স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা উপজেলার শ্রীরামপুরে মঙ্গলবার (২০ জানুয়ারি) গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে ভোমরা ইউনিয়ন যুবদল। মহাফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম কল্লোল, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, ভোমরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক বজলুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু।

রিপোর্টার 


























