ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্বাচনী বিধি মেনে চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। পদত্যাগের পর আলিপুর ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত হবে।
আব্দুর রউফ বলেন, “জনগণের প্রত্যাশা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে আমি জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই। এজন্য আইন অনুযায়ী চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছি।”
উল্লেখ্য, আব্দুর রউফ দীর্ঘদিন ধরে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা রয়েছে। পদত্যাগের খবরে আলিপুর ইউনিয়নসহ আশপাশের এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
রিপোর্টার 


















