যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ‘তারুণ্যের উৎসব ২০২৫ (২য় পর্ব)’ উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি বিপুল শিকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মো. জিল্লুর রহমান, মো. মোফাচ্ছিনুল ইসলাম তপু ও মোছা. মোহিনী পারভীন। এসময় উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, কাদাকাটি আরআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউজ্জামান খান, গুনাকরকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাফিউল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। প্রতিযোগিতায় ভলিবলে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ২৫-২২ পয়েন্টে লাবসা এমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ব্যাডমিন্টনে বালক গ্রুপে পল্লীমঙ্গল স্কুলের রিয়াদ এবং বালিকা গ্রুপে গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আফসানা খান চ্যাম্পিয়ন হন।
সংবাদ শিরোনাম:
তারুণ্যের উৎসব উপলক্ষে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ১১:২৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়






















