সাতক্ষীরা-২ আসনের ভোটাররা মনে করছেন, এই আসনের ভবিষ্যৎ এখনো নির্ভর করছে এক ব্যক্তির ওপর- তিনি হলেন বিএনপির ধানের শীষ প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ। জামায়াতের প্রভাব থাকা সত্ত্বেও ভোটাররা স্পষ্টভাবে রউফের প্রতি আস্থা রেখেছেন।
সাধারণ ভোটার মমতাজ বেগম বলেন, “আমরা দেখছি, জামায়াতের লোকেরা নিজেরা মাঠে নামছে। কিন্তু সত্যিকারের সেবা দিচ্ছে যারা, আমরা তাদের পাশে থাকব। আব্দুর রউফ ভাই সেই বিশ্বাসের প্রতীক।”
আলিপুর ইউনিয়নের পল্লী প্রবাসী শেখ জামাল বলেন, “আমি ৩৩ বছর ধরে আব্দুর ভাইকে ভোট দিয়ে এসেছি। তিনি শুধু আমাদের ভোটের নেতা নন, আমাদের পাশের মানুষ। এলাকার সমস্যা তিনি বুঝেন এবং সমাধানে চেষ্টা করেন। এবারও আমরা ধানের শীষে ভোট দেব।”
স্থানীয় যুব নেতা রফিকুল ইসলাম বলেন, “অনেকে মনে করেন, শুধু নাম থাকলেই হবে। কিন্তু আব্দুর রউফের সঙ্গে জনগণের সম্পর্ক আলাদা। ভোটারের সঙ্গে তার সংযোগই তাকে শক্তিশালী প্রার্থী করে তুলেছে।”
সাতক্ষীরা ২ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুর রউফ নিজেও ভোটারদের এই আস্থার গুরুত্ব ভালোভাবে বোঝেন। সম্প্রতি ভোমরায় জনসভায় তিনি বলেন, “সিস্টেম, প্রশাসন, সবকিছু যখন আমাদের বিপক্ষে, তখনও আপনারা পাশে ছিলেন। দুপুরে ভোট দিয়ে বিকেলে রান্না করলেও ধানের শীষের প্রতি আস্থা অটুট রেখেছেন। এটাই আমার সবচেয়ে বড় শক্তি।”
স্থানীয় বিশ্লেষকদের মতে, সাতক্ষীরা-২ আসনে দলীয় কৌন্দল বা বিভাজন থাকলে আসন হারানোর শঙ্কা আছে। কিন্তু সাধারণ ভোটাররা একমত- আব্দুর রউফ ছাড়া অন্য কোনো প্রার্থী এই আসনে জয়ী হতে পারবে না।
জেলা বিএনপির নেতারা ও স্থানীয় ভোটাররা এককভাবে মনে করেন, ধানের শীষে ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে দলের ঐক্য রক্ষা করা প্রয়োজন। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য শুধু পার্টির নয়, ভোটারদের আস্থা ও সমর্থনই সবচেয়ে বড় চাবিকাঠি। সুতরাং সাতক্ষীরা-২ আসনে আসন্ন ভোটে জনগণের আস্থা ও দীর্ঘদিনের সম্পর্কই আব্দুর রউফকে বিজয়ী করার সম্ভাবনা আরও দৃঢ় করছে।
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা-২ আসনে ভোটারের আস্থার প্রতিক ধানের শীষ প্রতিকের প্রার্থী আব্দুর রউফ
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময়: ০২:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ২৮ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়





















