Blog

  • শামুকের পাটকেলঘাটার থেকে ছোট ও ডিমওয়ালা শামুক আহরণে হারিয়ে যাচ্ছে শামুক

    শামুকের পাটকেলঘাটার থেকে ছোট ও ডিমওয়ালা শামুক আহরণে হারিয়ে যাচ্ছে শামুক

    বিশ্বজিৎ চক্রবর্তি ॥ পাটকেলঘাটার ছোট-বড় মিঠা পানির পুকুর, বিল, বাঁওড়, খাল, নদী, জলাশয়, জলাভূমিতে বিচরণ ছিল শামুকের। বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী শামুকের আবাসস্থল ধ্বংস, ছোট ও ডিমওয়ালা শামুক আহরণসহ বিভিন্ন কারণে এটি এখন বিলুপ্তির পথে। পানি পরিষ্কার রাখা ও জলাভূমির জীববৈচিত্র সুরক্ষায় ব্যাপক ভূমিকা রাখলেও টিকে থাকা নিয়ে হুমকির মুখে পড়েছে শামুক। পাটকেলঘাটার কলেজ মোড়, মকসেদপুর স্কুল মোড়, কুমিরা, মির্জাপুর, দলুয়া, মৌলভী বাজারে এ অঞ্চলের শামুক কেনাবেচার সবচেয়ে বড় হাটগুলো বসত। এ বাজার গুলোয় বেচাকেনা চলে বছরের ভাদ্র থেকে কার্ত্তিক মাস পর্যন্ত। বিশেষজ্ঞদের মতে, নব্বইয়ের দশক থেকে জেলা সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ফসলি জমিতে মাছের ঘের বাড়তে শুরু করে। একদিকে বাগদা চাষের জন্য লবণ পানি ব্যবহারের কারণে শামুকের সংখ্যা কমতে থাকে; অন্যদিকে চিংড়ির খাদ্য হিসেবে ব্যবহার হয় শামুকের মাংস (গ্যাতা)। আবার শামুকের খোলস দিয়ে চুন, ঘেরের পানি পরিষ্কার করার পাউডার, পোল্ট্রি ফার্মে মুরগির খাদ্য ও মাছের খাবার তৈরি করা হয়ে থাকে। প্রতি বছর ব্যাপক হারে ছোট ও ডিমওয়ালা শামুক আহরণ করা হচ্ছে। ফলে পাটকেলঘাটার অঞ্চলসহ উপজেলার জলাভূমি থেকে শামুক কমে যাচ্ছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবও শামুক কমে যাওয়ার আরেকটি কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সময়মতো বৃষ্টিপাত না হওয়া ও মিঠা পানির জলাশয়ে লবণাক্ততার প্রভাব পড়ায় শামুকের বংশবৃদ্ধি বাধাগ্রস্থ হচ্ছে।
    পাটকেলঘাটার তৈলকুপি এলাকার ঘের মালিক অমিত কুমার সাধু বলেন, ঘেরে শামুক দেয়া হলে মাছ তাড়াতাড়ি বাড়ে, তাজা হয়। অল্প সময়ে বেশি লাভ করতে এ খাবার দেয়া হয়। পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ চক্রবর্তি বলেন, বিভিন্ন স্থানে সংঘবন্ধ ভাবে বিল, হাওড়-বাঁওড় থেকে শামুক কুড়িয়ে ফড়িয়াদের কাছে বিক্রি করে। ফড়িয়ারা বেপারির কাছে, বেপারিরা আড়তদারের কাছে এবং সবশেষে ঘের মালিকরা কিনে এনে এলাকার গরিব মানুষদের দিয়ে ভেঙ্গে নেয়। পরিবেশ নিয়ে ভাবার সময় কই তাদের! পাটকেলঘাটা বাজার এলাকায় শামুক ভাঙ্গার কাজ করেন হালিমা বেগম। তিনি বলেন, ‘অভাবের জন্য এ কাজ করি। পরিবেশের কি হয়, তা জানি না। এক বস্তা শামুক ভেঙ্গে এর মাংস বের করে দিলে ১০০ টাকা দেয়। কুমিরা মহিলা কলেজের জীব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, শামুক মূলত মাটির ক্যালসিয়াম কার্বনেট বৃদ্ধি করে। মাটির গুণগত মান ঠিক রাখে ও পানি ফিল্টারিংয়ের কাজ করে। ফলে এটি কমে গেলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। মাটির অ্যাসিডিটি বেড়ে যাবে। ফলে ফসল উৎপাদন কমবে। শামুককে খাদ্য হিসেবে ব্যবহার করে বহু প্রাণী বেঁচে আছে। শামুক হারিয়ে গেলে খাদ্য শৃঙ্খলেও নেতিবাচক প্রভাব পড়বে। কাটাখালি গ্রামের শামুক ব্যবসায়ী কিংকর মন্ডল ও মকসুদপুর গ্রামের সুবীর কুমার জানান, এভাবে প্রাকৃতিক উৎস থেকে নির্বিচারে শামুক নিধন চলতে থাকলে কৃষিবান্ধব এই জলজ প্রাণী অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। শামুক চাষ এখন সময়েরই দাবি। এর রয়েছে বানিজ্যিক উপযোগিতাও। শামুক চাষের মধ্য দিয়েও সৃষ্টি হতে পারে বহু কর্মসংস্থান, আসতে পারে কৃষি সাফল্য।

  • অভিযোগ আশাশুনি উপজেলার সভাপতি সম্পাদকের বিরুদ্ধে

    অভিযোগ আশাশুনি উপজেলার সভাপতি সম্পাদকের বিরুদ্ধে


    নব্বই হাজার টাকায় শোভনালী ইউপি ছাত্রলীগ কমিটি। ফের কুড়ি হাজার না দেওয়ায় বিলুপ্ত করে নতুন কমিটি
    নব্বই হাজার টাকা নিয়ে আমাদের সমন্বয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরে আরও কুড়ি হাজার টাকা চায় তারা । কিন্তু এই টাকা দিতে অস্বীকার করায় ছাত্রলীগের শোভনালী ইউনিয়ন কমিটি ভেঙ্গে দেওয়া হয়েছে।
    সাতক্ষীরার আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক যথাক্রমে আসমাউল হোসাইন ও সৌরভ রায়হানের বিরুদ্ধে এই অভিযোগ এনে তাদের পদত্যাগ দাবি করেছেন শোভনালী ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। একই সাথে তারা তাদের টাকাও ফেরত চেয়েছেন।
    বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলে ধরেন শোভনালী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তৌহিদুল ইসলাম সম্পাদক মো. নাসির হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল । এ সময় আবু হোসাইন, আরিফুল হক, জহিরুল হক, ইমদাদুল হক ও মোনায়েমসহ কয়েকজন ছাত্রলীগ নেতা উপস্থিত ছিলেন।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারন সম্পাদক নাসির বলেন ৯০ হাজার টাকা নিয়ে গত ৩১ জুলাই শোভনালী ইউনিয়ন ছাত্রলীগের এক বছর মেয়াদি তিনসদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেন উপজেলা সভাপতি ও সম্পাদক। এরপর থেকে উপজেলা সম্পাদক নানা অছিলায় আমাদের কাছ থেকে আরও টাকা নিয়েছেন। গত ১৮ নভেম্বর উপজেলা সম্পাদক আমাদের কাছে আরও কুড়ি হাজার টাকা চান। আমরা তা দিতে অস্বীকার করি। আর এতেই ক্ষুব্ধ হয়ে শোভনালীর তৌহিদ-নাসির- নাজমুল নেতৃত্বাধীন কমিটি ভেঙ্গে দিয়ে এখলাসুর রহমানকে সভাপতি ও উৎসব বাছাড়কে সম্পাদক করে আরেকটি কমিটি গঠন করেছেন উপজেলা সভাপতি ও সম্পাদক।
    সংবাদ সম্মেলনে নাসির আরও বলেন জাতীয় নির্বাচনের আগে কোনো কমিটি গঠন অনুমোদন অথবা বিলুপ্ত করা যাবে না এই মর্মে কেন্দ্রিয় চিঠি রয়েছে। তারপরও কেবলমাত্র টাকা কামাইয়ের জন্য আমাদের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করেছেন তারা। তাদের কাছ থেকেও টাকা আদায় করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এমন অভিযোগ করেন নাসির। তিনি বলেন এসব ঘটনার মূল নায়ক উপজেলা সেক্রেটারি সৌরভ রায়হান । আমরা উপজেলার ওই দুই নেতার পদত্যাগ দাবি করছি। ফেরত চাই আমাদের টাকাও। একই সঙ্গে ভবিষ্যতে তারা যাতে অন্য কোনো এলাকার কমিটি গঠনের নামে টাকা আদায় করতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তৌহিদ ও নাসির।

  • সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

    সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের জন্য চারটি আসনে ৩৯জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকাল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিস এবং উপজেলা সহকারি রিটার্নিং অফিসে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
    রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের উল্লেখযোগ্যের মধ্যে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন,
    সাতক্ষীরা-১ আসনে বিএনপি দলীয় প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন আওয়মীলীগ নেতা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, বিএম নজরুল ইসলাম, সরদার মুজিব, বিশ^জিত সাধু ও শেখ নুরুল ইসলাম। ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, একই আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত, জাসদের ওবায়দুস সুলতান বাবলু ও বামগণতান্ত্রিক জোটের আব্দুল আজিজ মনোনয়ন জমা দিয়েছেন।
    সাতক্ষীরা-২ সদর আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
    বিএনপির জেলা সভাপতি রহমাতুল্লাহ পলাশ, সহ-সভাপতি আব্দুল আলিম ও সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসান। জাতীয় পার্টির দলীয় প্রার্থী জেলা সভাপতি শেখ আজহার হোসেন। এই আসনে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, বামগণতান্ত্রিক জোটের নিত্যানন্দ সরকার।
    সাতক্ষীরা-৩ আসনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক এমপি, বিএনপি দলীয় প্রার্থী ড্যাব নেতা ডাঃ শহিদুল আলম, জামায়াতের হাফেজ রবিউল বাশার।
    সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী জগলুল হায়দার এমপি, জামায়াতের গাজী নজরুল ইসলাম, একই আসনে জাতীয় পার্টি থেকে সাত্তার মোড়ল ও বিকল্পধারা থেকে সাবেক এমপি এইচএম গোলাম রেজাসহ মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল জানান, বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৩৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন ।

  • সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা


    সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা রিটার্নিং অফিস এবং উপজেলা সহকারি রিটার্নিং অফিসে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
    রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে আজ দাখিলের শেষ দিন দুপুর পর্যন্ত ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক, জাপার কেন্দ্রিয় নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাবেক এমপি বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, সাবেক এমপি বিকল্পধারার এইচএম গোলাম রেজা, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক জামায়াত নেতা আবদুল খালেক, সাবেক এমপি গাজি নজরুল ইসলাম , মুফতি রবিউল বাসার, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন ও আবদুস সাত্তার মোড়ল, বামগণতান্ত্রিক জোটের আজিজুর রহমান ও নিত্যানন্দ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বিশ^জিত সাধু, জাসদের ওবায়দুস সুলতান বাবলু । মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে আরও রয়েছেন তালা কলারোয়া আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান , বিএম নজরুল ইসলাম, সরদার মুজিব, শেখ নুরুল ইসলাম প্রমূখ।

  • শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা অর্জন করলো নকশীকাঁথা মহিলা সমবায় সমিতি

    শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা অর্জন করলো নকশীকাঁথা মহিলা সমবায় সমিতি


    শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নারী সংগঠন নকশীকাঁথা মহিলা সমবায় সমিতি গতকাল রবিবার ৪৭তম জাতীয় সমবায় দিবসে উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল।
    নকশীকাঁথা মহিলা সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক চন্দ্রিকা ব্যানার্জী বলেন নকশীকাঁথা ১৯৯৩ সাল থেকে শ্যামনগর উপজেলায় নারী শিশু উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,যুবদের আতœকর্মসংস্থান,হস্ত শিল্প সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। নকশীকাঁথার আওতায় ৫টি মহিলা সমবায় সমিতি রয়েছে যার সদস্য সকলে সমবায়ী হয়েছে নকশীকাঁথার মাধ্যমে।
    উপজেলা সমবায় অফিসার মোঃ জহুরুল ইসলাম বলেন উপজেলার ২০৩টি সমবায় সমিতির মধ্যে এবারের জাতীয় সমবায় দিবসে ১১টি সমবায় সমিতি শ্রেষ্ট সমবায় সমিতির পুরস্কার পেয়েছে।তার মধ্যে এক মাত্র নারী সমবায় সমিতির সম্মাননা পেয়েছে নকশীকাঁথা মহিলা সমবায় সমিতি। তিনি বলেন ২০১২ সালে সমবায়ের নিবন্ধন পাওয়ার পর থেকে সমিতিটি সুনামের সহিত কাজ করে আসছে। রবিবার জাতীয় সমবায় দিবসের অনুষ্টানে প্রধান অতিথি শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক তন্ময় কুমার সাহার হাত থেকে নকশীকাঁথা মহিলা সমবায় সমিতির শ্রেষ্ঠ সম্মাননা গ্রহণ করেন সমিতির সাধারণ সম্পাদক চন্দ্রিকা ব্যানার্জী। উল্লেখ্য যে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে শ্যামনগরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

  • সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হাবিবুল ইসলাম হাবিব

    সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হাবিবুল ইসলাম হাবিব


    নিজস্ব প্রতিনিধি ॥
    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনে ধানের শীষের হয়ে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব।
    সোমবার (২৬ নভেম্বর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি গ্রহণ করেছেন তিনি।
    বিকেলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে মনোনয়নের চিঠি বিতরণের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
    মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এছাড়া নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তরান্বিত করতে হবে।
    তিনি ১৯৯৬-এর ষষ্ঠ এবং ২০০১-এর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
    তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসন। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ দাশ হাজার ৭০০ নারী ভোটার দুই লাখ ১২ হাজার ১৮৩ জন। এবারের নির্বাচনে তালা উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১১ হাজার ৩৫৫ জন ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ২৯০ জন। কলারোয়া উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১০ হাজার ৮৭২ জন। ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ৩০৮ জন।

  • সাতক্ষীরার চারটি আসনে নতুন ভোটার পৌনে দুই লাখ


    সেলিম হায়দার ॥
    দলীয় প্রার্থীদের মনোনয়ন চিঠি বিতরণের পর সাতক্ষীরার আসনগুলোতে বেড়েছে জাতীয় নির্বাচনের উত্তাপ। এখানে নতুন ভোটাররা প্রার্থীদের সুনজরে রয়েছেন।
    আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮৯ হাজার ১৬০ জন ও নারী ভোটার ৮৩ হাজার ৯৯৪ জন। সব মিলিয়ে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৮৯৯ জন।
    সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, (তালা-কলারোয়া) উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসন। ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ দাশ হাজার ৭০০ নারী ভোটার দুই লাখ ১২ হাজার ১৮৩ জন। এবারের নির্বাচনে তালা উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১১ হাজার ৩৫৫ জন ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ২৯০ জন। কলারোয়া উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১০ হাজার ৮৭২ জন। ও নারী ভোটার বেড়েছে ১০ হাজার ৩০৮ জন।
    সাতক্ষীরা-২ (সদর) আসনটি ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ২৩৪ জন। নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৫০ জন। এ আসনটিতে পুরুষ ভোটার বেড়েছে ২১ হাজার ২ জন। নারী ভোটার বেড়েছে ২০ হাজার ৯৬৫ জন।
    সাতক্ষীরা-৩ আসন (আশাশুনি, দেবহাট ও কালিগঞ্জ) উপজেলার আংশিক নিয়ে গঠিত। এখানে ২০টি ইউনিয়ন। এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৩৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৫ হাজার ৫১৮ জন। নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৮২০ জন।
    আশাশুনি উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১০ হাজার ৫৭৫ জন। নারী ভোটার বেড়েছে ৯ হাজার ৬৭৫ জন। দেবহাটা উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ৫ হাজার ৫৮০ জন ও নারী ভোটার বেড়েছে ৫ হাজার ৭৫৭ জন। কালিগঞ্জ উপজোয় পুরুষ ভোটার বেড়েছে ১৩ হাজার ৪৯৩ জন ও নারী ভোটার বেড়েছে ১২ হাজার ৫৬৮ জন।
    সাতক্ষীরা-৪ আসনটি শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আংশিক ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৪৭৯ জন। এর মধ্যে পরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৭৬৭ জন ও নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৭১২ জন।শ্যামনগর উপজেলায় পুরুষ ভোটার বেড়েছে ১৬ হাজার ২৫৮ জন ও নারী ভোটার বেড়েছে ১৪ হাজার ৪৩১ জন।
    সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির জানান, জেলায় চারটি আসনে এবার মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৫৯ হাজার ৮৯৯ জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৫৪ জন। সাতক্ষীরার নির্বাচনে নতুন ভোটাররা প্রার্থীদের জয়-পরাজয়ে ফ্যাক্টর হয়ে উঠবেন মনে করছেন এখানকার পর্যবেক্ষকরা।

  • সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত

    সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক নিহত

    নিজস্বপ্রতিনিধি ঃ সাতক্ষীরায় মটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে আক্তার হোসেন (৩০) নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটা কুল্ল্যার মোড়ে এ ঘটনা ঘটে।
    নিহত আক্তার হোসেন আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।
    আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আক্তার হোসেন পেশায় ভাঁড়ায় চালিত মটরসাইকেল চালক। ভাঁড়া নিয়ে সাতক্ষীরা আসার পথে সাতক্ষীরা-আশশিুনি সড়কের কুল্ল্যার মোড়ে পৌছালে একটি ইঞ্জিনভ্যানের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মটরসাইকেল চালক আক্তার হোসেন নিহত হন। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে

  • নির্বাচন  কোন জঙ্গিগোষ্টি, সাজাপ্রাপ্ত অপরাধী, দুর্নীতিবাজ, সম্পাদায়িক শক্তিকে প্রতিষ্ঠিত করার কৌশল হতে পারে না – হাসানুল হক ইনু

    নির্বাচন কোন জঙ্গিগোষ্টি, সাজাপ্রাপ্ত অপরাধী, দুর্নীতিবাজ, সম্পাদায়িক শক্তিকে প্রতিষ্ঠিত করার কৌশল হতে পারে না – হাসানুল হক ইনু

    সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এ বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, কোন দণ্ডিত অপরাধীর মুক্তির হাতিয়ার হতে পারে না নির্বাচন। নির্বাচনের মাধ্যমে কোন জঙ্গিগোষ্টি, সাজাপ্রাপ্ত অপরাধী, দুর্নীতিবাজ, সম্পাদায়িক কোনো শক্তিকে প্রতিষ্ঠিত করার কৌশল নির্বাচন হতে পারে না।

    তিনি বলেন, ৫ বছর পর নির্বাচন হয় নতুন সরকার গঠন করার জন্য। এ সময় ইভিএম সংবিধান সম্মত উপায়েই নির্বাচন কমিশন ব্যবহার করছে বলে তিনি দাবি করেন। ২৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের দেওয়া এক ব্রিফিংয়ে তিনি উপরোক্ত কথা বলেন।

    এ সময় উপস্থিত ছিলেন, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সভাপতি আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আলম জাকারিয়া টিপু, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী প্রমুখ।

  • সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন এখন গরম : আওয়ামীলীগ, বিএনপি, জামাত, জাপা,জাসদ, ওয়ার্কাস পাটি, বামজোট, ইআন্দোলন, বিকল্প ধারা সকলের প্রার্থী ঘোষনা

    সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন এখন গরম : আওয়ামীলীগ, বিএনপি, জামাত, জাপা,জাসদ, ওয়ার্কাস পাটি, বামজোট, ইআন্দোলন, বিকল্প ধারা সকলের প্রার্থী ঘোষনা

    বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন জাতীয় পাটি ও জামাতে প্রার্থীঘোষনার মধ্যে দিয়ে সরগরম হয়ে উঠেছে। এছাড়া সাতক্ষীরা ২ তে ইভিএম ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের ঘোষনা আলোচনার পালে নূতন করে হাওয়া দিচ্ছে।  আলোচনায় আছেন সাতক্ষীরা-৪ এ বিকল্প ধারার প্রার্থী দেওয়ায় বিষয়টিও। ফলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ( মহাজোটের) চুড়ান্তপ্রার্থীর বিষয়টি জানতে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

    ক্ষমতাসীন আওয়ামী লীগ জেলার তিনটিআসনে রোববার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। গতরাতেই পাওয়া যায় জেলার জামাতের তিন প্রার্থীর নাম। একই সংগে আসে জাতীয় পাটির তিন প্রার্থীর নাম। ফলে এখন রাজনৈতিকঅংগন গরম।

     লটারীতে সাতক্ষীরা সদর আসনে ভাগ্য নির্ধারণ হবে আধুনিক পদ্ধতির  ইভিএম এর মাধ্যমে। নির্ধারিত সময়ের আগে কিম্বা পরেইভিএম চালু করা যাবেনা। এটি হ্যাককরারও কোন সুযোগ নেই। কেউইভিএম মেশিনচুরি বা ছিনতাই করতেপারবে না। চুরিবা ছিনতাই করলেও তাতে কাজ হবেনা। ইভিএম পরিচালিত প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেসেনাবাহিনী।


    সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির নেতা এড. মুস্তফালুৎফুল্লাহ এ আসনে জোটের প্রার্থীহচ্ছেন তা প্রায় নিশ্চিত। অপর দিকে জাতীয়পার্টি সোমবার দলীয় প্রার্থী হিসেবে এআসনে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্তের নাম ঘোষণা করেন। এআসনে বিএনপিসহ২৩ দলের প্রার্থী হচ্ছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ আসনে প্রথমেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাসদ মনোনীত ওবায়েদুস সুলতান বাবলু।


    সাতক্ষীরা সদরে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি। এ আসনে  জাতীয় পার্টির প্রার্থী শেখ আজহার হোসেন।  এআসনে জামাতের প্রার্থী হচ্ছেন মুহাদ্দিস আব্দুল খালেক।


    সাতক্ষীরা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আ.ফ. ম রুহুল হক।  এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছেন জামাতের রবিউল বাশার।

     সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের একাংশ)আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এসএম জগলুল হায়দার। অপরদিকেসোমবার জাতীয়পার্টির দলীয় টিকিট পেয়েছেন আব্দুস সাত্তার মোড়ল।  তিনি লাঙল নিয়েই লড়বেন বলে জানিয়েছেন দলটির জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এ আসনে বিএনপি-জামাত জোটের প্রার্থী সাবেক এমপি জামাতের গাজী নজরুল ইসলাম। সাতক্ষীরা-৪ আসনে এখনো হাল ছাড়েননি বিকল্পধারার এইচ এম গোলাম রেজা। তিনি কেন্দ্রের সাথে দেনদরবারঅব্যাহত রেখেছেন।

    সাতক্ষীরাতে বামজোটের পক্ষে অংশ গ্রহনের জন্য প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন্

  • সাতক্ষীরাতে জাতীয় পার্টি   ৩টি আসনে প্রার্থী ঘোষনা

    সাতক্ষীরাতে জাতীয় পার্টি ৩টি আসনে প্রার্থী ঘোষনা

    ন্যাশনাল ডেস্ক: জাতীয় পার্টি  সাতক্ষীরাতে ৩টি আসনে আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে প্রার্থী চুড়ান্ত করেছে। সাতক্ষীরা-২ সদর আসনে মহাজোটের প্রার্থী হিসেবে শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা-১ আসনে তালা-কলারোয়ায় সৈয়দ দিদার বখত ও  সাতক্ষীরা-৪ আসনে আব্দুস সাত্তার মোড়লকে দলীয় টিকিট প্রদান করা হয়েছে। জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু দলীয় তিনজনকেই দলীয় মনোনীত প্রার্থী হিসেবে দাবী করেছেন।

  • সাতক্ষীরা ১আসনে এড. মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র দাখিল

    সাতক্ষীরা ১আসনে এড. মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র দাখিল

    নিজস্ব প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা ১আসনে ওয়ার্কাসপাটির প্রার্থী মনোনয়নপত্র দাখিল। সোমবার সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনেরসংসদ সদস্যপদে বাংলাদেশেরওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরাজেলা সভাপতিও ১৪দলের অন্যতম নেতা মুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন। ২৬ নভেম্বরসোমবার সকাল১১টায় সাতক্ষীরাজেলা প্রশাসকেরকার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রিটার্নিংঅফিসার ওজেলা প্রশাসকএসএম মোস্তফাকামাল এবংজেলা নির্বাচনঅফিসার মো.নাজমুল কবিরেরকাছে মনোনয়নপত্রদাখিল করেন।এসময় উপস্থিতছিলেন, স্থানীয়সরকারের উপ-পরিচালক শাহআব্দুস সাদী,জেলা ওয়ার্কার্সপার্টির সম্পাদকঅধ্যাপক মহিবুল্লাহমোড়ল, জেলাআইনজীবী সমিতিরসাবেক সভাপতিএড. শাহআলম, প্রকৌশলীআবেদুর রহমান,নারী নেত্রীনাসরিন খানলিপি প্রমুখ।মনোনয়নপত্র দাখিলের সময় জেলা রিটার্নিংঅফিসার নির্বাচনীআচারণ সম্বলিতলিফলেট তুলেদেন।

  • জামায়াতে ইসলামী সাতক্ষীরাতে তিনটি আসনে লড়বে

    জামায়াতে ইসলামী সাতক্ষীরাতে তিনটি আসনে লড়বে

    নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার তিনটি আসনে ২৩ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী জোটগতভাবে তিনটি আসনে লড়বে। সোমবার জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানান, তারা সাতক্ষীরা জেলা থেকে ৩টি আসনে জোটগতভাবে নির্বাচন করবে। বিএনপির সঙ্গে নীতিগতভাবে তারা আলোচনা করে জামায়াত আসন তিনটি নিশ্চিত করেছেন।
    এর মধ্যে সাতক্ষীরা-২ (সদর) আসনে সাবেক সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় নেতা মুহাদ্দীস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের বর্তমান জেলা আমীর হাফেজ রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। গতকাল জেলাব্যাপি এটাই ছিল আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে আজকাল আনুষ্ঠানিকভাবে বিএনপি আসন বন্টনের তালিকা ঘোষণা করতে পারে। অন্যদিকে তালা-কলারোয়া আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ২৩ দলীয় জোটের পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন বলে দলীয় সূত্র জানায়। জেলাতে জামায়াতের রয়েছে শক্তিশালী রাজনৈতিক অবস্থান। নিবন্ধন বাতিল হওয়াতে এবার তারা জোটের প্রতিক বা স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জামায়াত নেতারা জানান। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ রবিউল বাশার জানান, জেলার সবকটি আসনে জামায়াতের জনপ্রিয়তা অনেক বেশি। বিগত নির্বাচন গুলোতে তারা জনগণের বিপুল সমর্থন পেয়েছে। তাই আগামি নির্বাচনেও তারা জনগণের বিপুল সমর্থন পবে।

  • জামায়াত সাতক্ষীরা তিনটি আসনে নির্বাচন করবে

    জামায়াত সাতক্ষীরা তিনটি আসনে নির্বাচন করবে



    নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার তিনটি আসনে ২৩ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী জোটগতভাবে তিনটি আসনে লড়বে। সোমবার জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানান, তারা সাতক্ষীরা জেলা থেকে ৩টি আসনে জোটগতভাবে নির্বাচন করবে। বিএনপির সঙ্গে নীতিগতভাবে তারা আলোচনা করে জামায়াত আসন তিনটি নিশ্চিত করেছেন।
    এর মধ্যে সাতক্ষীরা-২ (সদর) আসনে সাবেক সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় নেতা মুহাদ্দীস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের বর্তমান জেলা আমীর হাফেজ রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। গতকাল জেলাব্যাপি এটাই ছিল আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে আজকাল আনুষ্ঠানিকভাবে বিএনপি আসন বন্টনের তালিকা ঘোষণা করতে পারে। অন্যদিকে তালা-কলারোয়া আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ২৩ দলীয় জোটের পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন বলে দলীয় সূত্র জানায়। জেলাতে জামায়াতের রয়েছে শক্তিশালী রাজনৈতিক অবস্থান। নিবন্ধন বাতিল হওয়াতে এবার তারা জোটের প্রতিক বা স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জামায়াত নেতারা জানান। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ রবিউল বাশার জানান, জেলার সবকটি আসনে জামায়াতের জনপ্রিয়তা অনেক বেশি। বিগত নির্বাচন গুলোতে তারা জনগণের বিপুল সমর্থন পেয়েছে। তাই আগামি নির্বাচনেও তারা জনগণের বিপুল সমর্থন পবে।

  • আবারও সদর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেলেন মীর মোস্তাক আহমেদ রবি

    আবারও সদর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেলেন মীর মোস্তাক আহমেদ রবি


    সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জরিপে সততা ও যোগ্যতার বিচারে সাতক্ষীরা সদর আসনে আবারও বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেলেন গরীব দুঃখী গণমানুষের প্রাণের নেতা রাজনীতিবিদ সাতক্ষীরাবাসীর প্রিয় মুখ, সাতক্ষীরা সদর আসনের উন্নয়নের রুপকার সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সবার প্রিয় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সরকারি কলেজের সাবেক ভিপি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী সৈনিক মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শ্যের আদর্শিত ব্যক্তিত্ব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। যিনি একজন সাদা মনের মানুষ, পরোপকারী, যিনি প্রতিহিংসার রাজনীতি করেননা। যিনি ভালবাসা ও উন্নয়ন দিয়ে সাতক্ষীরা সদরবাসীর সর্বস্তরের জনতার গর্ব ও অহংকার আশার-আকাঙ্খার প্রদীপ হয়েছেন। যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। দিন-রাত নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী ও বাংলার­ গরীব দুঃখী মানুষের প্রাণের নেত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরের জনতার দোয়ারে দোয়ারে গিয়ে উঠান বৈঠক করে নৌকার ভোট চেয়ে বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ এবং আওয়ামীলীগের রাজনীতির শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ ও রাসূল কে স্মরন করে হাসি মুখে বেরিয়ে যান অসহায় মানুষের সেবা ও সামাজিক, সাংস্কৃতিক ও দলীয় সাংগঠনিক কর্মকান্ডে। জনস্বার্থে সকল প্রকার উন্নয়ন সহযোগিতার হাত বাড়িয়ে তিনি সকলের মাঝে হয়ে উঠেছেন এক জনপ্রিয় জননন্দিত নেতা। সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় ভালবাসা ও উন্নয়নের ছোয়ায় জামাতের ঘাঁটি ভেঙ্গে আওয়ামীলীগের দূর্গ তৈরীর রুপকার ও উন্নয়নের কারিগর বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আবারও দলীয় প্রতিক নৌকা পাওয়ায় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বইছে। শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলছে মিষ্টি মুখ। জননেত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া ও আশির্বাদ করেছেন সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার জনগণ। সাতক্ষীরা সদর আসনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে স্বাধীনতার স্বপক্ষের নেতা-কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদা ভেদ ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানিয়েছেন। বাংলার উন্নয়নের কারিগর, মহিয়সী নেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো সাধারণ মানুষকে নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে এমনটিই মনে করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। দেশের উন্নয়নের কথা ভেবে তিনি সকলকে আবারো নৌকার বিজয়ের মাধ্যমে উন্নয়নের করিগর, ডিজিটাল বাংলার রুপকার,মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকল আমজনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনী এলাকার সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

  • আজ সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন এড. মুস্তফা লুৎফুল্লাহ

    আজ সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন এড. মুস্তফা লুৎফুল্লাহ


    সংবাদ বিজ্ঞপ্তি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের অন্তর্ভুক্ত দলসমূহের প্রার্থীদেরকে দলীয় মনোনয়নপত্র দাখিল করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ১৪ দল। সে প্রেক্ষিতে ১০৫ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরা জেলা সভাপতি ও ১৪ দলের অন্যতম নেতা জননেতা মুস্তফা লুৎফুল্লাহ দলীয়ভাবে ২৬ নভেম্বর সোমবার সকাল ১১ টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর (জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা) নিকট মনোনয়ন পত্র দাখিল করবেন। ২৫ নভেম্বর’১৮ তারিখে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। উপলক্ষ্যে এড. মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তিসহ তালা-কলারোয়াবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।