সাতক্ষীরায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টায় পৌর অডিটোরিয়ামে ‘৯০ দশকের ছাত্রদল’-এর আয়োজনের এ অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম, সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাসুদ মোস্তফা সোহেল। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, হাবিবুর রহমান হবি, অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামাদলের সভাপতি আজিজুর রহমান। শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
সংবাদ শিরোনাম:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‘৯০ দশকের ছাত্রদল’-এর দোয়া
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০৩:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ২৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়





















