আশাশুনি প্রতিনিধি: অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের লড়াই। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় কৃষ্ণনগর ইউনিয়নের কৃষাণ মজদুর ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে প্রথম নির্বাচনী জনসভা ও প্রচারণা শুরু করেন। প্রধান অতিথি কাজী আলাউদ্দীন তার বক্তব্যে বলেন, তিনি এলাকার সন্তান হিসেবে জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ভোট চাইছেন। তিনি বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং বর্তমান সভাপতি তারেক জিয়ার নেতৃত্বে দেশের উন্নয়নের লক্ষ্যে মাঠে নেমেছেন। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডাক্তার শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পি, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য রমিজ উদ্দিন রুমি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিএম রবিউল্লাহ বাহার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, কৃষ্ণনগর সেক্রেটারি আফজাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা প্রমুখ।
সংবাদ শিরোনাম:
ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা শুরু
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০৬:৩১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- ৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়



























