নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ঝাউরাংগা বাজারে অবস্থিত আল-হেরা মডেল একাডেমী স্কুলে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আল-হেরা মডেল একাডেমী স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ আজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আনিসুর রহমান গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাস্টার আনিস উদ্দিন এবং গ্লোবাল ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের ফলাফলে সন্তোষ প্রকাশ করে তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে সাফল্য কামনা করেন এবং নৈতিকতা ও মানসম্মত শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। ফলাফল প্রকাশ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা এবং শিক্ষকদের নিষ্ঠা ও অবদানের প্রশংসা করা হয়।
সংবাদ শিরোনাম:
আল হেরা মডেল একাডেমী স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
-
রিপোর্টার - আপডেট সময়: ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- ৬ বার পড়া হয়েছে
জনপ্রিয়























