আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. আব্দুর রউফ। বুধবার (২১ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকের বরাদ্দপত্র গ্রহণ করেন তিনি।
প্রতীক পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. আব্দুর রউফ বলেন, “দীর্ঘ ১৮ বছর পর একটি নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। আগামীকাল থেকেই ব্যাপকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করব। জনগণ অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।” তিনি আরও বলেন, “আমি সাতক্ষীরা-২ আসনেরই সন্তান। এ এলাকার জনগণ আমাকে ভালোবাসে। ইনশাআল্লাহ তারা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে।”
নির্বাচনী পরিকল্পনার বিষয়ে তিনি জানান, “ইতিমধ্যে তারেক রহমান জনকল্যাণকেন্দ্রিক এই আট দফা পরিকল্পনা তুলে ধরেছেন। এতে সবার জন্য স্বাস্থ্য কার্ড চালুর মাধ্যমে স্বল্প ও বিনা মূল্যে চিকিৎসাসেবা, কৃষকদের জন্য কৃষি কার্ডের মাধ্যমে সার ও বীজসহায়তা সহজ করা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষাব্যবস্থার সংস্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় সহায়তা জোরদারের প্রতিশ্রুতি রয়েছে। একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ অবশ্যই বিজয় লাভ করবে।” শেষে তিনি সাতক্ষীরা-২ আসনের সকল ভোটার ও দলীয় নেতাকর্মীদের অভিনন্দন জানান।

আব্দুর রহমান 






















