সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ উপলক্ষে দুই দিনব্যাপী ‘প্রতিবন্ধিতা উত্তরণ মেলা’র সমাপন ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)–এর পিএসিই প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। তিনি মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি বিভিন্ন পণ্যের ১৫টি স্টল পরিদর্শন করেন, অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননা স্মারক (ক্রেস্ট) বিতরণ করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও উন্নয়নমূলক কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরআরএ’র নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা আজ তাদের কাজের মাধ্যমে সক্ষমতার প্রমাণ দিয়েছে। উন্নয়নের প্রতিটি ধাপে তাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিআরআরএ’র সিইও রওনক হাসান, টেকনিক্যাল কোঅর্ডিনেটর দেবেশ দাস, ম্যানেজার শামিম আহমেদ, প্রকল্প সমন্বয়কারী জি.এম. নুরুন্নবী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি পণ্য দেখে সন্তোষ প্রকাশ করেন। অংশগ্রহণকারী, অভিভাবক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেলাটি মিলনমেলায় পরিণত হয়।
এই আয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, অধিকার নিশ্চিতকরণ, সমাজে গ্রহণযোগ্যতা ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

স্টাফ রিপোর্টার 
























