আজ ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ব্রহ্মরাজপুর বাজারে ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ দুঃসাহসিক চুরি দীপু দাশ হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে উদীচির মানববন্ধন সাতক্ষীরায় জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও করণীয় বিষয়ে গণমাধ্যম পেশাজীবীদের দিনব্যাপী কর্মশালা ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশ একনেকে ৪৬ হাজার কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাচ্ছে ১২ হাজার নেতাকর্মী সাতক্ষীরা-২ আসনে ভোটারের আস্থার প্রতিক ধানের শীষ প্রতিকের প্রার্থী আব্দুর রউফ সুন্দরবনের অভয়ারণ্য থেকে ৯ জেলে আটক সাতক্ষীরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ খাজরায় ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনাল গোলশূন্য ড্র

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাচ্ছে ১২ হাজার নেতাকর্মী

  • স্টাফ রিপোর্টার
  • আপডেট সময়: ০৮:৩৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, “সাতক্ষীরা জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। বাস, মাইক্রোবাসসহ নিজ নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকেই নেতাকর্মীরা ঢাকায় যাবেন।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও আরও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে শতাধিক যানবাহন ঢাকায় যাবে। কিছুটা পরিবহন সংকট থাকলেও আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।”
সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, “শ্যামনগর উপজেলা থেকে প্রায় এক হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। আমাদের কাছে চারটি বাস, চারটি মাইক্রোবাস ও তিনটি প্রাইভেটকার রয়েছে। আরও যানবাহনের পরিকল্পনা থাকলেও পরিবহন সংকটের কারণে তা সম্ভব হয়নি।”
তিনি বলেন, “অনেক নেতাকর্মী বিচ্ছিন্নভাবে আগেভাগেই ঢাকায় যাচ্ছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন রয়েছে তারা সেখানে উঠছেন, আবার কেউ হোটেলে অবস্থান নিচ্ছেন। নেতাকর্মীদের আগ্রহ খুব বেশি, বেশিরভাগই নিজ উদ্যোগে যাচ্ছেন।”
এদিকে জেলা বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, সাতক্ষীরার প্রতিটি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছেন। নেতাকর্মীরা যেন নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে ঢাকায় পৌঁছতে পারেন, সে লক্ষ্যে সমন্বয়ের কাজ চলছে।
শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, “আমরা জেলা বিএনপির সাথেই একযোগে ঢাকায় যাব। ছাত্রদলের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছি।”
জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আরও জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাতক্ষীরার তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ব্রহ্মরাজপুর বাজারে ‘মায়ের দোয়া ট্রেডার্সে’ দুঃসাহসিক চুরি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাচ্ছে ১২ হাজার নেতাকর্মী

আপডেট সময়: ০৮:৩৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উপকূলীয় জেলা সাতক্ষীরায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা সদরসহ শ্যামনগর, কলারোয়া, কালিগঞ্জ, আশাশুনি, তালা ও দেবহাটা উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় যোগ দিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকটের কারণে ইতোমধ্যে অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা থেকে সবচেয়ে বড় বহর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, “সাতক্ষীরা জেলা থেকে কমপক্ষে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশা করছি। বাস, মাইক্রোবাসসহ নিজ নিজ উদ্যোগে জেলার প্রতিটি ইউনিট থেকেই নেতাকর্মীরা ঢাকায় যাবেন।”
তিনি আরও বলেন, “সাতক্ষীরা সদর আসন থেকে প্রায় ৩০টি বাস ও আরও ৩০টি মাইক্রোবাস বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যেক আসনের মনোনীত প্রার্থীকে আলাদাভাবে ২০ থেকে ৩০টি গাড়ি ম্যানেজ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে শতাধিক যানবাহন ঢাকায় যাবে। কিছুটা পরিবহন সংকট থাকলেও আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।”
সাতক্ষীরা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, “শ্যামনগর উপজেলা থেকে প্রায় এক হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। আমাদের কাছে চারটি বাস, চারটি মাইক্রোবাস ও তিনটি প্রাইভেটকার রয়েছে। আরও যানবাহনের পরিকল্পনা থাকলেও পরিবহন সংকটের কারণে তা সম্ভব হয়নি।”
তিনি বলেন, “অনেক নেতাকর্মী বিচ্ছিন্নভাবে আগেভাগেই ঢাকায় যাচ্ছেন। যাদের ঢাকায় আত্মীয়স্বজন রয়েছে তারা সেখানে উঠছেন, আবার কেউ হোটেলে অবস্থান নিচ্ছেন। নেতাকর্মীদের আগ্রহ খুব বেশি, বেশিরভাগই নিজ উদ্যোগে যাচ্ছেন।”
এদিকে জেলা বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, সাতক্ষীরার প্রতিটি উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুতি নিচ্ছেন। নেতাকর্মীরা যেন নিরাপদে ও শৃঙ্খলার সঙ্গে ঢাকায় পৌঁছতে পারেন, সে লক্ষ্যে সমন্বয়ের কাজ চলছে।
শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, “আমরা জেলা বিএনপির সাথেই একযোগে ঢাকায় যাব। ছাত্রদলের জন্য আলাদা গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা থেকে বিপুল সংখ্যক ছাত্রদলের নেতাকর্মী প্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছি।”
জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা আরও জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সাতক্ষীরার তৃণমূল পর্যায় পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।