স্টাফ রিপোর্টার: দেহকে সুস্থ ও মনের আনন্দের জন্য খেলাধুলার বিকল্প নেই। শনিবার বিকেলে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। তিনি খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন, প্রতিভাবান খেলোয়াড় উন্মোচন ও মানসিক উৎকর্ষতা বৃদ্ধির গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। ফাইনালে বাগালী আগমনী স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ৩-০ গোলে ভালুকা চাঁদপুর যুব সংঘ একাদশকে হারিয়ে জয়লাভ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোমরপুর যুব সংঘ সভাপতি সাইফুল্লাহ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক ও পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম (নান্টা)। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী, আলহাজ্ব মোজাম্মেল হক খান, তাকদীর আহসান রুবেল, মফিজুল ইসলাম ফাহিম, ফারুক হোসেন মিঠু প্রমুখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবির, একে এম আজাদ কানন, নাজমুল হুদা, এবং ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন। খেলা উভয় দিকের দর্শকশ্রেণি নিয়ে মুখরিত ছিল।
সংবাদ শিরোনাম:
কোমরপুর ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ১১৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়





















