স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলিপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ জনসভা হয়। আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রার্থী আব্দুর রউফ। তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভোটারদের সমর্থন কামনা করেন। স্থানীয় উন্নয়ন, সড়ক ও শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, যুবদলের সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, প্রভাষক মোঃ আতাউর রহমান, আইনুল ইসলাম নান্টা, এইচ আর মুকুল, শফিকুল আলম বাবু, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, নজরুল ইসলাম, শেখ শরিফুজ্জামান সজীব, রবিউল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রেজাউল ইসলাম 






















