হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের সব মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
বিএনপি জানিয়েছে, রাজধানীসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিদের দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরও প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, বিএনপির চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনা করে আজ বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তারা মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানিয়েছে।
গত ১৩ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মেডিকেল বোর্ড তার চিকিৎসা তদারক করছে। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে।
চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় এসে চিকিৎসার সঙ্গে যুক্ত হচ্ছেন। যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তিনি লন্ডন ত্যাগ করেছেন।

রিপোর্টার 


















