সাতক্ষীরা: দীপু দাসকে নির্যাতনের পর পুড়িয়ে হত্যা, উদীচী, ছায়ানট, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো মঙ্গলবার সকাল ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ের মুক্তিযোদ্ধা সংসদের সামনে কর্মসূচির আয়োজন করে। উদীচী সাতক্ষীরা শাখার উপদেষ্টা ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ সভার সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। দেশ ও গণতন্ত্রের ভাবমূর্তিকে নষ্ট করতে মুক্তচিন্তা, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনাকে লক্ষ্য করে এমন হামলা চালানো হচ্ছে। দীপু দাস হত্যাকাণ্ড ও অন্যান্য ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি দাবি করা হয়।
মানববন্ধনে কালিগঞ্জ, শ্যামনগর ও যশোরেশ্বরী কালীমন্দিরসহ বিভিন্ন এলাকায় জোরপূর্বক জমি দখল, হামলা ও পরিকল্পিত মামলা সংক্রান্ত নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন রুবেল গাইন।
স্টাফ রিপোর্টার 





















