সুরাইয়া খাতুন: আগামী শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের বই আগেভাগেই সাতক্ষীরা জেলায় পৌঁছে গেছে। বই উৎসবের আরও ৯ দিন বাকি থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জেলায় শতভাগ পাঠ্যপুস্তক সরবরাহ সম্পন্ন করেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবছরের ন্যায়, আগামী ১ জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনে সকল শিক্ষার্থীদেরকে নতুন বই ও শিখন সামগ্রী বিতরণ করা হবে। ইতিমধ্যেই জেলা ও উপজেলা পর্যায়ে প্রাপ্ত পাঠ্যপুস্তক ও শিখন সামগ্রী বিদ্যালয়ে পৌঁছে গেছে। প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চার রঙে ছাপানো নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি ও গণিত, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, প্রাথমিক বিজ্ঞান এবং ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠ্যপুস্তক দেওয়া হবে। প্রাক-প্রাথমিক স্তরের ৫+ বয়সী শিক্ষার্থীদেরকে “আমার বই” ও ”অনুশীলন খাতা” সরবরাহ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশিকা অনুযায়ী, পাঠ্যপুস্তক বিতরণের আগে প্রতিটি বইতে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিস ও বিদ্যালয়ের সিল দিতে হবে। সিলে থাকবে “বিনামূল্যে বিতরণকৃত” লেখা। এছাড়া বিতরণকৃত ও উদ্বৃত্ত পাঠ্যপুস্তকের হিসাব রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, সাতক্ষীরা জেলায় প্রাথমিক স্তরের ২২৫,০২৫ জন শিক্ষার্থীর জন্য মোট ৯৬৭,৭২৩ খানা বই সরবরাহ করা হয়েছে। ফলে পহেলা জানুয়ারি সকল শিক্ষার্থীকে নতুন পাঠ্যপুস্তক দেওয়া সম্ভব হবে। শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকগণকে নির্দেশনা দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক নিরাপদভাবে সংরক্ষণ করতে এবং বিতরণের পর উদ্বৃত্ত বই খোলা বাজারে বিক্রি না হয় তা নিশ্চিত করতে।
সংবাদ শিরোনাম:
“নতুন বইয়ের অপেক্ষায় শিশুরা, শেখার স্বপ্ন বোনে”
সাতক্ষীরায় পৌঁছে গেছে প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক
-
রিপোর্টার - আপডেট সময়: ০৩:৩০:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ১০৪ বার পড়া হয়েছে
জনপ্রিয়























