এফবিসিসিআই নির্বাচন ১৪ মে

এসবিএন : আগামী ১৪ মে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর ২০১৭১৯ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সংগঠনটি তথ্য জানায়। এফবিসিসিআই জানায়, ইতোমধ্যেই মনোনয়নপত্র গ্রহণের জন্য সাধারণ সদস্যদের আহ্বান জানিয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড। সংগঠনটির নির্বাচন বোর্ড গত ১২ ফেব্রয়ারি নির্বাচন তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী এফবিসিসিআইয়ের পরিচালক পদে নির্বাচনের লক্ষ্যে ১০ এপ্রিলের  মধ্যে মনোনায়ন দাখিল করতে হবে।

এফবিসিসিআই সূত্র জানায়, এবারও নির্বাচন পরিচালনা বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অধ্যাপক আলী আশরাফ। নির্বাচন পরিচালনা বোর্ডে সদস্য হিসেবে রয়েছেন ব্যবসায়ী নেতা সামছুল আলম এবং মঞ্জুরুল হক রুবেল। বোর্ড ২০১৭১৯ মেয়াদের নির্বাচন কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া, আপিল বোর্ডে রয়েছেনবাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন। তার সঙ্গে সদস্য হিসেব রয়েছেন খায়রুল মাজিদ মাহমুদ এবং মির্জা আবু মঞ্জুর। এদিকে, ২৩ মার্চ ভোটারদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। প্রকাশিত তালিকার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে ২৮ মার্চের মধ্যে আপিল বোর্ডের নিকট অভিযোগ করা যাবে। এর ভিত্তিতে ২৯ এবং ৩০ মার্চ আপিল বোর্ড শুনানি অনুষ্ঠিত হবে এবং এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *