নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার তিনটি আসনে ২৩ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী জোটগতভাবে তিনটি আসনে লড়বে। সোমবার জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানান, তারা সাতক্ষীরা জেলা থেকে ৩টি আসনে জোটগতভাবে নির্বাচন করবে। বিএনপির সঙ্গে নীতিগতভাবে তারা আলোচনা করে জামায়াত আসন তিনটি নিশ্চিত করেছেন।
এর মধ্যে সাতক্ষীরা-২ (সদর) আসনে সাবেক সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় নেতা মুহাদ্দীস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের বর্তমান জেলা আমীর হাফেজ রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। গতকাল জেলাব্যাপি এটাই ছিল আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে আজকাল আনুষ্ঠানিকভাবে বিএনপি আসন বন্টনের তালিকা ঘোষণা করতে পারে। অন্যদিকে তালা-কলারোয়া আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ২৩ দলীয় জোটের পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন বলে দলীয় সূত্র জানায়। জেলাতে জামায়াতের রয়েছে শক্তিশালী রাজনৈতিক অবস্থান। নিবন্ধন বাতিল হওয়াতে এবার তারা জোটের প্রতিক বা স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জামায়াত নেতারা জানান। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ রবিউল বাশার জানান, জেলার সবকটি আসনে জামায়াতের জনপ্রিয়তা অনেক বেশি। বিগত নির্বাচন গুলোতে তারা জনগণের বিপুল সমর্থন পেয়েছে। তাই আগামি নির্বাচনেও তারা জনগণের বিপুল সমর্থন পবে।
জামায়াত সাতক্ষীরা তিনটি আসনে নির্বাচন করবে
নভেম্বর ২৬ ২০১৮