স্টাফ রিপোর্টার: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, বিগত ১৫ বছরে দেশে কোনো নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন না হওয়ায় জাতি বর্তমানে এক কঠিন সময় বা ‘পুলসিরাত’ অতিক্রম করছে। এমন বাস্তবতায় নির্বাচনকালীন সময়ে সাংবাদিকদের অত্যন্ত সতর্ক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীতে পিআইবি’র কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলার সাংবাদিকদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফারুক ওয়াসিফ বলেন, একটি ভুল তথ্য বা অসতর্ক প্রতিবেদন পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তিনি জুলাই সনদ ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের পক্ষে জনমত গড়ে তোলার গুরুত্বের কথাও তুলে ধরেন। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের সময়ে সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি নির্বাচনকালীন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। বর্তমান সরকারকে ‘জুলাই অভ্যুত্থানের গণআকাঙ্ক্ষার ফসল’ উল্লেখ করে পিআইবি মহাপরিচালক বলেন, এই সরকার কেবল একটি নির্বাচন আয়োজন করে বিদায় নেওয়ার জন্য গঠিত কোনো সাধারণ তত্ত্বাবধায়ক সরকার নয়। বরং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করাই এই সরকারের প্রধান দায়িত্ব। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক গোলাম মুর্শেদ। প্রথম দিনের সেশন পরিচালনা করেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার কাজী জেবেল এবং দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক সাইদুর রহমান। এ সময় পিআইবি’র গবেষক ছিদ্দিক ফারুক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের প্রতিনিধি আসাদুজ্জামান, ডিবিসি নিউজের এম. বেলাল হোসেন, এখন টিভির আহসান রাজিব, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, মানবজমিনের বিপ্লব হোসেন, যায়যাকালের আব্দুর রহমান, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান মধু, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিলসহ সাতক্ষীরায় কর্মরত মোট ২৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সংবাদ শিরোনাম:
নির্বাচনকালীন সময়ে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান সাতক্ষীরার সাংবাদিকদের উদ্দেশে পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ
-
রিপোর্টার - আপডেট সময়: ০২:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- ১৪৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ
জনপ্রিয়




























