আজ ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভোমরায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ধানের শীষের নির্বাচনী সমাবেশ  ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের দায়ে সাতক্ষীরার দুই ফার্মেসিকে বিশ হাজার টাকা জরিমানা বিশ্ব মানবাধিকার দিবসে সাতক্ষীরায় মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা  শিক্ষার মান উন্নয়নে বহুতল ভবন নির্মাণসহ শিক্ষকদের ন্যায্য দাবিতে পাশে থাকবো — আব্দুর রউফ সাতক্ষীরার জুলাই যোদ্ধা মোহিনী পারভীন অদম্য নারী পুরস্কারে ভূষিত আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় বিষয়ক আঞ্চলিক সংলাপ একই দিনে নির্বাচন ও গণভোটে সম্মতি জামায়াতসহ আট দলের কাটিয়া মাঠপাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বিবিসি মিডিয়া অ্যাকশনের ৩ দিনের প্রশিক্ষণ ও মেন্টরিং কর্মসূচি শুরু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় বিষয়ক আঞ্চলিক সংলাপ

  • আব্দুর রহমান
  • আপডেট সময়: ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) খুলনার সিএসএস আভা সেন্টার হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে এবং এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যান সমন্বয়কারী (বাগেরহাট) এসকে হাসিব। সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ। স্বাগত বক্তব্য দেন রিজিওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু। সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় পরিচালক মহিউদ্দীন মজুমদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস প্রমুখ। বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, পিএফজি কো-অরডিনেটর অধ্যক্ষ (অব.) পবিত্র মোহন দাশ, হেনরী সরদারসহ খুলনা বিভাগের ১০টি উপজেলার প্রতিনিধিবৃন্দ। অংশগ্রহণকারীদের ঘোষণা পাঠ করেন এড. সেলিনা আক্তার শেলী। বক্তারা বলেন, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্ষুধা-দারিদ্র দূরীকরণের লক্ষ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট যাত্রা শুরু করে। বাংলাদেশে ১৯৯১ সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করছে এবং বর্তমানে দেশের ৩৮টি জেলার ১০৯টি উপজেলায় ও ১৪০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে। বক্তারা আরও বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে শান্তিপূর্ণ সমাজ গঠন টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। ধর্মীয় সহিষ্ণুতা, পারস্পরিক সম্মান ও সহমর্মিতা চর্চার মাধ্যমে সহিংসতা ও বিভাজন প্রতিরোধ করা সম্ভব। স্থানীয় পর্যায়ে সম্প্রীতি বাড়াতে নিয়মিত আন্তঃধর্মীয় আলোচনা, যুবসমাজকে সম্প্রীতির শিক্ষায় উদ্বুদ্ধ করা, ভ্রান্ত তথ্য প্রতিরোধ এবং সামাজিক বন্ধন জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ভোমরায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ধানের শীষের নির্বাচনী সমাবেশ 

আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় বিষয়ক আঞ্চলিক সংলাপ

আপডেট সময়: ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় আন্তঃধর্মীয় সম্প্রীতি, বাস্তবতা ও করণীয় শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) খুলনার সিএসএস আভা সেন্টার হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে এবং এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যান সমন্বয়কারী (বাগেরহাট) এসকে হাসিব। সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ। স্বাগত বক্তব্য দেন রিজিওনাল কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু। সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় পরিচালক মহিউদ্দীন মজুমদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ, খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস প্রমুখ। বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, পিএফজি কো-অরডিনেটর অধ্যক্ষ (অব.) পবিত্র মোহন দাশ, হেনরী সরদারসহ খুলনা বিভাগের ১০টি উপজেলার প্রতিনিধিবৃন্দ। অংশগ্রহণকারীদের ঘোষণা পাঠ করেন এড. সেলিনা আক্তার শেলী। বক্তারা বলেন, ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্ষুধা-দারিদ্র দূরীকরণের লক্ষ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট যাত্রা শুরু করে। বাংলাদেশে ১৯৯১ সাল থেকে প্রতিষ্ঠানটি কাজ করছে এবং বর্তমানে দেশের ৩৮টি জেলার ১০৯টি উপজেলায় ও ১৪০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে। বক্তারা আরও বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে শান্তিপূর্ণ সমাজ গঠন টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। ধর্মীয় সহিষ্ণুতা, পারস্পরিক সম্মান ও সহমর্মিতা চর্চার মাধ্যমে সহিংসতা ও বিভাজন প্রতিরোধ করা সম্ভব। স্থানীয় পর্যায়ে সম্প্রীতি বাড়াতে নিয়মিত আন্তঃধর্মীয় আলোচনা, যুবসমাজকে সম্প্রীতির শিক্ষায় উদ্বুদ্ধ করা, ভ্রান্ত তথ্য প্রতিরোধ এবং সামাজিক বন্ধন জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন তারা।