স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলহাজ আবুল জলিলের বাসভবনে এ সভার আয়োজন করা হয়। কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পৌর কমিশনার শেখ শফিক উদ দৌলা সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সিনিয়র সহসভাপতি অলোক কুমার তরফদার। সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অব.) আবু সাঈদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. নাজমুস সাকিব ব্রাইট এবং মহিলা বিষয়ক সম্পাদক লায়লা আফরোজা। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মো. আব্দুস সেলিম, মো. আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মো. আবু তালেব, সহ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ডা. এ এফ এম একরামুল হক, সহ সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক প্রভাষক মো. নজরুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. মেহেদী হাসানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকাবাসী। সভায় নবগঠিত কমিটির নেতারা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
সংবাদ শিরোনাম:
মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির পরিচিতি সভা
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ৯ বার পড়া হয়েছে
জনপ্রিয়






















