সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং প্রীতিভোজ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুর ২টায় বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন সম্পন্ন হয়। সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সাতক্ষীরা পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি শরীফ আসিফ রহমান।
বিশেষ অতিথি ছিলেন পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আজবাহার আলী,পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও তালা কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর ইসলাম ও সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুর জিএম আব্দুর রকিব।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।পল্লীমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোঃ আব্দুল হামিদ আল হাফিজ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম। এ সময় স্কুলের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক এবং সাংবাদিকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরিশেষে, শিক্ষার্থীদের জন্য আয়োজনকৃত বার্ষিক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

হাফিজুল ইসলাম 
























