নিজস্ব প্রতিনিধি: সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে তৃতীয় প্রান্তিক (বার্ষিক) মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। আশাশুনি উপজেলার আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের শতভাগ অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া কালিগঞ্জ উপজেলার চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন।
রিপোর্টার 

















