আজ ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল শিশু ও যুবদের মাদক মুক্ত রাখতে খেলাধুলা ও শিক্ষার বিকাশ অপরিহার্য: অতিরিক্ত বিভাগীয় কমিশনার কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের পথসভা ও দোয়া অনুষ্ঠান সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের ‘মিট দ্য প্রেস’ রবিবার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় ক্রীসকপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পাটকেলঘাটা চ্যাম্পিয়ন মৌচাক সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন, সংবর্ধনা ও প্রকাশনা উৎসব যুবদের মাদক মুক্ত রাখতে খেলাধুলা ও শিক্ষার বিকাশ অপরিহার্য: অতিরিক্ত বিভাগীয় কমিশনার মানুষের দোয়া ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হবে: আব্দুর রউফ বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ ও মতবিনিময়

কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচার’: শহর ছাত্রদলের নিন্দা

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা। শনিবার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকার নোঙর একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোল্যা মোহাম্মদ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, কেন্দ্রীয় নেতা তাইজুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে জড়িয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। শহর ছাত্রদল নেতাদের দাবি, ‘গুপ্ত সংগঠনের সহযোগিতায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে,’ যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মোল্যা মোহাম্মদ মুসা দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় এবং বর্তমানে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করছেন নিষ্ঠার সঙ্গে। তিনি বিভিন্ন জেলায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন বলেও দাবি করেন নেতা–কর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, সাংবাদিকেরা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা–নৈশ কলেজ শাখার সদস্য সচিব তামিম রশিদ, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, মোহাম্মদ সবুজ ও আহাদুজ্জামান নাঈম।

সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন শহর ছাত্রদলের নেতারা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাশদহায় দোয়া মাহফিল

কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচার’: শহর ছাত্রদলের নিন্দা

আপডেট সময়: ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট’ তথ্য প্রচারের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা। শনিবার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকার নোঙর একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোল্যা মোহাম্মদ মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, কেন্দ্রীয় নেতা তাইজুল ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে জড়িয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। শহর ছাত্রদল নেতাদের দাবি, ‘গুপ্ত সংগঠনের সহযোগিতায় এসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে,’ যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, মোল্যা মোহাম্মদ মুসা দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় এবং বর্তমানে রংপুর বিভাগের সাংগঠনিক কার্যক্রম তদারকি করছেন নিষ্ঠার সঙ্গে। তিনি বিভিন্ন জেলায় টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন বলেও দাবি করেন নেতা–কর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, যাচাই-বাছাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তাঁরা আশা প্রকাশ করেন, সাংবাদিকেরা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, দিবা–নৈশ কলেজ শাখার সদস্য সচিব তামিম রশিদ, সাবেক কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি আকবর হোসেন, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহসভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ছাত্রদল নেতা শাহরিয়ার হোসেন রাহিব, মোহাম্মদ সবুজ ও আহাদুজ্জামান নাঈম।

সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন শহর ছাত্রদলের নেতারা।