আজ ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

  • মাসুদ রানা
  • আপডেট সময়: ০৭:২৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষার নিয়ম অনুযায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হয়নি। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কর্তন করা হয়েছে।

পরীক্ষা চলাকালে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার চেয়ারম্যান মুহা. আল মামুন ও ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মো. ইমদাদুল হক, উপদেষ্টা ড. মুফতি আখতারুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক আবু সালেহ সাদ্দাম পরীক্ষার ব্যবস্থাপনা তদারকি করেন।

এছাড়াও নির্বাহী সদস্য মো. নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আল রাজীব, আফজাল হোসেন, শারাফাত হুসাইন লিটিল, মো. মাসুদ রানা ও মো. ওয়ালীউল্লাহ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রে তথ্য কেন্দ্র, ছবি তোলার জন্য ফটো ফ্রেমসহ নান্দনিক পরিবেশ নিশ্চিত করা হয়। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের আহ্বান জানান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময়: ০৭:২৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরায় কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষায় চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরীক্ষার নিয়ম অনুযায়ী চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হয়নি। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কর্তন করা হয়েছে।

পরীক্ষা চলাকালে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শাখার চেয়ারম্যান মুহা. আল মামুন ও ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় উপদেষ্টা মণ্ডলীর সভাপতি মো. ইমদাদুল হক, উপদেষ্টা ড. মুফতি আখতারুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান এবং নির্বাহী পরিচালক আবু সালেহ সাদ্দাম পরীক্ষার ব্যবস্থাপনা তদারকি করেন।

এছাড়াও নির্বাহী সদস্য মো. নুরুন্নবী, আরিফ বিল্লাহ, আল রাজীব, আফজাল হোসেন, শারাফাত হুসাইন লিটিল, মো. মাসুদ রানা ও মো. ওয়ালীউল্লাহ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

পরীক্ষার্থীদের সুবিধার্থে কেন্দ্রে তথ্য কেন্দ্র, ছবি তোলার জন্য ফটো ফ্রেমসহ নান্দনিক পরিবেশ নিশ্চিত করা হয়। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের আহ্বান জানান।