দেশনেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভোমরা ইউনিয়নে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে শাঁখরা বাজারে ভোমরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনের ধানের শীষ প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। তিনি উপস্থিতদের দোয়া ও নামাজের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ ঘোষ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাসারাত গাজী, হাফিজুর রহমান মন্টু এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আলিমুদ্দীন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন।

আব্দুর রহমান 


















