Blog

  • কুলিয়ায় সরকারী খাল দখল করে মাছ চাষের অভিযোগ


    নিজস্ব প্রতিনিধিঃ
    দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের নুনেখোলা এলাকায় সরকারী খাল দখল করে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে।এলাকা বাসী জানান, নুনে খোলা হতে বিধান বর্মন এর বাড়ি অভিমুখে লাবণ্যবতীর শাখা খালটি অত্র এলাকার ঘের গুলোর পানি উঠানো ও নিষ্কাশনের একমাত্র রাস্তা।শুধু তাইনা বর্ষায় যখন পুরো এলাকা ও ঘের গুলোপ্লাবিত হয় তখন উক্ত খালটি পানি নিষ্কাশন করে শত শত ঘের ব্যবসায়ী দের লক্ষ লক্ষ টাকার ক্ষতির হাত থেকে বাচায় খালটি।কিন্তু নুনে খোলা গ্রামের মনিরুদ্দীন গাজীর ছেলে ইব্রাহীম গাজী ও একই এলাকার প্রসন্ন সরকারের ছেলে অমল সরকার ক্ষমতার জোরে উক্ত খালটি দখল করে মাছ চাষ করছে।এব্যাপারে কুলিয়া ইউনিয়ন আ’লীগ এর সভাপতি রুহুল কুদ্দুসের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দখলকারীরা এলাকায় ভূমি দস্যু হিসাবে পরিচিত।এলাকাবাসী খাল দখলের বিষয়ে আমাকে অবহিত করেছিল তবে খালটি দখল মুক্ত করা সম্ভব হয়নি।এলাকাবাসী আগামী বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনের লক্ষে খালটি দখল মুক্ত করার জোর দাবী জানিয়েছে প্রশাসনের উদ্ধর্ত্বন কর্তৃপক্ষের কাছে।

  • কালিগঞ্জে হত্যাসহ আটটি নাশকতা মামলার আসামী বহিস্কৃত মাদ্রাসার অধ্যক্ষ হেলালী বেপোরায়া


    সংবাদ দাতা: হত্যা ও নাশকতাসহ আটটি মামলার আসামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসার সাময়িক বরখাস্ত হওয়া অধ্যক্ষ আব্দুল কাদের হেলালী ও তার সহযোগীদের বিরুদ্ধে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
    দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক সরদার জানান, নয় বছরে দাখিল পাশ করা অধ্যক্ষ আব্দুল কাদের হেলালী ২০১২ সালের ৩১ মার্চ ফতেপুর গ্রামের মিতা রানী বালা, লক্ষীপদ মণ্ডলসহ বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় ওই বছরের ৩০ সেপ্টেম্বর জেল হাজতে যান। এক মাস ১২দিন পর তিনি জামিনে মুক্তি পেলেও বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া তিনি ২৯১২ সালের ৩১ মার্চ আব্দুল হাকিম এর বাড়ি ভাঙচুর , ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসয়ংযোগ, ফতেপুর হাইস্কুল ও প্রাইমারী স্কুলে ভাঙচুর মামলার চার্জশীটভুক্ত আসামী। এ ছাড়া তিনি বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও মানবাধিকার কর্মী মোসলেম আলী হত্যা মামলার আসামী। তার বিরুদ্ধে শ্রীধরকাটি গ্রামের ইউপি সদস্য ছিদ্দিকুর রহমানের উপর হামলা, গড়ের কান্দায় পুলিশের সঙ্গে বনদুকযুদ্ধে আশরাফুল ইসলাম বাবু আহত হওয়ার মামলা, কালিগঞ্জের নলতা ও কালিকাপুরে নাশকতাসহ মোট আটটি মামলা রয়েছে। তার দায়েরকৃত উচ্চ আদালতের নির্দেশনা ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ি প্রতিষ্ঠানে যোগদানের কথা বলে চিঠি দিলেও তা না মেনে প্রতিষ্ঠানে পাঁচ বছর না আসার অভিযোগ রয়েছে। এরপরও তিনি স্থানীয় ইউপি সদস্য জামায়াত শিাবরের পৃষ্টপোষক সিরাজুল ইসলাম ও রঘুনাথপুর গ্রামের রেজাউল করিমকে নিয়ে গত ২৮ মার্চ মাদ্রাসায় এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে হুমকি ধামকি দেন। তাকে অধ্যক্ষের চেয়ার না দিলে অফিসরুম ভাঙচুর করার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ গত ৩১ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ি থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরীর খবর পেয়ে হেলালীসহ তাদের পক্ষের লোকজন আরো বেপরোয়া হয়ে উঠেছে। উপপরিদর্শক জিয়াউর রহমান সাধারণ ডায়েরীর তদন্ত করতে বুধবার মাদ্রাসায় এলে তার সামনে হুমকি ধামকি দেন সিরাজুল ইসলাম ও রেজাউল করিম।
    বুধবার দুপুর ১২টার দিকে সরেজমিনে দারুল উলুম চৌমুহুনী ফাজিল মাদ্রাসায় গেলে আব্দুল কাদের হেলালী, সিরাজুল মেম্বর ও রেজাউল করিমকে শিক্ষকদের রুমে ঢুকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা যায়। কালিগঞ্জ থানার উপপরিদর্শক জিয়াউর রহমান সেখানে ইউনিফর্ম ছাড়া জিডি তদন্তে এসেছেন বলে দেখা যায়।
    জানতে চাইলে আব্দুল কাদেতর হেলালী বলেন, তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের বঞ্চনার শিকার। তাই সিরাজুল ইসলাম ও রেজাউল করিমের সহযোগিতায় চাকুরি ফিরে পাওয়ার চেষ্টা করছেন।
    কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তার কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর আব্দুল কাদের হেলালীকে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্তৃপক্ষ বা আদালতের আদেশ ছাড়া প্রতিষ্ঠানে না আসার জন্য বলা হয়েছে। এর ব্যত্তয় হলে আব্দুল কাদের হেলালীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • নতুন আম্পায়ার (নন কোয়ালিফাইড) সংগ্রহের জন্য প্রশিক্ষন কার্যক্রম

    বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখা-এর উদ্যোগে আগামী ০৭/০৪/২০১৯ তারিখ বিকাল ৩-০০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে শুরু হবে নতুন আম্পায়ার (নন কোয়ালিফাইড) সংগ্রহের জন্য প্রশিক্ষন কার্যক্রম। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহনের জন্য সাতক্ষীরা জেলার আগ্রহী ব্যক্তিদেরকে (পুরুষ/নারী) আগামী ০৭/০৪/২০১৯ বেলা ১২-০০টার মধ্যে স্ব-স্ব জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, ০২কপি পাসপোর্ট সাইজের ছবি, অফেরতযোগ্য ৫০০/- (পাঁচশত) টাকাসহ আহবায়ক বরাবর দরখাস্ত অত্র এসোসিয়েশনের এর দপ্তর সম্পাদক কাজী মোঃ ফরহাদ (০১৭১৬-২৩৪৪৬৭)-এর নিকট জমা দিতে হবে।

    প্রশিক্ষনের সময়সূচি – ০৭/০৪/২০১ থেকে ০৯/০৪/২০১৯ পর্যন্ত
    প্রতিদিন বিকাল – ০৩-০০টা হতে সন্ধ্যা ০৭-০০টা পর্যন্ত
    লিখিত পরীক্ষা – ১০/০৪/২০১৯ সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত
    মৌখিক পরীক্ষা – ১০/০৪/২০১৯ দুপুর ১২-৩০হতে

  • ব্র্যাক,মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির ৩৩ বছর উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

      পৌর প্রতিনিধি:  মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী, ব্র্যাক এর আয়োজনে কলারোয়া ব্র্যাক অফিসের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনকে সভাপতি করে গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ব্র্যাক এর উর্দ্ধতন কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। ব্র্যাক সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক বিশ্বনাথ কুন্ডু বলেন, ১৯৯৮ সালে ব্র্যাক এর তত্বাবধানে আইন সহায়তা কার্যক্রম পাইলট প্রকল্প হিসাবে চালু হয় কিন্তু বর্তমানে দেশের ৬১ টি উপজেলায় মোট ৪৭৩ টি আইন ও সহায়তা কেন্দ্র চালু যার ১০ টি কেন্দ্র  সাতক্ষীরাতেই চালু আছে। তিনি আরও বলেন যে,৭ জন আইনজীবী দ্বারা সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলার প্রত্যান্ত এলাকার অসহায় গরীব ও মামলা পরিচালনায় অক্ষম মানুষদের অার্থিক ও আইন সহায়তা প্রদান  করে থাকে। বক্তারা বিবাহ প্রথা (মুসলিম,হিন্দু), বাল্য বিবাহ ও প্রতিরোধ, বিয়ে রেজিঃ, তালাক/বিচ্ছেদ, পিতা মাতার ভরণ পোষন, মানব পাচার, এসিড নিক্ষেপ, ধর্ষণ, নারী ও শিশু পাচার ইত্যাদি বিষয় নিয়ে এবং এদের সহযোগিতার ক্ষেত্রে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের ভূমিকা নিয়ে  আলোচনা  করেন। এছাড়া আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক, আলীয়া মাদ্রাসার কম্পিউটার শিক্ষক, মুসলিম বিবাহ রেজিস্টার, হিন্দু বিবাহ রেজিস্টার, মসজিদের ইমাম ও বিভিন্ন মন্দিরের পুরোহিতগণ। সর্বশেষ মতবিনিময় সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর সভাপতি সমাপনি বক্তব্যের মাধ্যমে  সভার সমাপ্তি ঘোষনা করেন।

  • শ্যামনগরে বৃদ্ধ পিতাকে ব্যবহার করে ভাই-বোনদের সম্পত্তি আত্মসাতে ষড়যন্ত্রের অভিযোগ


    শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগরে বৃদ্ধ  পিতাকে ব্যবহার করে ভুল বুঝিয়ে আত্মসাতের চেষ্টায় দুই ভাই ষড়যন্ত্র করে অপর একভাই ও ৫ বোনের শরীক অংশ আত্মসাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকায় দুই ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে বোনদের পক্ষে বড় ভাই শ্যামনগর সাব-রেজিষ্ট্রার বরাবর অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বড় ভাই হাজী শাহাদাৎ হোসেন অভিযোগে উল্লেখ করেছেন- শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী গ্রামের এম এম সামসুল হকের ৪ পুত্র ও ৫ কন্যা। শাহাদাৎ হোসেন সামছুল হকের বড় পুত্র। পিতা সামছুল হক নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিল। বর্তমান তিনি ৯৫ বছরের বৃদ্ধ ও মতিভ্রম হয়ে পড়েছেন। এ সুযোগে পরসম্পদ লোভী দুই ভাই এম এম সাইফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান বৃদ্ধ ও মতিভ্রম পিতাকে ব্যবহার করে অন্য ভাইবোনদের শরীক অংশ আত্মসাতের লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত আছে। ষড়যন্ত্র করে আটুলিয়া ও নওয়াবেঁকী মৌজার জেএল নং- ১০৭ ও ১০৮, ডিপি খতিয়ান- ৬২২,৪৪৫, সাবেক দাগ- ৫০৯৯, ৫০৯৫, হাল দাগ- ১০৮৫, ১০৮৪, ১০৮৩, ১০৯১, জমির পরিমান ৬ একর ৭ শতক সম্পত্তিতে তাদের শরীক অংশ যাহাতে আত্মসাৎ করতে না পারে সে দাবিতে সেলিনা আক্তার, নার্গিস আক্তার, নাসরিন আক্তার, নাজমা আক্তার ও কামরুন নাহার-এ ৫ বোনের পক্ষে বড় ভাই শাহাদাৎ হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাব রেজিষ্ট্রার শ্যামনগর বরাবর অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।

  • সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯: ১ম সেমিফাইনাল খেলায় সেতুবন্ধন ক্লাব সুপার ওভারে জয়ী


    সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনা এবং সিবি হসপিটাল লিমিটেড, সাতক্ষীরা পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সিবি হসপিটাল লিমিটেড ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০১৯ এর ১ম সেমিফাইনাল খেলা সেতুবন্ধন ক্লাব বনাম ইয়ং বলাকা ক্রীড়া চক্রের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ইয়ং বলাকা ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭টি উইকেট হারিয়ে ২৩৯ রান করে। দলের ইমন ৫০ এবং রাজন ৫০ রান করে। জবাবে সেতুবন্ধন ক্লাব ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৯ রান করে। দলের আজিজুল ৫৪ এবং শাওন ৫০ রান করে। ফলে খেলা ড্র হয়। সুপার ওভারে ইয়ং বলাকা ক্রীড়া চক্র ব্যাট করতে নেমে ৩উইকেট হারিয়ে ৬ রান করে। জবাবে সেতু বন্ধন ক্লাব ব্যাট করতে নেমে ১উইকেট হারিয়ে ৮রান করে জয়ে লক্ষ্যে পৌছে যায়।
    আগামীকাল ইউনুছ আলী স্মৃতি সংসদ বনাম মুন্সীপাড়া যুব সংঘের মধ্যে ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

  • বিনামূল্যে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশন ক্যাম্প ৩০শে এপ্রিল ২০১৯


    ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেডের উদ্যোগে দেশের সকল অঞ্চলের মানুষের জন্য জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন ক্যাম্প আগামী ৩০শে এপ্রিল ২০১৯, এর আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে অপারেশন করাবেন ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ। অপারেশনের জন্য রোগী ও অভিভাবকগনের ০১৭১১০১০৫০০ নম্বরে যোগাযোগ করার আহবান করা হলো।

  • বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ ৭দফা দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি

     
    নিজস্ব প্রতিবেদক :
    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরসহ ৭দফা দাবিতে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা পল্লী উন্নয়ন বোর্ড এর উপ-পরিচালকের কার্যালয়ের সামনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ-সিবিএ’র সাতক্ষীরার নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেন। সাতক্ষীরা সিবিএ’র সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জি এম সালাউদ্দিন, মাঠ সহকারী শরিফুল ইসলাম, তালার কোহিনুর ইসলাম, কলারোয়ার তাজমিনুর রহমান তাজু, কালিগঞ্জের আলেয়া খাতুন, আশাশুনির অলোক মন্ডল, সদরে মানিক (ইরোশপো) প্রমুখ। অবস্থান কর্মসূচি পরিচালনা করেন, শ্যামনগরের (সদাবিক) আনিছুর রহমান।
    পরে বেলা ১২টার দিকে নেতৃবৃন্দ দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বদিউদ্দীজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
    এসময় নেতৃবৃন্দ বলেন, বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর রুপান্তরে করতে হবে। প্রকল্পে কর্মরতদের আয় থেকে দায় প্রথা বাতিল করে ১০০% বেতন প্রথা নিশ্চিত করতে হবে এছাড়া কেন্দ্রীয় ঘোষিত দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে। তা না হলে এ আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করার প্রত্যয় ব্যক্ত করেন।

  • সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক তারাময়ী মুখার্জী অবসরে : নাজমুন নাহার দায়িত্বপ্রাপ্ত

    সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক তারাময়ী মুখার্জী অবসরে : নাজমুন নাহার দায়িত্বপ্রাপ্ত


    বিশেষ প্রতিনিধি.
    সাতক্ষীরা জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক তারাময়ী মুখার্জী অবসর প্রস্তুতিকালীন ছুটিতে গিয়েছেন এবং সেখানে দায়িত্বগ্রহণ করেছেন নাজমুন নাহার।
    মঙ্গলবার অবসর জনিত বিদায় ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা অফিসে জেলা উপজেলা পর্যায়ের পর্যায়ের সহকর্মীদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে দায়িত্বগ্রহণ করেন নাজমুন নাহার। একই দিনে সাতক্ষীরার উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দদের পক্ষ থেকে তারাময়ী মুখার্জীকে বিদায় সম্মাননা ও নবাগত অফিসার স্বাগত জানান।
    নাজমুন নাহার দেবহাটা উপজেলার কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্সসহ মাস্টার্স পাস করে পিএসসি’র মাধ্যমে সরকারি চাকুরীতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জাতীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাদিকতাসহ বিভিন্ন সৃজনশীল সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম সক্রিয় ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে সাফল্যের স্বাক্ষর রাখেন।
    মঙ্গলবার বিদায় ও দায়িত্বগ্রহণের অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত নাজমুন নাহারকে ফুলেল শুভেচ্ছা জানান।

  • বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল : অটিজম শিশুদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য

    বিশ্ব অটিজম সচেতনতা দিবসে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল : অটিজম শিশুদের জন্য বিকল্প কর্মসংস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য


    নিজস্ব প্রতিনিধি: ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে পোষ্ট অফিস মোড় হতে বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেবাশিস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএস মোস্তফা কামাল। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর কন্যা স্কুল সাইকোলজিস্ট সায়মা ওয়াজেদ পুতুলের নিরল চেষ্টায় এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়েছে। অটিজম বিষয়ে আমাদের সকলকেই সচেতনতা বাড়াতে হবে। অনেক জেলায় প্রতিবন্ধীসহ বিভিন্ন ধরনের অনগ্রসর ব্যক্তিদের দেখেছি কিন্তু সাতক্ষীরা জেলা তাদের মধ্যে অনেক এগিয়ে রয়েছে। সাতক্ষীরায় অটিজম রয়েছে ৪৭ হাজার ৪শ ১৮ জন। অটিজম শিশুরা সুযোগ পেলে অনেক ভাল কাজে সম্পৃক্ত হতে পারবে। তাদের জন্য বিকল্প কর্মসংস্থান এবং কর্মপরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সব সময় সহযোগীতা অব্যাহত থাকবে।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিস চেীধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান। উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার মো. মিজানুর রহমান, প্রতিবন্ধী সেবা ও সাহয্য কেন্দ্রের কনসালটেন্ট ডা. এসএম হাবিবুর রহমান, বরসা’র সহকারী পরিচালক নাজমুল আলম মুন্না প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ১ টি ট্রাই সাইকেল, ৮ টি হুইল চেয়ার, ১ জোড়া ক্রাচ এবং ১ টা এলবো ক্রাস বিতরণ করাসহ ২৫ টি পুরস্কার প্রদান করা হয়।

  • সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও সুপেয় পানি সরবরারের দাবিতে পথসভা

    সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও সুপেয় পানি সরবরারের দাবিতে পথসভা


    সাতক্ষীরা পৌরসভায় সাপ্লাই পানির মূল্য অযৌক্তিকভাবে দ্বিগুন বৃদ্ধির প্রতিবাদ ও পৌর এলাকার সর্বত্র সুপেয় পানি সরবারের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহীদ আলাউদ্দিন চত্বর,সুলতানপুর বড় বাজারসড়কসহ শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পথ সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। সদস্য সচিব হাফিজুর রহমান মাসুমের পরিচালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য স্বপন কুমার শীল প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সাতক্ষীরা পৌর সভার সাপ্লাই পানির বিল অযৌক্তিভাবে দ্বিগুন বৃদ্ধি করা হয়েছে। একদিকে সংযোগ থাকা সত্বেও শহরের বহু গ্রাহক পানিই পান না। অন্যদিকে সাতক্ষীরা পৌরসভার সাপ্লাই পানিতে প্রায়শই ময়লা-আবর্জনা ও আয়রণের উপস্থিতি লক্ষ্য করা যায়। পানের অযোগ্য হওয়ায় বহু মানুষ বর্তমানে উচ্চমূল্যে বাজার থেকে পানি কিনে পান করতে বাধ্য হচ্ছেন। বক্তারা অবিলম্বে পৌর এলাকার সর্বত্র সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এছাড়া লিফলেট বিতরণ করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুধাংশু শেখর সরকার, প্রকৌশলী আবেদুর রহমান, অধ্যক্ষ শিবপদ গাইন, প্রভাষক ইদ্রিস আলী প্রমুখ।

  • সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন: নৌকার পক্ষে কাজ করে বাড়িছাড়া বিষ্ণুপুরের যুবলীগ আ’লীগ কর্মীরা


    নিজস্ব প্রতিনিধি :

    কালিগঞ্জ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সাঈদ মেহেদি নৌকার পক্ষে কাজ করতে আমাদের নিষেধ করেছিলেন। তিনি নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নিজে উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য ষড়যন্ত্রে নামেন। কিন্তু আওয়ামী লীগের সমর্থন না পেয়ে তিনি জামায়াত বিএনপি ক্যডারদের সাথে যোগসাজশ করে নিজে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়ী হন।
    মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন কালিগঞ্জের বিষ্ণুপুর ইউপি যুবলীগ সভাপতি মো. শাহ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি ফিরোজ ইফতেখার ,সম্পাদক আশিক ইকবাল ও সদস্য আবদুল আলিম।
    শাহ আলম তার লিখিত বক্তব্যে বলেন ২০১৩ সালে যারা সাতক্ষীরাকে বিচ্ছিন্ন করে ফেলেছিল সাঈদ মেহেদি তাদেরকে এলাকায় ফিরিয়ে এনে সকল প্রকার সাপোর্ট দেন। বিষ্ণুপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি মোসলেমউদ্দিন হত্যাকারীদের সাথে নিয়ে মাঠে নামেন এবং শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীকে পরাজিত করতে জামায়াত ও বিএনপির ক্যাডারদের উদ্বুদ্ধ করেন। যে সব ত্যাগী নেতা আওয়ামী লীগের আদর্শকে বিসর্জন দিয়ে সাঈদ মেহেদির পক্ষে কাজ করেননি তাদের খুন জখমের হুমকি দিতে থাকেন। এক পর্যায়ে জামায়াত বিএনপির সহযোগিতায় ও ষড়যন্ত্রের মাধ্যমে সাঈদ মেহেদি চেয়ারম্যান নির্বাচিত হন।
    সংবাদ সম্মেলনে শাহ আলম বলেন যারা নৌকার পক্ষে কাজ করেছিলেন তাদের খুঁজতে শুরু করে সাঈদ মেহেদির ছত্রছায়ায় থাকা জলিল সরদার, আকুল মীর, আফসার উদ্দিন, শেখ সিদ্দিকুর রহমান। তাদের হুমকি ধামকিতে এলাকার আওয়ামী লীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী বাড়ি ছেড়ে পলাতক রয়েছেন। ২৭ মার্চ রাতে তারা সাঈদ মেহেদির নির্দেশে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজউদ্দিনের ওপর হামলা করে। তারা তাকে পিটিয়ে আহত করে। রিয়াজউদ্দিন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
    সংবাদ সম্মেলনে জামায়াত বিএনপির আশ্রয়দাতা সাঈদ মেহেদিসহ তার দোসরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।

  • মহেশ^রকাটি মৎস্য সেটে সাসের মতবিনিময় সভা


    আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ^রকাটি মৎস্য সেটে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে পশ্চিম পার্শের সেটে এ সভা অনুষ্ঠিত হয়। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে সাস এসইপি প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম। ব্যবসায়ী বিকাশ চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে সাস এর প্রকল্প সমন্বয়কারী খান মোঃ শাহ আলম, রিজিওন্যাল ম্যানেজার সাইদুর রহমান, মৎস্য কর্মকর্তা অভিজিৎ সাহা, আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, ম্যানেজার মাছুম বিল্লাহ, ব্যবসায়ী সেকেন্দার আলি, সুকুমার দাশ, শাহিন আলম, আলমগীর হোসেন, আক্তারুজ্জামান, রিপন হোসেন, বিকাশ দাশ, মানিক চন্দ্র দাশ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় মৎস্য সেটের বিভিন্ন সমস্যা নির্নয় ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

  • আশাশুনিতে শিক্ষক বদলীতে ব্যাপক অনিয়মের অভিযোগ


    আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলীর ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ফলে উপজেলার অপেক্ষাকৃত যোগাযোগে দুর্বল এবং উপরের কর্তাদের সাথে যোগাযোগে ব্যর্থ শিক্ষকরা বদলীর সুযোগ বঞ্চিত হয়ে স্ব-কর্মস্থলে কষ্টের ঘানি টানতে বাধ্য হচ্ছেন। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে সোনার হরিণ নামে খ্যাত শিক্ষক বদলীর গোপনীয়, চাতুরতায় ভরপুর ও কোন কোন ক্ষেত্রে অর্থের ব্যবহারের কারবার ঘটার অভিযোগ বেশ জোরে শোওে জেটে উঠেছে। বিশেষ করে মার্চ মাসের পুরো সময়টাই উপজেলা শিক্ষা অফিস বেশ শোরগোলের মধ্যে শিক্ষকদের পদচরনায় উঠছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি নির্দেশিকা (সংশোধিত)-এ বলা হয়েছে, উপজেলা শিক্ষা অফিসারের সুপারিশক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহকারী শিক্ষকদের আন্তঃবিদ্যালয় বদলির অনুমোদন প্রদান করে থাকেন। সহকারী শিক্ষক পদে চাকরীর মেয়াদ ন্যুনতম ২বছর পূর্ণ হলে এবং পদশূণ্য থাকলে বদলী করা যাবে। এছাড়া যে কোন বদলির পর ৩ বছর অতিক্রান্ত না হলে কোন শিক্ষক পুনঃ বদলির জন্য বিবেচিত হবেন না। কিন্তু আশাশুনিতে সে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে খেজুরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহেনা খাতুনকে ৩ বছর পূর্ণ না হলেও গুনাকরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। অপরদিকে চাপড়া পূর্বপাড়া সরঃ প্রাথঃ বিদ্যালয় ও বেউলা সরঃ প্রাঃ বিদ্যালয়ে বদলির খেলায় বেশ চমক দেখান হয়েছে। চাপড়া স্কুলের সহকারী শিক্ষক পিতর বসাককে বেউলা বদলির জন্য সিনিঃ হিসাবে তালিকা নোটিশ বোর্ডে দিয়ে চাপড়া স্কুলে পদ শূন্য দেখিয়ে নোটিশ বোর্ডে তালিকা টানানো হয়। কিন্তু পরবর্তীতে আবেদনের সময় শেষ হয়ে গেলেও এবং নোটিশ বোর্ডে বদলি ও পদশূন্য সংক্রান্ত তালিকা লটকানোর পরে সকল নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেউলা স্কুলের জন্য পুনরায় তহমিনা খাতুন নামে এক শিক্ষকের আবেদন নেওয়া হয়। কিন্তু আরও আশ্চার্যের বিষয় হলো, তহমিনা বা পিতর বসাককে বদলির জন্য নির্বাচিত করা হলেও তদন্তস্থলে বিধান নামে এক শিক্ষককে প্রতিস্থাপনের নোটিশ টানানো হয়েছে। যা শিক্ষকমহলকে হতভম্ব করে দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, উপজেলা/থানায় কোন পদ শূন্য হলে সংশ্লিষ্ট উপজেলা/থানার অধিবাসী প্রার্থীগণ সেই পদে বদলির জন্য অগ্রাধিকার পাবেন। তবে একাধিক পদ শূন্য থাকলে অন্য উপজেলার শিক্ষকগণও একই ভাবে বদলির জন্য বিবেচিত হতে পারবেন। এবিষয়ে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার তার নিজ অধিক্ষেত্রের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিদ্যালয় ভিত্তিক শূন্য পদের তথ্যাদি প্রধান শিক্ষকদের ডিসেম্বর-মার্চ মাসে অনুষ্ঠেয় মাসিক সমন্বয় সভায় ঘোষণা করবেন এবং বহুল প্রচারের নিমিত্ত তা উপজেলা/থানা শিক্ষা অফিসের নোটিশ বোর্ডে প্রদর্শণের ব্যবস্থা করবেন। নিয়ম থাকলেও উপজেলা শিক্ষা অফিসার নিয়মের তুয়াক্কা না করে, আশাশুনি উপজেলার যোগ্য ও বদলিতে আগ্রহি শিক্ষকদের না জানিয়ে গোপনে ও কিছুটা চাতুরতার মাধ্যমে আবেদনের সময়ের শেষ দিনে পদ শূণ্য দেখিয়ে (আশাশুনির শিক্ষকরা না জানলেও বাইরের উপজেলার শিক্ষকদের জানার ব্যবস্থা করে) ৮টি পদে অন্য উপজেলার শিক্ষক বদলির ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে দেবহাটা থেকে প্রমিলা সরকারকে সবদালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শ্যামনগর থেকে মনিরুল ইসলামকে বসাখুলী স্কুলে, শ্যামনগর থেকে শরীফা খাতুনকে কল্যানপুর স্কুলে, তালা থেকে বিথিকা রায়কে উত্তর বড়দল স্কুলে, কয়রা থেকে ফারহানা সুলতানাকে পাইকপাড়া স্কুলে, তালা থেকে রীতারানী কুন্ডুকে বেউলা স্কুলে, দাকোপ থেকে রেহেনা পারভিনকে দঃ চাপড়া স্কুলে ও শ্যামনগর থেকে সাথী রানীকে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। আরও আশ্চার্যের বিষয় হলো এসব স্কুলের অধিকাংশতে একই সাথে একাধিক পদ শূণ্য দেখানো হয়নি। বরং একটি গোপনে শেষ মুহুর্তে ও অন্যটি নোটিশ বোর্ডে টানিয়ে প্রকাশ্যে দেখান হয়েছে। যাতে গোপনে ও শেষ মুহুর্তের শূন্য ঘোষিত পদে স্থানীয়দের আবেদনের সুযোগ না পায়। এদিকে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেনা খাতুনকে তার ইচ্ছার বিরুদ্ধে সংশ্লিষ্ট সহকারী শিক্ষা অফিসার প্রভাব খাটিয়ে বদলির আবেদনে স্বাক্ষর নিয়ে উক্ত স্কুলে শূন্যপদ সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। সাংবাদিকরা রোববার উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে গেলে তাদের সামনে উপজেলা শিক্ষা কমিটির একজন সদস্যসহ সংশ্লিষ্ট একজন উপরোক্ত অভিযোগ আনেন। তখন অবস্থা বেগতিক দেখে শিক্ষা অফিসার হেনা খাতুনকে বদলি হতে চান না এমন আবেদন করতে পরামর্শ প্রদান করেন। কিন্তু কেন তার থেকে এমনটি করা হলো সে ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামছুন্নাহার বলেন, রেহেনার বিষয়টি কিভাবে হয়েছে বুঝতে পারছি না। তবে বেউলা ও চাপড়ার বিষয়টি নিয়ে এলোমেলো ভাবে বুঝানোর চেষ্টা করেন। অন্য উপজেলা থেকে আগতদের ব্যাপারে আশাশুনির শিক্ষকরা জানতে পারলো না কেন? প্রশ্নের জবাবে তিনি শেষ মুহুর্তে নোটিশ বোর্ডে ঝুলানো হয়েছিল, কেবল একজন করে আদেবন করায় তাদেরকে বদলির তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে শিক্ষক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হতে দেখা গেছে।

  • কালিগঞ্জে বিশ^ অটিজম সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

    কালিগঞ্জে বিশ^ অটিজম সচেতনতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা


    কালিগঞ্জ ব্যুরো: ১২তম বিশ^ অটিজম সচেতনতা দিবস উপলক্ষে কালিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে। সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার বিষয়ে কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামানের সভাপতিত্বে সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। দিবসটি পালনে সহযোগিতা করেন নবযাত্রা প্রকল্প, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা, ডি.আর.আর.এ, নাস, এম.জে.এফ বিশেষ প্রতিবন্ধী

  • কালিগঞ্জে নব নির্বাচিত চেয়ারম্যান উপপজেলা সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের প্রাণিসম্পদ মাঠ স্কুল ও স্মার্ট পোল্ট্রি ভিলেজের উদ্বোধন

    কালিগঞ্জে নব নির্বাচিত চেয়ারম্যান উপপজেলা সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের প্রাণিসম্পদ মাঠ স্কুল ও স্মার্ট পোল্ট্রি ভিলেজের উদ্বোধন


    কালিগঞ্জ ব্যুরো: ‘‘সোনালী মুরগীতে সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’’ এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে প্রাণিসম্পদ বিভাগীয় উদ্ভাবনী এর উদ্যোগে প্রাণিসম্পদ মাঠ স্কুল ও স্মার্ট পোল্ট্রি ভিলেজের শুভ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় গোবিন্দকাটি হাইস্কুল প্রাঙ্গনে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের বাস্তবায়নে ও উপজেলা পরিষদের অর্থায়নে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঁচটি গ্রাম যথাক্রমে টোনা, গোবিন্দকাটি, বাঁশদাহ, ঘোজা, বেড়াখালীকে স্মার্ট পোল্ট্রি ভিলেজ হিসেবে ঘোষণা করেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান উপপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন। সাবেক প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ বিশ^াসের সঞ্চালনায় ও দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন, পোল্ট্রির খামার এমন একটি ব্যবসা যেখানে অল্প দিনে ভাল আয় করা সম্ভব। মুরগীর ডিম ও মাংস শুধু সুস্বাদু নয়, আমিষসমৃদ্ধ খাদ্য। বর্তমানে শহর, উপ-শহর এবং গ্রামেও বানিজ্যিক ভিত্তিতে মুরগীর খামার গড়ে উঠেছে। খামারে অল্প টাকা বিনিয়োগ করে অধিক আয় করা যায়। পোল্ট্রির খামার করে এলাকার নারী সমাজও স্বাবলম্বী হতে পারে।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সমরেশ চন্দ্র দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাষ্টার নরীম আলী, গোবিন্দকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশুপতি সরকার প্রমুখ। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষক, ইমাম, পোল্ট্রি খামারীগণ উপস্থিত ছিলেন।

  • গরীবের শীতাতপ নিয়ন্ত্রিত(এসি) ঘর আর চোখে পড়েনা

    গরীবের শীতাতপ নিয়ন্ত্রিত(এসি) ঘর আর চোখে পড়েনা


    সুমন চক্রবর্তি ॥ আধুনিকতায় ছোঁয়া আর কালের আবর্তে পাটকেলঘাটায় গ্গ্রামের মানুষের এসি ঘর হিসেবে খ্যাত মাটির তৈরি ঘর। অতীতে মাটির ঘর গরিবের শীতাতপ নিয়ন্ত্রিত ঘর বলা হত। কিন্তু এখন আর সেটা বলা যাচ্ছে না। ঝড়-বৃষ্টি থেকে বাঁচার পাশাপাশি প্রচুর গরম ও খুবই শীতে আদর্শ বসবাস-উপযোগী মাটির তৈরি এসব ঘর। আগের মতো এখন আর তেমন একটা নজরে পড়ে না এই মাটির ঘর-বাড়ি।
    জানা যায়, এঁটেল বা আঠালো মাটি কাদায় পরিণত করে দুই-তিন ফুট চওড়া করে দেয়াল তৈরি করা হত। ১০-১৫ ফুট উঁচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড়-কুটা, টালী, অথবা ঢেউটিনের ছাউনি দেয়া হত। আর এই মাটির ঘর অনেক সময় দোতলা পর্যন্ত করা হয় এলাকা ভেদে, পাটকেলঘাটায় এমনটি নেই। সব ঘর বড় মাপের হয় না। গৃহিণীরা মাটির দেয়ালে বিভিন্ন রকমের আলপনা একে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতেন। প্রাকৃতিক দুর্যোগ ও বর্ষা মৌসুমে মাটির ঘরের ক্ষতি হয় বলে ইট-সিমেন্টের ঘর নির্মাণে এখন উৎসাহী হচ্ছে মানুষ। এক সময় পাটকেলঘাটা থানার বিভিন্ন গ্রামের ও অনেক পরিবার মাটির ঘরে বাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও প্রবল বর্ষণে মাটির ঘরের ক্ষতি হয় বেশি। ভূমিকম্প বা বন্যা না হলে একটি মাটির ঘর শত বছরেরও বেশি স্থায়ী হয়। কিন্তু কালের আবর্তে দালান-কোঠা আর অট্টালিকার কাছে হার মানছে মাটির ঘর।

  • শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিশ^ অটিজম দিবস পালিত


    শ্যামনগর ব্যুরে॥ ”সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অপরাজিতা নারী উন্নয়ন সংস্থা (অনাস) এর উদ্যোগে ডিআরআরএ এর সহযোগীতায় বিশ^ অটিজম দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা স্বাস্থ্য ও প: প; কর্মকর্তা ডা: অজয কুমার সাহা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, ইউএফপিএ মো: মেহেদী হাসান, ডা: ওমর ফারুক চেীধুরীসহ অনেকে। উক্ত অনুষ্ঠানে অনাস নিয়ে কথা বলেন সিওও অষ্টমী মালো, অটিজম বিষয় নিয়ে আলোচনা করেন এপিটি রোমান রায়হান, সভাপতি তার বক্তব্যে বলেন যে আজকের অনুষ্ঠানে মধ্যমনি অটিজম শিশু ও তাদের মায়েরা। অনাস থেকে উপস্থিত ছিলেন এসএনটি আশালতা রপ্তান,ইয়াসমীন নাহার ও রুবেল হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও সহযোগিতা করেন ডিআরআরএ এর প্রকল্প সুপারভাইজার রামপ্রসাদ মিস্ত্রী,সিআরও জি.এম.নূরুন্নবী হাসান,আক্তারুল ইসলাম,হাফিজা খাতুন ও ভুবন চন্দ্র বর্মন।