আজ ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

  • সুরাইয়া খাতুন
  • আপডেট সময়: ০৫:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েই নেই পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। নেই ফায়ার এক্সটিংগুইশার, নেই প্রশিক্ষিত কর্মী, নেই জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও মাঝে-মধ্যে ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। তবে সাতক্ষীরার স্কুলগুলোতে এখনো তেমন কোনো সতর্কতামূলক উদ্যোগ দেখা যাচ্ছে না।
সাতক্ষীরায় প্রাথমিক ও মাধ্যমিক মিলে রয়েছে ১ হাজার ৪০৫টি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এসব স্কুলগুলোতে কার্যকর একটি ফায়ার এক্সটিংগুইশারও নেই। দু-একটি স্কুলে যেসব এক্সটিংগুইশার আছে, সেগুলোর অনেকগুলোই দীর্ঘদিন রিফিল করা হয়নি। নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণিকক্ষে অন্তত একটি করে এক্সটিংগুইশার থাকার কথা। কিন্তু বাস্তবে অনেক প্রতিষ্ঠানের পুরো ভবন জুড়ে একটি পর্যন্ত নেই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন,”শিশুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তবে এ বিষয়ে এতদিন জরুরী ভাবে চিন্তা করা হয়নি। সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হয়তো শীঘ্রই এ বিষয়ে নির্দেশনাসহ প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে। এছাড়া নতুন ভবনগুলোতে অগ্নি নির্বাপণের ব্যবস্থা যুক্ত থাকবে।”
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর জানান, সাতক্ষীরা জেলায় মোট ৩১০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের কোথাও পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই বলে তিনি স্বীকার করেন। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে নিয়মিতভাবে অগ্নিকাণ্ড মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই অগ্নিনিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময়: ০৫:০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

সাতক্ষীরায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়েই নেই পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা। নেই ফায়ার এক্সটিংগুইশার, নেই প্রশিক্ষিত কর্মী, নেই জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকরা। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও মাঝে-মধ্যে ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। তবে সাতক্ষীরার স্কুলগুলোতে এখনো তেমন কোনো সতর্কতামূলক উদ্যোগ দেখা যাচ্ছে না।
সাতক্ষীরায় প্রাথমিক ও মাধ্যমিক মিলে রয়েছে ১ হাজার ৪০৫টি শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এসব স্কুলগুলোতে কার্যকর একটি ফায়ার এক্সটিংগুইশারও নেই। দু-একটি স্কুলে যেসব এক্সটিংগুইশার আছে, সেগুলোর অনেকগুলোই দীর্ঘদিন রিফিল করা হয়নি। নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রেণিকক্ষে অন্তত একটি করে এক্সটিংগুইশার থাকার কথা। কিন্তু বাস্তবে অনেক প্রতিষ্ঠানের পুরো ভবন জুড়ে একটি পর্যন্ত নেই।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন,”শিশুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। তবে এ বিষয়ে এতদিন জরুরী ভাবে চিন্তা করা হয়নি। সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হয়তো শীঘ্রই এ বিষয়ে নির্দেশনাসহ প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া যাবে। এছাড়া নতুন ভবনগুলোতে অগ্নি নির্বাপণের ব্যবস্থা যুক্ত থাকবে।”
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর জানান, সাতক্ষীরা জেলায় মোট ৩১০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ের কোথাও পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই বলে তিনি স্বীকার করেন। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে নিয়মিতভাবে অগ্নিকাণ্ড মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি শিগগিরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবেন।