চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আলীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় আলীপুরস্থ মেসার্স সোনালী ফিলিং স্টেশন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুর রউফ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ্।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আলিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, সদস্য সচিব মোঃ আজগার আলী, ছাত্রনেতা সামির সোয়েব রাদমির, ছাত্রনেতা আব্দুল্লাহ আল সিয়ামসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ সমর্থক বৃন্দ।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আব্দুর রউফ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু রাজনীতির একজন নেত্রী নন, তিনি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত। তিনি আরও বলেন, জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মোনাজাত করেন আলীপুর আব্দুস সাত্তার কমপ্লেক্সের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
আব্দুর রহমান 












