে হারিয়ে টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

  • দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা

    সাতক্ষীরার তিনটি উপজেলায়  ।
    নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা, তালা ও আশাশুনিতে
    মঙ্গলবার বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে
    ভোটগণনার কাজ। শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও ভোট গণনার লক্ষ্যে
    ম্যাজিষ্ট্রেট, পুলিশ, র‌্যাব ও আনসার দায়িত্ব পালন করছে। তবে
    আশাশুনিতে ৮৭টির মধ্যে ২০টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ
    ভোটকেন্দ্র থাকায় আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ
    কুমার অধিকারীকে থানার নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে জেলা
    পুলিশের স্ট্যা-িং ফোর্সের প্রধান করা হয়েছে। সাতক্ষীরা সদর
    সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে আশাশুনি
    থানার নির্বাচনী দায়িত্ব দেওয়া হয়েছে।
    মঙ্গলবার তালা উপজেলার নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
    মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তালা বিদে বিদে
    মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যেয়ে জানা গেছে, বেলা বাড়ার সাথে
    সাথে ভোটরদের উপস্থিতি বাড়ে।
    তালা, দেবহাটা ও আশাশুনি নির্বাচনের রিটাণিং অফিসার
    সরোয়ার হোসেন জানান,তিনটি উপজেলার ২৮টি ইউনিয়নের
    ২২১টি ভোট কেন্দ্রে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
    এখানে ভোটার সংখ্যা ৬ লাখ ৫৬ হাজার ৯৭১। ভোট গণনার কাজ শুরু
    হয়েছে বিকেল সাড়ে চারটা থেকে। রাত ১১টার মধ্যে ভোটের ফলাফল
    জানা যাবে।

  • রাত পোহালেই সাতক্ষীরার তিন উপজেলায় ভোট 

    চেয়ারম্যান- ১৬ , ভাইস চেয়ারম্যান-১৩ ও মহিলা ভাই চেয়ারম্যান- ৮জন

    বিশেষ প্রতিনিধি : প্রচার প্রচারণাসহ সকল জল্পনা-কল্পনা শেষে আজ রাত পোহালেই  মঙ্গলবার ধাপে জেলার দেবহাটা, আশাশুনি ও তালা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নির্বাচন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সোমবার সকালে তিনটি উপজেলা পরিষদ থেকে স্ব স্ব নির্বাচন কেন্দ্রে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোরে কেন্দ্র কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ব্যালট। দেবহাটা, আশাশুনি ও তালা উপজেলার প্রত্যেক ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, আনসার ভিডিপি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশাপাশি ভ্রাম্যমান মোবাইল কোর্ট ও র‌্যাব সদস্যরা টহল দিবেন। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামীকাল ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিতব্য এ নির্বাচনে দেবহাটা, আশাশুনি ও তালা উপজেলার ২৮ টি ইউনিয়নের ২১১ টি ভোটকেন্দ্রে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দ্বিতীয় ধাপের এ নির্বাচনে জেলার তিন উপজেলা থেকে চেয়ারম্যানপদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে গত ২ মে জেলা প্রশাসনের সম্মেলন ক থেকে তিন উপজেলার প্রতিদ্বন্দী প্রার্থীগণ নির্বাচনি প্রতীক গ্রহণ করেন। এ নির্বাচনে দেবহাটায় উপজেলার ৫ ইউনিয়নের ৪১ ভোটকেন্দ্রের ২৬৭ স্থায়ী ও ১২ টি অস্থায়ী মোট ২৭৯ টি ভোটকক্ষে সর্বমোট ১,১১,৭৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ উপজেলায় মোট ভোটারের ৫৬,২৬৩ জন পুরুষ, ৫৫,৫৩২ জন নারী ভোটার রয়েছে। এ উপজেলা থেকে চেয়ারম্যান ৫ জন, ভাইস চেয়ারম্যান ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. মুজিবর রহমান মোটরসাইকেল প্রতীক, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা হেলিকপ্টার প্রতীক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি এড. স.ম গোলাম মোস্তফা চিংড়িমাছ প্রতীক, জেলা আ’লীগের সাবেক সদস্য আলহাজ্ব মো. রফিকুল ইসলাম আনারস প্রতীক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক আবু রাহান তিতু ঘোড়া প্রতীক নিয়ে এখনো পর্যন্ত মাঠে আছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ তালা প্রতীক এবং প্রতিদ্বন্দী প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক জননন্দিত মহিলা ভাইস চেয়ারম্যান আমেনা রহমান ফুটবল প্রতীক এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ কলস প্রতীক নিয়ে লড়ছেন। তালা উপজেলার ১২ ইউনিয়নের ৯৩ ভোটকেন্দ্রে মোট ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটারের মধ্যে পুরুষ ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৭ জন ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান পদে ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ), সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ) সাংবাদিক এসএম নজরুল ইসলাম (ঘোড়া), প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম), আতাউর রহমান গোলদার (মোটরসাইকেল), বিশ্বজিত সাধু (হেলিকপ্টার), এমএ মালেক (আনারস) এবং  উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইখতিয়ার হোসেন (মাইক), সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ),নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি), শাহ আলম টিটো (টিউবওয়েল), মোঃ বাবলরু রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস)  ও মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলার ঘোড়া প্রতীকের  চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম পরিবর্তনের অঙ্গীকার ও স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী সরদার মশিয়ার রহমান অবাধ, সুষ্ঠু নির্বাচন তিনি আশা করেন। নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমার বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সন্ত্রাস,মাদক মুক্ত ও স্মার্ট  উপজেলা গড়তে এবং সাধারণ মানুষের সন্মান ও মর্যাদা রক্ষা করতে তালাবাসী অতীতের মতো এবারও কাপপিরিচ প্রতীককেই বেছে নিবেন। এদিকে, আশাশুনি উপজেলায় ১১ ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ৮৭ ভোটকেন্দ্রের ৬০৪টি ভোটকক্ষে সর্বমোট ২,৩৯,২৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ উপজেলায় মোট ভোটারের ১,২১,৯৭৯ জন পুরুষ, ১,১৭,২৩০ জন নারী ও ১ জন হিজড়া ভোটার রয়েছে। এবারের নির্বাচনে এ উপজেলা থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ৪জন, ভাইস চেয়ারম্যান ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী অর্থাৎ ৩টি পদের বিপরীতে সর্বমোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। এখানে চেয়াম্যান পদে উপজেলা আ’লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম চিংড়ী মাছ প্রতীক, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু আনারস প্রতীক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম ঘোড়া প্রতীক এবং শিল্পপতি আলহাজ্ব গাউসুল হোসেন রাজ দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনের মাঠের লড়াই করছেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী টিউবওয়েল প্রতীক, আশাশুনি প্রেসকাবের সভাপতি জিএম আল ফারুক টিয়া পাখি প্রতীক, উপজেলা কৃষক লীগের সভাপতি এনএমবি রাশেদ সারোয়ার শেলী চশমা প্রতীক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন মাইক প্রতীক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সাহেব আলী তালা প্রতীক নিয়ে লড়াই করছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি কলস প্রতীক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা পারভীন হাঁস প্রতীক, জেলা যুব মহিলা লীগের সদস্য ও বঙ্গবন্ধু সৈনিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মেহেরুন্নেছা ফুটবল প্রতীক ও সদ্য সাবেক আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মারুফা খাতুন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। এসব প্রার্থীরা প্রতীক বরাদ্দের পর থেকে ভোট এবং দোয়া চেয়ে পোস্টার ও লিফলেট বিতরণ, গণসংযোগ পথসভা উঠান বৈঠক এবং নির্বাচনী সভা করে চলেছেন। রবিবার রাতে আনুষ্ঠানিক ভাবে তাদের প্রচার-প্রচারণা শেষ হয়। ইতিমধ্যে তিন উপজেলার বিভিন্ন চায়ের স্টল, হাট-বাজার, পাড়া-মহল্লায় আর রাজনীতি সচেতন মানুষের মুখে মুখেও চলছে আগামী ২১মে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা। কখনো কখনো আবার চায়ের আড্ডায় বা রাজনৈতিক পরিচয় এর সূত্র ধরে প্রার্থীদের ভালো-মন্দ দিক, জনসেবা, যোগ্যতার মাপকাঠি নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে, এ নির্বাচনে আশাশুনি উপজেলার ভোটকেন্দ্র দখলের আশঙ্কা বিরাজ করছে খোদ প্রার্থীদের মাঝে। এছাড়াও প্রার্থী থেকে কর্মী সমর্থকদের মাঝে বাক যুদ্ধ যেন কোনভাবেই থামছেনা। চলমান এ বাকযুদ্ধ যে কোনো সময় রূপ নিতে পারে সংঘর্ষে। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই উৎতপ্ত হচ্ছে ভোটের মাঠ। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা প্রার্থীরা বিভিন্ন পদে লড়ছেন। তবে বিএনপি ও জামায়াত অংশগ্রহণ না করায় যেমন কমতে পারে ভোটার উপস্থিতি তেমনি সংঘর্ষে জড়াতে পারে আওয়ামী লীগের ঘরোয়া প্রার্থীরা। এ বিষয়ে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন জানান, বর্তমান উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম টানা তিনবার উপজেলা পরিষদের চেয়ার দখল করলেও তেমন কোন উন্নয়ন না করায় ভোটারা মুখ ফিরিয়ে নিয়েছে। সাধারণ ভোটারা চায় নতুন মুখ। কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ অভিযোগ করে জানান, এ উপজেলার কিছু এলাকায় ভোটারদের একটি প্রভাবশালী মহল হুমকি-ধামকী অব্যাহত রেখেছে। এদিকে আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী এড.শহিদুল ইসলাম পিন্টু জানান, ২৪টি কেন্দ্র খুবই ঝুঁকিপূর্ণ। তিনি স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন দপ্তরে নিরাপত্তা বাড়ানোর জন্য আবেদন করেছেন। আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, এবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ১১ টি ইউনিয়নে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আচরণবিধি লঙ্ঘনের জন্য একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি র‌্যাব, বিজিবি ও আনসার সদস্য মোতায়ন থাকবে। কোন প্রকার সংঘাত বরদাশত করা হবেনা।
  • দেবহাটা প্রেসক্লাবের সভা ও ইউএনও’র বিদায় সংবর্ধনা

    দেবহাটা প্রেসক্লাবের সভা ও ইউএনও’র বিদায় সংবর্ধনা

    দেবহাটা : দেবহাটা প্রেসক্লাব’র জরুরী সভা এবং সদ্য বদলীর আদেশপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দুপুর পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে পর্যায়ক্রমে জরুরী সভা ও ইউএনও’কে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
    দেবহাটা প্রেসক্লাব সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় জরুরী সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন বদলীর আদেশপ্রাপ্ত ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী।
    জরুরী সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার কুলিয়াতে মাংস ব্যবসায়ীদের জিম্মি করে প্রেসক্লাবের সাংবাদিক পরিচয়ে আব্দুর রব লিটু, সজল ইসলাম ও ফরহাদ হোসেন সবুজ নামের তিন গনমাধ্যমকর্মীর চাঁদাবাজির ঘটনায় গঠিত তদন্ত কমিটির দাখিলকৃত প্রতিবেদন ও বিগত উপ-নির্বাচনে নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক স্বজনপ্রীতি ও গঠনতন্ত্র বর্হিভূতভাবে অর্থ সম্পাদক পদের প্রার্থী সন্যাসী কর্মকার অভি’র মনোনয়নপত্র বৈধ ঘোষনা এবং পরবর্তীতে একক প্রার্থী দেখিয়ে তাকে ওই নির্বাচিত ঘোষনার ঘটনায় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমানের দায়েরকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যাপক আলোচনা করা হয়। পৃথক এ দু’টি ঘটনার মধ্যে চাঁদাবাজি কান্ডের অভিযোগ থাকা আব্দুর রব লিটু, সজল ইসলাম ও ফরহাদ হোসেন সবুজকে কারন দর্শানোর নোটিশ প্রেরণ এবং গঠনতন্ত্র বর্হিভূতভাবে উপনির্বাচনে সন্যাসী কর্মকার অভি’কে অর্থ সম্পাদক নির্বাচিত ঘোষনা করার ঘটনায় সেসময়কার উপনির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাবেক সভাপতি আব্দুল ওহাব, সাবেক সভাপতি আব্দুর রব লিটু ও সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত ও রেজুলেশনে অর্ন্তভূক্ত করা হয়।
    জরুরী সভা শেষে প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। প্রায় দুই বছর দেবহাটাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকার পর সদ্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে বদলীর আদেশপ্রাপ্ত হয়েছেন খালিদ হোসেন সিদ্দিকী। কর্মকালীন সময়ে তিনি উপজেলাবাসির কাছে মানবিক ও কর্মদক্ষতা সম্পন্ন ইউএনও হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। উপজেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরালস কাজ করা খালিদ হোসেন সিদ্দিকী বিদায় সংবর্ধনাকালে কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে রীতিমতো আবেগাপ্লুত হয়ে পড়েন।
    এসময় প্রেসক্লাবের দুই সহ-সভাপতি অধ্যাপক রাজু আহমেদ, আবু হুরাইরা, যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবুসহ কার্যনির্বাহী কমিটির নের্তৃবৃন্দ, সকল সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ এবং কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।