মাসুদ আলী: ‘সাহিত্য ঘোচাবে বৈষম্য’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মৌচাক সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, সংবর্ধনা ও প্রকাশনা উৎসব ২০২৫। শনিবার সকাল ১০টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মো. আব্দুর রব ওয়ার্ছী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আবদুল ওহাব আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ও বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক পরিদর্শক (কলেজ শাখা) প্রফেসর আবু নসর। বক্তব্য দেন পল্টু বাশার, তৃপ্তি মোহন মল্লিক, ম. জামান, মন্ময় মনির, অধ্যক্ষ ইমদাদুল হক, শফিকুল ইসলাম, বেদুঈন মোস্তফা, শেখ ছিদ্দিকুর রহমান, শিরিন সাদী ও ছন্দা মণ্ডল প্রমুখ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক ও উপভাষা গবেষক অধ্যাপক এস. এম. হারুন-উর-রশীদ এবং জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান।
এবারের আয়োজনের অংশ হিসেবে সাহিত্য, গবেষণা, শিশু সাহিত্য এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিন গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। তাঁরা হলেন— ড. সবুজ শামীম আহসান (সাহিত্য ও গবেষণা), আবুল হোসেন আজাদ (শিশু সাহিত্য) ও তৈয়েব হাসান সামসুজ্জামান বাবু (আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্ব)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মছরুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ময়না, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ, সহসাহিত্য সম্পাদক মো. রফিকুল বারী, সহসমাজকল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহানা জামান, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশানারা, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না, এম. আলমগীর আলম ও মো. শফিউল আলম।
মৌচাক সাহিত্য পরিষদের নেতারা বলেন, সাতক্ষীরার নবীন–প্রবীণ সাহিত্যস্রষ্টাদের এক মঞ্চে আনার পাশাপাশি জেলার সাহিত্যচর্চার প্রসারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে উৎসব প্রাণবন্ত হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তাঁরা।
সংবাদ শিরোনাম:
মৌচাক সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, সংবর্ধনা ও প্রকাশনা উৎসব
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:০০:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়






















