বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ঝাউডাঙ্গা বলফিল্ড মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, যেখানে থাকবে না খোদার দারিদ্র, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বা ভূমি দূস্যতা। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মা-বোনরা নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। সমাবেশের সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার আমির প্রফেসর মো. ইকবাল হোসেন। সমাবেশটি পরিচালনা করেন শাখার সেক্রেটারি মাওলানা মো: নুরুল বাসার।
সংবাদ শিরোনাম:
ঝাউডাঙ্গায় জামায়াতে ইসলামী’র মহিলা সমাবেশ অনুষ্ঠিত
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০৬:৩২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়


























