মাসুদ আলী: সাতক্ষীরায় নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং মানবপাচার ও যৌন নির্যাতনের শিকার ভিকটিমদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২ দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় পশালপোল বউ বাজারস্থ সিডব্লিউসিএস ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সেন্টার ফর উইমেন অ্যান্ড চিলড্রেন স্টাডিজের (সিডব্লিউসিএস) লিয়াজোঁ ও কমিউনিকেশন অফিসার মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রশিক্ষক শরিফুল ইসলাম। বক্তারা বলেন, সিডব্লিউসিএস দীর্ঘদিন ধরে সাতক্ষীরায় মানবপাচার প্রতিরোধ এবং যৌন নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসন ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। পাচার থেকে ফিরে আসা সারভাইভাররা সমাজে অবহেলিত না হয়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াক-এ লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন। তারা আরও বলেন, হাঁস পালন প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাড়িতে হাঁস পালন করে ডিম বিক্রি করে আয় করতে পারবেন, যা তাদের আত্মবিশ্বাস ও আর্থিক সক্ষমতা বাড়াবে। ভবিষ্যতে যেন আর কেউ মানবপাচার বা যৌন নির্যাতনের শিকার না হয়-এ জন্য অংশগ্রহণকারীদের নিজ এলাকায় সচেতনতা গড়ে তুলতে হবে।
সংবাদ শিরোনাম:
নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে ২ দিনব্যাপী হাঁস পালন প্রশিক্ষণ উদ্বোধন
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- ৪৩ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়













