আজ ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া সুষ্ঠু নির্বাচনই একমাত্র এজেন্ডা আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসকের বৈকারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাতক্ষীরা ২ আসনে জনগণের আস্থার প্রতীক বিএনপির ধানের শীষ সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা সাতক্ষীরা স্কাউটস ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণে এক কোটি টাকা বরাদ্দ বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে সংসদ সদস্য প্রার্থী আব্দুর রউফ শহীদ আসিফের কবর জিয়ারত করলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন, অনুপস্থিত ৪২৮৯: বহিষ্কার ৩

সুন্দরবনে তিন জলদস্যু মাদকসহ সেনাবাহিনী ও বিজিবির হাতে আটক

  • আব্দুল হান্নান
  • আপডেট সময়: ০৫:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

সুন্দরবনের জলদস্যু ও সীমান্তবর্তী এলাকার কুখ্যাত মাদক চোরাচালানকারী আরজ খানসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১৩৫ ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—পশ্চিম কৈখালি গ্রামের শেখ সামছুর রহমানের ছেলে আরজ খান ওরফে আর এস খান (৫০), মতিয়ার গাজীর ছেলে সোহরাব গাজী (৪০) এবং ফজলুল হক গাজীর ছেলে ফরহাদ হোসেন (৩৬)।

কালিগঞ্জ সেনাক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরজ খান দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, সুন্দরবনে জলদস্যুতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁর নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র ভারত সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন চোরাচালানপণ্য এনে সুন্দরবনের ভেতর মজুত করত। পরে এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তাঁর বিরুদ্ধে মাদক, চোরাচালান এবং গণধর্ষণের মামলাও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ দল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাঁদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লা জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয়

ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সুন্দরবনে তিন জলদস্যু মাদকসহ সেনাবাহিনী ও বিজিবির হাতে আটক

আপডেট সময়: ০৫:৫৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

সুন্দরবনের জলদস্যু ও সীমান্তবর্তী এলাকার কুখ্যাত মাদক চোরাচালানকারী আরজ খানসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এসময় তাঁদের কাছ থেকে ১৩৫ ইয়াবা, তিনটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন—পশ্চিম কৈখালি গ্রামের শেখ সামছুর রহমানের ছেলে আরজ খান ওরফে আর এস খান (৫০), মতিয়ার গাজীর ছেলে সোহরাব গাজী (৪০) এবং ফজলুল হক গাজীর ছেলে ফরহাদ হোসেন (৩৬)।

কালিগঞ্জ সেনাক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আরজ খান দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান, সুন্দরবনে জলদস্যুতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তাঁর নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র ভারত সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন চোরাচালানপণ্য এনে সুন্দরবনের ভেতর মজুত করত। পরে এসব পণ্য দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। তাঁর বিরুদ্ধে মাদক, চোরাচালান এবং গণধর্ষণের মামলাও রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ দল শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাঁদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর মোল্লা জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।