আজ ০৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও শিবিরের বিক্ষোভ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ৩৪৫ বাংলাদেশি শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে: ইনকিলাব মঞ্চ জাতি গঠনে শিশু বিষয়ক সাংবাদিকতা শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ শুরু ভারতের আটক ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পেয়ে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন সাতক্ষীরায় স্টাফের উদ্যোগে বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত সাতক্ষীরায় দুদক খুলনার উপপরিচালক মো. আবদুল ওয়াদুদের বিদায় সংবর্ধনা এনবিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন অধ্যাপক ডা. আবদুল ওহাব আজাদ সাতক্ষীরায় চাঁদাবাজির কারণে পুলিশ পাহারায় উন্নয়ন কাজ

ভারতের আটক ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পেয়ে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম স্পেশাল ক্যাম্পে আটক থাকা ২৪ জন বাংলাদেশি নারী, শিশু ও পুরুষ দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মুক্তি পেয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে ভারতের বনগাঁ থানার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে আটক এসব বাংলাদেশি নাগরিক তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর স্পেশাল ক্যাম্পে অবস্থান করছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে ট্রাভেল পারমিট ইস্যু করা হলে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সালেম জেলা কালেক্টর ড. আর. বৃন্দা দেবী, আইএএস-এর কার্যালয় থেকে জারি করা আদেশে আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনের নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৭ জন নারী, ৫ জন শিশু ও ১২ জন পুরুষ রয়েছেন।

ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন—
ইয়াসিন তালুকদার, জোবেদা বেগম, সোনিয়া বেগম, পারভীন, লাবনী আক্তার সুমাইয়া, ফাহিমা, রিয়াজ তালুকদার, জুবাইর আসলাম, পারভেজ, জুবাইদা, ইউসুফ খান, ইয়ামিন, সুজান সরদার, ইলিয়াস খান, বকুল বেগম, আব্দুল সালাম হাওলাদার, মুকুল, ইব্রাহিম হাওলাদার, ফাজুল হাওলাদার, মারুফ হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার, কুলসুম আক্তার, কাইয়ুম মিয়া ও জাফর আহমেদ।

ইমিগ্রেশন সূত্র জানায়, শুরুতে ২৬ জন বাংলাদেশিকে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হলেও আদেশে উল্লেখ করা হয়—আব্দুল সাইয়েদ বাতালীর ছেলে নূর মোহাম্মদ ও হাসান আলীর স্ত্রী সুরমা পারিবারিক অনুমতি না পাওয়ায় আপাতত দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেননি। ফলে ২৪ জনকে নিয়েই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন সংক্রান্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ জানান, থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নাগরিকদের পরিবারে পৌঁছে দিতে যশোরভিত্তিক মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. শফিকুল ইসলাম জানান, ফেরতপ্রাপ্তদের অধিকাংশই স্বামী-স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন কুমিল্লা, একজন ঢাকার এবং বাকিরা বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সংশ্লিষ্টদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ওসমান হাদীর মৃত্যুতে সাতক্ষীরায় গায়েবানা জানাজা ও শিবিরের বিক্ষোভ

ভারতের আটক ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পেয়ে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন

আপডেট সময়: ১০:২০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার: ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম স্পেশাল ক্যাম্পে আটক থাকা ২৪ জন বাংলাদেশি নারী, শিশু ও পুরুষ দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মুক্তি পেয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে ভারতের বনগাঁ থানার পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে আটক এসব বাংলাদেশি নাগরিক তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর স্পেশাল ক্যাম্পে অবস্থান করছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনে ট্রাভেল পারমিট ইস্যু করা হলে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে সালেম জেলা কালেক্টর ড. আর. বৃন্দা দেবী, আইএএস-এর কার্যালয় থেকে জারি করা আদেশে আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনের নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৭ জন নারী, ৫ জন শিশু ও ১২ জন পুরুষ রয়েছেন।

ফেরত আসা বাংলাদেশি নাগরিকরা হলেন—
ইয়াসিন তালুকদার, জোবেদা বেগম, সোনিয়া বেগম, পারভীন, লাবনী আক্তার সুমাইয়া, ফাহিমা, রিয়াজ তালুকদার, জুবাইর আসলাম, পারভেজ, জুবাইদা, ইউসুফ খান, ইয়ামিন, সুজান সরদার, ইলিয়াস খান, বকুল বেগম, আব্দুল সালাম হাওলাদার, মুকুল, ইব্রাহিম হাওলাদার, ফাজুল হাওলাদার, মারুফ হাওলাদার, মিজানুর রহমান হাওলাদার, কুলসুম আক্তার, কাইয়ুম মিয়া ও জাফর আহমেদ।

ইমিগ্রেশন সূত্র জানায়, শুরুতে ২৬ জন বাংলাদেশিকে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হলেও আদেশে উল্লেখ করা হয়—আব্দুল সাইয়েদ বাতালীর ছেলে নূর মোহাম্মদ ও হাসান আলীর স্ত্রী সুরমা পারিবারিক অনুমতি না পাওয়ায় আপাতত দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেননি। ফলে ২৪ জনকে নিয়েই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন সংক্রান্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ জানান, থানা পুলিশের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নাগরিকদের পরিবারে পৌঁছে দিতে যশোরভিত্তিক মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. শফিকুল ইসলাম জানান, ফেরতপ্রাপ্তদের অধিকাংশই স্বামী-স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্য। তাদের মধ্যে একজন কুমিল্লা, একজন ঢাকার এবং বাকিরা বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সংশ্লিষ্টদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।