জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের উদ্যোগে ব্যবসায় উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অডিটোরিয়ামে আয়োজন করা হয়। বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমি, সাতক্ষীরা সেলস্ অফিস-৭২ এবং কর্পোরেট সেবা দপ্তরের সহযোগিতায় এটি সম্পন্ন হয়। প্রথম দিনে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির প্রতিনিধি ও জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার (প্রশিক্ষণ) মো. মাসুদুর রহমান, সেলস্ অফিস-৭২ এর সেলস্ ম্যানেজার সুব্রত কুমার সানা এবং নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক অজয় রায় চৌধুরী। দ্বিতীয় দিনে সেশন পরিচালনা করেন ফ্যাকাল্টি মেম্বর এএইচএম নাজমুছ শাহাদাত এবং কর্পোরেট অফিসের ম্যানেজার ইনচার্জ দিপঙ্কর কুমার শিউলি। সমাপনী দিনে সেশন পরিচালনা করেন খুলনা রিজিওনাল অফিসের এজিএম মো. আতিয়ার রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদা সুলতানা এবং বাংলাদেশ ইন্সুরেন্স একাডেমির ইন্সট্রাক্টর মো. রায়হানুল আবেদীন। কর্মশালায় জীবন বীমা কর্পোরেশনের ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সংবাদ শিরোনাম:
জীবন বীমা কর্পোরেশনের এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা
-
রিপোর্টার - আপডেট সময়: ০১:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- ৭৪ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয়














