সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ে গণমাধ্যম পেশাজীবীদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও সেতু’র আয়োজনে এবং অগ্রগতি সংস্থার সহযোগিতায় শহরের অগ্রগতি সংস্থার কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস।
কর্মশালায় প্রযুক্তির সহায়তায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা করেন বিএনএনআরসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. বজলুর রহমান, ট্রাস্টিবোর্ড সদস্য জিয়াউল আহসান, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ বিশ্বাস, ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু, এখন টিভির জেলা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম. জিল্লুর রহমান, বর্ণিক বার্তার জেলা প্রতিনিধি গোলাম সরওয়ারসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বক্তারা বলেন, প্রযুক্তির বিস্তার যেমন আমাদের কাজকে সহজ করেছে, তেমনি এর অপব্যবহার জেন্ডার-ভিত্তিক সহিংসতার নতুন মাত্রা যোগ করেছে। ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, অনুমতি ছাড়া ছবি ও বক্তব্য প্রচার, অযাচিত বার্তা প্রেরণ, ব্যক্তিগত ডিভাইস হ্যাকিংসহ প্রযুক্তিনির্ভর অপরাধ বিষয়ে সাংবাদিকদের সচেতন থাকতে হবে এবং জনসচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখতে হবে। ভুল তথ্য ও অপতথ্যের বিরুদ্ধে সাংবাদিকরাই সমাজে প্রথম প্রতিরোধ গড়ে তুলতে পারেন।
কর্মশালায় সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা, পেশাগত ঝুঁকি এবং প্রযুক্তিনির্ভর সহিংসতার শিকার হলে আইনগত ও মানসিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। দিনব্যাপী এ কর্মশালায় সাতক্ষীরা জেলার ৩০ জন গণমাধ্যম পেশাজীবী অংশগ্রহণ করেন। কর্মশালাটি বিএনএনআরসি’র ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।
নিজস্ব প্রতিনিধি 






















