সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা আখতারের সাথে তালা উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান ও তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম।
এছাড়া মতবিনিময়ে অংশ নেন—জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, বিএনপির উপজেলা সভাপতি মৃণাল কান্তি রায়, তালা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আকবর হোসেনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা। মতবিনিময়ের শুরুতে উপস্থিত সবাই সাতক্ষীরার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আফরোজা আখতারকে শুভেচ্ছা জানান।
বক্তারা জলাবদ্ধতা নিরসন, তালাকে আধুনিক পৌরসভায় রূপান্তর, অনলাইন জুয়া ও মাদক নিয়ন্ত্রণ, তালা হাসপাতালের অনিয়ম দূরীকরণ, কপোতাক্ষ নদের খনন, জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ, বিনোদন কেন্দ্র স্থাপনসহ উপজেলার উন্নয়ন ও সেবায়গতিশীলতা বৃদ্ধির প্রস্তাবনা তুলে ধরেন।
জেলা প্রশাসক আফরোজা আখতার বক্তব্যে বলেন, তালাকে একটি আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তিনি ইউএনওকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।” এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
তিনি নির্বাচনকে ঘিরে সব ধরনের গুজব প্রতিরোধে সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার 





















