বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলায় ১৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাইবার দল সাতক্ষীরা জেলা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে এস এম মনিরুজ্জামান সোহাগ-কে এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশরাফুল বাবু। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন মোঃ শাহাজান, এবং সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম, আব্দুল গফ্ফার, শরিফুল, সালাউদ্দীন জিকো, মিজানুর রহমান মিজানসহ ২৯ জন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিয়াদ হোসেন সিয়াম, এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তাইজুল ইসলাম, রবিউল ইসলাম, আফজাল হোসেনসহ ২৪ জন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক হিসেবে মোঃ মনিরুজ্জামান জুলিয়েট এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ ফয়জুল্লাহ ফয়েজ। কমিটিতে এছাড়া অর্থ, ধর্ম, শিক্ষা, যুব, ছাত্র, কৃষি, শ্রম, মহিলা, আইন, সমাজকল্যাণ, সাংস্কৃতিক, তথ্য ও গবেষণা, যোগাযোগ, ক্রীড়া এবং বনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবেন। নারী নেতৃত্বেও প্রতিনিধি রাখা হয়েছে। কমিটির সদস্য পদে রয়েছেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা, যারা সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। জেলা সাইবার দলের সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ বলেন, “তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে দলের পক্ষে জনমত গঠন, অপপ্রচার মোকাবিলা এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করাই এই কমিটির প্রধান লক্ষ্য।” বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বিএনপির তথ্য ও প্রযুক্তিভিত্তিক সহায়ক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে অনলাইন অ্যাকটিভিজম, প্রচার এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংবাদ শিরোনাম:
সভাপতি: মনিরুজ্জামান , সম্পাদক: আশরাফুল বাবু
জাতীয়তাবাদী সাইবার দল শ্যামনগর উপজেলা কমিটি অনুমোদন
-
আব্দুর রহমান - আপডেট সময়: ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- ৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়






















