ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরা-২ আসনে শুরু হয়েছে সরগরম নির্বাচনী প্রস্তুতি। শহর ও গ্রামের রাস্তা-ঘাটে দেখা যাচ্ছে রাজনৈতিক পদচারণার চমক। বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। ইতোমধ্যে তিনি সাতক্ষীরা সদর ও দেবহাটার ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছেন। বিএনপির মনোনয়ন পেয়েই এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন আলহাজ্ব মো. আব্দুর রউফ। হাতে লিফলেট এবং মুখে আন্তরিকতা নিয়ে তিনি ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচির বার্তা ভোটারদের কাছে পৌঁছে দেন। তরুণ ভোটারদের মধ্যে আগ্রহ এবং উত্তেজনা চোখে পড়ার মতো। তবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় সকল ধরনের নির্বাচনী সভা সমাবেশ স্থগিত করে শুধু দোয়া অনুষ্ঠান এবং সাধারণ ভোটারদের বিপদে আপদে পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করেন এই সংসদ সদস্য প্রার্থী।
সাতক্ষীরা সদর ও দেবহাটার সাধারণ ভোটাররা জানান, “রউফ সাহেব মানুষের পাশে দাঁড়ান, তাই তার প্রতি আস্থা বেড়ে গেছে। বিগত সরকার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা সীমিত করেছে। আমরা সেই পথে যেতে চাই না; ন্যায়, বিচার ও গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিতে চাই। এজন্য এবারের নির্বাচনে সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে আলহাজ¦ আব্দুর রউফের বিকল্প নেই।”
সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ আব্দুর রউফ বলেন, “জনগণই আমাদের শক্তি। মানুষের দোয়া ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে এবং দেশ পুনর্গঠনের দায়িত্ব নেবে। আমরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে প্রস্তুত।”
সংবাদ শিরোনাম:
সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন
মানুষের দোয়া ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে: আব্দুর রউফ
-
আব্দুর রহমান - আপডেট সময়: ১১:৩৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ৬৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়





















