বেসরকারি অলাভজনক ও অরাজনৈতিক উন্নয়নমূলক সংগঠন লিডার্স শ্যামনগর উপজেলার দরিদ্র ও প্রান্তিক ২৫০ জন কৃষকের মধ্যে ধানবীজ ও জৈবসার বিতরণ করেছে। বৃহস্পতিবার কাশিমাড়ী ইউনিয়নে এবং ৪ ও ৫ ডিসেম্বর ঈশ্বরীপুর ইউনিয়নে লিডার্স-এর রেজিলিয়েন্ট ইনস্টিটিউশন ফর স্কেলিং আপ ইমপাওয়ারমেন্ট (রাইজ) প্রোগ্রাম এর আওতায় এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে কৃষকদের মাঝে যে ধানের বীজ দেওয়া হয় তা হলো ব্রি-৯৯ ও ব্রি-৬৭, যেগুলো লবণসহিষ্ণু জাত হিসেবে উপকূলীয় অঞ্চলে বিশেষ কার্যকর বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুর রহিম (সি.এম.), ঈশ্বরীপুর। সভাপতিত্ব করেন মোছাঃ শামীম, প্রকল্প কর্মকর্তা, রাইজ প্রোগ্রাম, শ্যামনগর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জি. এম. শফিউল আলম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ঈশ্বরীপুর ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজিব বাসার, উপসহকারী কৃষি কর্মকর্তা, ঈশ্বরীপুর। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
সংবাদ শিরোনাম:
লিডার্স’র উদ্যোগে শ্যামনগরে ধানবীজ ও জৈবসার বিতরণ
-
শ্যামনগর প্রতিনিধি - আপডেট সময়: ০১:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
- ১১৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়

























