সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা ছয়ঘরিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র কুরআন মাজিদের ১৪৫০তম বর্ষপূর্তি উপলক্ষে অনুর্ধ্ব ১৫ শিক্ষার্থীদের মধ্যে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে বলাডাঙ্গা একতা সংঘের আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল কুদ্দুস। বক্তব্য রাখেন সাতক্ষীরা মিডিয়া সেন্টারের সেক্রেটারি সাংবাদিক মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. মাহমুদুর রহমান স্বপন, বলাডাঙ্গা একতা সংঘের সভাপতি জি.এম আবুল হোসাইন এবং অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. ইব্রাহিম হোসেন (লাকি)। ক ও খ গ্রুপে বিভক্ত হয়ে ৮টি প্রতিষ্ঠানের মোট ৮৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ক শাখায় প্রথম স্থান অধিকার করেন দারুল ইছলাহ মাদরাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আয়েশা বিনতে কামাল। খ শাখায় প্রথম স্থান পান মারিয়াম সুলতানা।
প্রতিযোগিতার বিচারক ছিলেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, বলাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শরিফুল ইসলাম আনসারী এবং বলাডাঙ্গা পূর্ব পাড়া মডেল মসজিদের ইমাম হাফেজ ইউসুফ হোসেন।

আবুল হোসেন 


















