দক্ষিণের মশাল: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে রবিবার সকাল ১১:১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে “মিট দ্য প্রেস” অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। সাতক্ষীরা জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন চলমান কার্যক্রম এবং গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এ “মিট দ্য প্রেস” অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জেলা পুলিশের কার্যক্রম আরও শক্তিশালী ও জনবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে জেলার সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার 



















