মাসুদ আলী: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) পৌরসভার ১নং ওয়ার্ডের মাঠপাড়ায় জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা পৌর ১নং ওয়ার্ড শাখার আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ বলেন, “জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা আমাদের সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ। তার দীর্ঘ জীবন ও সুস্থতার জন্য আমরা একসাথে দোয়া করব। দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য নেত্রীর অবদান অনস্বীকার্য। তার জন্য দোয়া ও শুভকামনা করা আমাদের সকলের দায়িত্ব।” দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সদস্য মাছুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শিলা, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, সদর থানা যুবদলের আহবায়ক মো. নজরুল ইসলাম, জেলা সাইবার দলের সভাপতি এসআই আশা, ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মামুনার রশিদ নয়ন, ১নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান, ১নং ওয়ার্ড মহিলা দলের নেত্রী মৌমি কুইন সাথী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মাও. আনিছুর রহমান আজাদী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব সাইফুল্লাহ আল কাফী।
সংবাদ শিরোনাম:
কাটিয়া মাঠপাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:১৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- ১৬৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়



















