স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রউফ। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও অনুমোদনের মাধ্যমে আলহাজ্ব আব্দুর রউফকে এ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়। মনোনয়ন ঘোষণার পর সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলাজুড়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় থাকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে আলহাজ্ব আব্দুর রউফ সাতক্ষীরার সাধারণ মানুষের কাছে একজন পরিচিত ও জনপ্রিয় নেতা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে এই আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান গড়ে তুলবে। মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় আলহাজ্ব আব্দুর রউফ চেয়ারম্যান বলেন, “আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞ। সাতক্ষীরার মানুষের অধিকার, গণতন্ত্র ও উন্নয়নের প্রশ্নে আমি অতীতের মতোই মাঠে থাকবো।” তিনি আরও বলেন, “সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের রায় বাস্তবায়নে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আলহাজ্ব আব্দুর রউফ
-
আব্দুর রহমান - আপডেট সময়: ১১:৫৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়




















