আজ ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার তৃতীয় দিনে জেলা শিক্ষা অফিসারের বিস্তৃত পরিদর্শন সাতক্ষীরা–০২ আসনে বিএনপির রাজনীতিতে নতুন সমীকরণ খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদর উপজেলা ছাত্রদলের দোয়া মাহফিল পুলিশ সুপারের সঙ্গে সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফের সৌজন্য সাক্ষাৎ খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলীপুর ইউনিয়ন বিএনপি’র দোয়া মাহফিল বার্ষিক মূল্যায়নের দ্বিতীয় দিনেও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন এক নজরে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সাতক্ষীরা-২ আসনে নির্বাচনী প্রচারণা স্থগিত ঘোষণা

উদ্ধারপ্রাপ্ত নারী-কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে সারভাইভারদের মাঝে হাঁস বিতরণ

  • মাসুদ আলী
  • আপডেট সময়: ০১:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

উদ্ধারপ্রাপ্ত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সারভাইভারদের মাঝে হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করেছে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস)। ফাউন্ডেশন ফি’র আর্থিক সহযোগিতায় মানব পাচার ও যৌন নির্যাতনের শিকার নারী-কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ শেষে রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় পলাশপোল বৌ বাজারস্থ সিডব্লিউসিএস ট্রেনিং সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লিউসিএস এর লিয়াজো অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা শরিফুল ইসলাম। প্রধান অতিথি নাজমুন নাহার সারভাইভারদের উদ্দেশে বলেন, “আপনারা যে দুই দিনব্যাপী হাঁস পালনের প্রশিক্ষণ নিয়েছেন, তা ভবিষ্যতে আপনাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। নিয়মিত হাঁস পালন ও খামার কার্যক্রমের মাধ্যমে সংসারের ব্যয় নির্বাহ ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে পারবেন।” তিনি আরও সতর্ক করে বলেন, “কোনোভাবেই দালালচক্রের প্রলোভনে পড়া যাবে না। চাকরি, বিয়ে, প্রেম কিংবা ভ্রমণের প্রস্তাব পেলেই পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ বা সিডব্লিউসিএস–কে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।” প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সঠিক নিয়মে হাঁস পালন করলে স্বল্প ব্যয়ে ভালো লাভ পাওয়া যায়। ডিম উৎপাদনের মাধ্যমে সারভাইভারদের হাতে নগদ অর্থ আসবে, যা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্থাটি জানায়, নারী ও কিশোরীদের প্রতি মানব পাচার ও নির্যাতন প্রতিরোধ এবং ভুক্তভোগীদের পুনর্বাসনে সিডব্লিউসিএস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ ও হাঁস বিতরণ কর্মসূচির লক্ষ্য- সারভাইভারদের স্বনির্ভর করে তোলা এবং সমাজে তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা। অনুষ্ঠানের শেষে মোট ১৫ জন নারী ও কিশোরীর মাঝে হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

উদ্ধারপ্রাপ্ত নারী-কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে সারভাইভারদের মাঝে হাঁস বিতরণ

আপডেট সময়: ০১:২৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

উদ্ধারপ্রাপ্ত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সারভাইভারদের মাঝে হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করেছে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজ (সিডব্লিউসিএস)। ফাউন্ডেশন ফি’র আর্থিক সহযোগিতায় মানব পাচার ও যৌন নির্যাতনের শিকার নারী-কিশোরীদের অর্থনৈতিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ শেষে রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় পলাশপোল বৌ বাজারস্থ সিডব্লিউসিএস ট্রেনিং সেন্টারে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডব্লিউসিএস এর লিয়াজো অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা শরিফুল ইসলাম। প্রধান অতিথি নাজমুন নাহার সারভাইভারদের উদ্দেশে বলেন, “আপনারা যে দুই দিনব্যাপী হাঁস পালনের প্রশিক্ষণ নিয়েছেন, তা ভবিষ্যতে আপনাদের নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। নিয়মিত হাঁস পালন ও খামার কার্যক্রমের মাধ্যমে সংসারের ব্যয় নির্বাহ ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে পারবেন।” তিনি আরও সতর্ক করে বলেন, “কোনোভাবেই দালালচক্রের প্রলোভনে পড়া যাবে না। চাকরি, বিয়ে, প্রেম কিংবা ভ্রমণের প্রস্তাব পেলেই পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ বা সিডব্লিউসিএস–কে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।” প্রাণিসম্পদ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, সঠিক নিয়মে হাঁস পালন করলে স্বল্প ব্যয়ে ভালো লাভ পাওয়া যায়। ডিম উৎপাদনের মাধ্যমে সারভাইভারদের হাতে নগদ অর্থ আসবে, যা তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংস্থাটি জানায়, নারী ও কিশোরীদের প্রতি মানব পাচার ও নির্যাতন প্রতিরোধ এবং ভুক্তভোগীদের পুনর্বাসনে সিডব্লিউসিএস দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ ও হাঁস বিতরণ কর্মসূচির লক্ষ্য- সারভাইভারদের স্বনির্ভর করে তোলা এবং সমাজে তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করা। অনুষ্ঠানের শেষে মোট ১৫ জন নারী ও কিশোরীর মাঝে হাঁস ও হাঁসের খাদ্য বিতরণ করা হয়।