প্রেস বিজ্ঞপ্তি:স্বাস্থ্য, শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটে ১/২/৩ বছরের কোর্সে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা কদমতলাস্থ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবাগত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল বাছিত, ওমর ফারুক, মাসুকা পারভীন, সোনালী খাতুন, শাহীন আলম রাজা, তাজমিন নাহার, সজল আহম্মেদ, শামীম হোসেন, মাহমুদুল আলম, শহীদুল আলম সহ শিক্ষার্থীবৃন্দ। এসময় ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ টেকনোলোজী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিটিএফ মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক এম এ হান্নান।
Category: সাতক্ষীরা
-

সাতক্ষীরা-২ আসনে জাপার প্রার্থী শেখ আহজার
১০৬ সাতক্ষীরা-০২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে শেখ আজহার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। ৩০ নভেম্বর’১৮ তারিখে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার বরাবর প্রেরিত কেন্দ্রীয় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত একপত্রে এ প্রার্থীতা নিশ্চিত করেন। ওই পত্রে তিনি আরো উল্লেখ করেন, সাতক্ষীরা-০২ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় কোনো প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বলে বিবেচিত হবে না। এবিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রিটার্নিং অফিসারকে অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি
-
স্ত্রী হত্যাকারীদের শাস্তির দাবি জেলা ভূমিহীন সমিতির
স্ত্রীকে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে স্বামী মিকাইল কর্তৃক মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলী ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ স্বাক্ষরিত এক পত্রে নেতৃবৃন্দ বলেন, অসহায় খালেদার নাতনী জুলিয়া খাতুন নবম শ্রেণিতে পড়তো। তাকে বিয়ে করার জন্য বারবার চাপ দিতে থাকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আবদুর রউফের ছেলে ঢাকাস্থ চীনা দূতাবাসকর্মী মিকাইল হোসেন। দুই বছর আগে মিকাইল জুলিয়াকে নানা কৌশলে বিয়ে করে। কিছুদিন পর মিকাইল গোপনে স্ত্রী জুলিয়াকে ঢাকায় নিয়ে যায়। সেখানে সে বিদেশি বায়ারদের প্রলুব্ধ করে জুলিয়াকে তাদের বেডপার্টনার হিসাবে ব্যবহার করতে শুরু করে। এর বিনিময়ে সে অনেক টাকা হাতিয়ে নিতে থাকে।
গত ২৯ এপ্রিল মিকাইল ফোন করে জানায় জুলিয়া আত্মহত্যা করেছে। তড়িঘড়ি করে তাকে দাফন করে সে। ঘটনার ৫দিন পর তার নানী খালেদা সাতক্ষীরা থেকে যেয়ে ঘটনাস্থলে গেলে তাকে চীনা দুতাবাসের নিরাপত্তারক্ষীরা জানান জুলিয়াকে কয়েকজন বিদেশি বায়ারদের হাতে তুলে দিয়ে তাদের শয্যাসঙ্গীনি করতো মিকাইল। এমন এক রাতেই দূতাবাসের কর্মকর্তা সানসুন ইউ ইউ জন এর সহযোগিতায় জুলিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে মেকাইল। এ সময় তার চিৎকারের শব্দও শুনতে পান দূতাবাসের নিরাপত্তারক্ষীরা। বিছানায় ধর্ষন ও হত্যার আলামত পাওয়া যায়। জুলিয়াকে ধর্ষন ও হত্যার ভিডিও ফুটেজসহ বিভিন্ন আলামত উত্তরা পশ্চিম থানার এসআই মাহমুদুল হাসানের কাছে জমা দেওয়া হয়। পরে তার কাছ থেকে রিপোর্ট নিতে গেলে নানী খালেদাসহ অন্যদের থানা থেকে বের করে দেন।
এরপরও ঘাতক মিকাইল পাঁচ লাখ টাকা নিয়ে বিষয়টি মিটমাট করে নিতে জুলিয়ার নানী খালেদা খাতুনের ওপর চাপ দিতে থাকে। না হলে আরও বিপদ হবে বলে হুমকি দেয়। এঘটনায় ন্যায় বিচারের দাবিতে অসহায় খালেদা খাতুন বিচারের দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে। এরপর ওই মিকাইল হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে জুলিয়ার মামা মিঠু ও নানী খালেদাকে জড়িয়ে একটি মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশিত করে। এছাড়া এস আই মাহমুদুল হাসানকে দিয়ে জুলিয়ার মামা মিঠু এবং নানী খালেদা খাতুনকে মোবাইলের মাধ্যমে বিভিন্ন হুমকি ধামকি প্রদর্শন করায়। এঘটনায় অসহায় খালেদা খাতুন ভীতুসন্ত্রস্থ হয়ে পড়েছে। তারা ওই হত্যাকারী মিকাইল, সানসুন ইউ ইউ জন ও এস আই মাহমুদুল হাসানের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশের ডিসি এর আশুহস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি -

নজরুল ইসলামকে জেলা বঙ্গবন্ধু পেশাজীবি ফোরামের শুভেচ্ছা
জেলা বঙ্গবন্ধু পেশাজীবি ফোরামের নেতৃবৃন্দের পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যানের নিজস্ব বাসভবনের জেলা বঙ্গবন্ধু পেশাজীবী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি মারুফ আহমেদ, আব্দুস সামাদ, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, নজরুল ইসলাম, সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোছাক সরদার, মিজানুর রহমান, গোলাম এজদানী, খায়রুল ইসলাম বাবু, শাহরিয়া কবির পিন্টু, আশরাফুল ইসলাম, ফরমান সরদার, ইউনুছ আলীসহ জেলা নেতৃবৃন্দ।
-

সাতক্ষীরায় সংখ্যালঘু জনগোষ্ঠির জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন, নির্বাচনের সময় ও নির্বাচনপরবর্তী সহিংসতা থেকে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠির জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানিয়েছে নিউজ নেটওয়ার্কের বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (বিএইচআরডিএফ)-এর সাতক্ষীরা জেলা ককাস। বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিএইচআরডিএফ-এর সাতক্ষীরা জেলা ককাস নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম মোস্তফা কামালের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, অতীত অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে, জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠি ব্যাপক নির্যাতন বিশেষ করে নারী নির্যাতন, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও অগ্নিসংযোগ এমনকি শ্লীলতাহানির মতো দুঃখজনক ঘটনার শিকার হয়ে থাকে। এমতাবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী সময়ে যেন সাতক্ষীরার কোনো এলাকায় ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে নারী এবং বালিকাদের নির্যাতনের কোনো অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম মোস্তফা কামাল বলেন, খুব শিগরিরই আমি এ ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে সাতক্ষীরায় একটি সভার আয়োজন করব। সাতক্ষীরা পুলিশ সুপারকে সাথে নিয়ে স্পর্শকাতর এলাকাসমূহ পরিদর্শনের পাশাপাশি তাদের নিরাপত্তা রক্ষায় যা যা করণীয়, প্রশাসন তা করবে। তিনি বলেন এ ব্যাপারে সাংবাদিকদেরও জানানো হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিএইচআরডিএফ-এর কেন্দ্রীয় উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা ককাসের সভাপতি অধ্যাপক মো: আনিসুর রহিম, বিএইচআরডিএফ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান, সাতক্ষীরা জেলা ককাসের কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, জেলা ককাস সদস্য অ্যাডভোকেট নাজমুল নাহার ঝুমুর, জেলা ককাস সদস্য সদস্য শাখাওয়াত উল্লাহ ও জেলা ককাস সদস্য সাংবাদিক সুমন মুখার্জী -
সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা
সাতক্ষীরায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা রিটার্নিং অফিস এবং উপজেলা সহকারি রিটার্নিং অফিসে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে আজ দাখিলের শেষ দিন দুপুর পর্যন্ত ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক, জাপার কেন্দ্রিয় নেতা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ এমপি, আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার এমপি, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, সাবেক এমপি বিএনপির কেন্দ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, সাবেক এমপি বিকল্পধারার এইচএম গোলাম রেজা, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক জামায়াত নেতা আবদুল খালেক, সাবেক এমপি গাজি নজরুল ইসলাম , মুফতি রবিউল বাসার, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন ও আবদুস সাত্তার মোড়ল, বামগণতান্ত্রিক জোটের আজিজুর রহমান ও নিত্যানন্দ সরকার, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের বিশ^জিত সাধু, জাসদের ওবায়দুস সুলতান বাবলু । মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে আরও রয়েছেন তালা কলারোয়া আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান , বিএম নজরুল ইসলাম, সরদার মুজিব, শেখ নুরুল ইসলাম প্রমূখ। -

জামায়াত সাতক্ষীরা তিনটি আসনে নির্বাচন করবে
নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার তিনটি আসনে ২৩ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী জোটগতভাবে তিনটি আসনে লড়বে। সোমবার জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানান, তারা সাতক্ষীরা জেলা থেকে ৩টি আসনে জোটগতভাবে নির্বাচন করবে। বিএনপির সঙ্গে নীতিগতভাবে তারা আলোচনা করে জামায়াত আসন তিনটি নিশ্চিত করেছেন।
এর মধ্যে সাতক্ষীরা-২ (সদর) আসনে সাবেক সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় নেতা মুহাদ্দীস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের বর্তমান জেলা আমীর হাফেজ রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। গতকাল জেলাব্যাপি এটাই ছিল আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে আজকাল আনুষ্ঠানিকভাবে বিএনপি আসন বন্টনের তালিকা ঘোষণা করতে পারে। অন্যদিকে তালা-কলারোয়া আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ২৩ দলীয় জোটের পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন বলে দলীয় সূত্র জানায়। জেলাতে জামায়াতের রয়েছে শক্তিশালী রাজনৈতিক অবস্থান। নিবন্ধন বাতিল হওয়াতে এবার তারা জোটের প্রতিক বা স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জামায়াত নেতারা জানান। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ রবিউল বাশার জানান, জেলার সবকটি আসনে জামায়াতের জনপ্রিয়তা অনেক বেশি। বিগত নির্বাচন গুলোতে তারা জনগণের বিপুল সমর্থন পেয়েছে। তাই আগামি নির্বাচনেও তারা জনগণের বিপুল সমর্থন পবে। -

আবারও সদর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেলেন মীর মোস্তাক আহমেদ রবি
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জরিপে সততা ও যোগ্যতার বিচারে সাতক্ষীরা সদর আসনে আবারও বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেলেন গরীব দুঃখী গণমানুষের প্রাণের নেতা রাজনীতিবিদ সাতক্ষীরাবাসীর প্রিয় মুখ, সাতক্ষীরা সদর আসনের উন্নয়নের রুপকার সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সবার প্রিয় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সরকারি কলেজের সাবেক ভিপি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী সৈনিক মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শ্যের আদর্শিত ব্যক্তিত্ব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। যিনি একজন সাদা মনের মানুষ, পরোপকারী, যিনি প্রতিহিংসার রাজনীতি করেননা। যিনি ভালবাসা ও উন্নয়ন দিয়ে সাতক্ষীরা সদরবাসীর সর্বস্তরের জনতার গর্ব ও অহংকার আশার-আকাঙ্খার প্রদীপ হয়েছেন। যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। দিন-রাত নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী ও বাংলার গরীব দুঃখী মানুষের প্রাণের নেত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরের জনতার দোয়ারে দোয়ারে গিয়ে উঠান বৈঠক করে নৌকার ভোট চেয়ে বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ এবং আওয়ামীলীগের রাজনীতির শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ ও রাসূল কে স্মরন করে হাসি মুখে বেরিয়ে যান অসহায় মানুষের সেবা ও সামাজিক, সাংস্কৃতিক ও দলীয় সাংগঠনিক কর্মকান্ডে। জনস্বার্থে সকল প্রকার উন্নয়ন সহযোগিতার হাত বাড়িয়ে তিনি সকলের মাঝে হয়ে উঠেছেন এক জনপ্রিয় জননন্দিত নেতা। সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় ভালবাসা ও উন্নয়নের ছোয়ায় জামাতের ঘাঁটি ভেঙ্গে আওয়ামীলীগের দূর্গ তৈরীর রুপকার ও উন্নয়নের কারিগর বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আবারও দলীয় প্রতিক নৌকা পাওয়ায় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বইছে। শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলছে মিষ্টি মুখ। জননেত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া ও আশির্বাদ করেছেন সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার জনগণ। সাতক্ষীরা সদর আসনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে স্বাধীনতার স্বপক্ষের নেতা-কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদা ভেদ ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানিয়েছেন। বাংলার উন্নয়নের কারিগর, মহিয়সী নেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো সাধারণ মানুষকে নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে এমনটিই মনে করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। দেশের উন্নয়নের কথা ভেবে তিনি সকলকে আবারো নৌকার বিজয়ের মাধ্যমে উন্নয়নের করিগর, ডিজিটাল বাংলার রুপকার,মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকল আমজনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনী এলাকার সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। -

শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে ও নৌকার প্রার্থীদের বিজয়ী করতে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর-২ আসনে মীর মোস্তাক আহম্মেদ রবি, ৩ আসনে ডাঃ আফম রুহুল হক, ৪ আসনে জগলুল হায়দারকে আওয়ালীগের প্রার্থী ঘোষনা করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে ও নৌকা প্রতীক ধারী প্রার্থীদের বিজয়ী করতে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি,সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা রবিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাহীদ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা জে এম ফাত্তার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এজাজ আহম্মেদ স্বপন, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, কাজী আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান নাছিম, সাংবাদিক রামকৃষœ চক্রবর্তী, সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, শাহাদাৎ হোসেন, আয়েশা সিদ্দিকা, মীর মাহমুদ আলী আবির, এড. চঞ্চল, আমিনুর রহমান কাজল, মিসেস আসিফ ইকবাল, সালাহ্ উদ্দিন আল আজাদ, সাংবাদিক খন্দকার আনিসুর রহমান প্রমুখ।
সভায় সাতক্ষীরার ৩টি আসনের নৌকার প্রার্থীদের অভিনন্দন জানিয়ে একই সাথে নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানানো হয়।
সভায় বক্তরা আরো বলেন, আওয়ামীলীগ সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড তৃনমূলে পৌছে দেয়ার জন্য ছাবেক ছাত্রলীগ নেতাদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। -

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ মহড়া
নিজস্ব প্রতিানািধ : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমানের নির্দেশনায় শনিবার বিকালে জেলা পুলিশ লাইন্স থেকে মহড়াটি বের হয়ে শহরের বিভিন্ন স্থান পরিদর্শণ করে। এ সময় মহড়ায় অংশনেয় জেলা পুলিশ।
মহড়া শেসে পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় যে কোন প্রকার জঙ্গী বাদ, নাসকতা এবং সন্ত্রাসবাদ এড়াতে পলিশের এই বিশেস মহড়া, এ সময় তিনি আরও বলেন, অপ্রিতিকর যে কোন ঘটনা এড়াতে সাতক্ষীরা পুলিশে নতুন সংযোগ হয়েছে (এ পি সি) এবং বিষেশ ক্ষেত্রে এর ব্যবহার করা হবে, একই সাথে সাতক্ষীরার জনগনকে আহব্বআন জানান নিরবিগ্নে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্যে। -

সাতক্ষীরায় সীমান্ত পিলারের নাম পরিবর্তনে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক
নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা সীমান্তে অবস্থিত সীমানা পিলারের নাম পরিবর্তনের জন্য বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের মেইন পিলার ১৩ এর সাব পিলার ৬ও ৭ এর মধ্যবর্তী গোয়ালাপাড়া এলাকায় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিজিবি’র আহবানে অনুষ্ঠিত পতাকা বৈঠকে সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন, সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার। অপরদিকে পাঁচ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ৭৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমাড্যান্ট বিজয় ডেমরী। বৈঠকে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ফজলে হোসেন ও অপারেশন অফিসার মেজর মোঃ সাজিদ ইমরান এবং ভারতীয় বিএসএেফর ৭৬ ব্যাটালিয়নের সহকারি কমাড্যান্ট মনজ কুমার উপস্থিত ছিলেন।
বেলা ১১ টা ২০ মিনিট থেকে ১২ টা ২০ মিনিট পর্যন্ত ঘন্টাব্যাপি অনুষ্ঠিত এই পতাকা বৈঠকে সীমান্তের যে সব পিলারের গায়ে পাক/পাকিস্তান লেখা আছে সে গুলোর নাম পরিবর্তন করে বিডি/ বাংলাদেশ লেখার প্রস্তাব করা হয়। একই সাথে সীমান্তে মাদক দ্রব্য, মানব পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, সীমান্তে বেশ কিছু পিলারের গায়ে এখনও পাক/পাকিস্তান লেখা আছে। এই গুলোর নাম পরিবর্তন করে বিডি/ বাংলাদেশ লেখার জন্য এই পতাকা বৈঠকের আয়োজন করা হয়। এছাড়া দু’দেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ও বৈঠকে আলোচনা করা হয়। অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক সমাপ্ত হয়েছে। -

সাতক্ষীরায় পাটজাত পন্য ব্যবহারে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : “সোনালী আঁশের সোনার দেশ, পাটপণ্যের বাংলাদেশ“ এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাটজাত পন্য ব্যবহারে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মুখ্য পাট পরিদর্শক পাট অধিদপ্তর,সাতক্ষীরা আশিষ কুমার দাশের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান বলেন, পাটজাত পন্য ব্যবহার এবং পলিথিন বর্জনে সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকে এগিয়ে আসতে হবে। দেশের প্রতি ভালোবাসা অর্জন করতে অন্তত একটি ভালো কাজ করি আমরা। তাছাড়া অতীতের চেয়ে বর্তমান বিশ্ব বাজারে বাংলাদেশের পাট অত্যন্ত চাহিদা ও সুনাম অর্জন করে চলেছে।উক্ত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী, রাইসমিল মালিক, কৃষক, কৃষক নেতাসহ অন্যান্য শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক জাকির হোসেন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক গোলাম সরোয়ার, কৃষি বিপনিন কর্মকর্তা শাহিনুর রহমান ও পাটচাষি সমিতির সভাপতি আব্দুল বারি প্রমুখ।মতবিনিময় সভায় অন্যান্য বক্তারা পাটজাত পন্য ব্যবহারের পাশাপাশি প্লাস্টিক বস্তা ও পলিথিন ব্যাগ বর্জন করার আহবান জানান। সেই সাথে আমদানিকৃত চাল ও গমে ব্যবহাহৃত প্লাস্টিক বস্তা ব্যবহারও বন্ধের দাবি জানান।
-

নির্বাচনী ইশতেহারে পানি সম্পদ ব্যাবস্থাপনাকে সংযুক্ত করতে হবে
নিজস্ব প্রতিনিধি: উপকূলীয় অঞ্চলে পানি সম্পদ ব্যাবস্থাপনার মাধ্যমে ঘরে-ঘরে সুপেয় পানির দাবিতে সাতক্ষীরায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যাবস্থাপনা ফোরাম’ শনিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিক সম্মেলনের শুরুতেই জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ‘পানি সম্পদ ব্যাবস্থাপনা’কে সংযুক্তি এবং পরবর্তিতে সরকারি পরিকল্পনায় অন্তর্ভুক্তিতে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য জনগণের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনে কয়েকটি প্রস্তাবনা উপস্থাপন করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যাবস্থাপনা ফোরাম’র সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিগত কয়েক দশকে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। এর ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ (এসডিজি) অভীষ্ট-৬, ‘সকলের জন্য নিরাপদ পানি ও পয়:নিষ্কাশণের টেকসই ব্যাবস্থাপনা ও প্রাপ্যতা নিশ্চিতকরণ’-এর জন্য বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ। বাংলাদেশের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও ওয়াশ বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। কিন্তু কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে পথ চলার এখনও অনেক বাকী’
তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্যমতে, বর্তমানে দেশের ৯৭ ভাগ মানুষের পানিতে অভিগম্যতা থাকলেও লবণাক্ততা, আর্সেনিক ও আঞ্চলিক দূর্গমতা বিবেচনায় সুপেয় নিরাপদ পানিতে ৬০ ভাগ মানুষের অভিগম্যতা নাই।’
তিনি দেশের স্যানিটেশন সেবার তথ্য তুলে ধরে বলেন, ‘খোল স্থানে মলত্যাগের হার শূণ্যের ঘরে এনে বাংলাদেশ বিশ্বব্যাপি প্রশংসিত হয়েছে তবে নিরাপদ ও টেকসই স্যানিটেশন সেবার আওতায় এসেছে মাত্র ৪৭ ভাগ। এ প্রেক্ষাপটে স্যানেটিশন ব্যাবস্থাপনার জাতীয় ও আন্তর্জাতিক লক্ষমাত্রা অর্জনে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অঙ্গিকার এবং তার যথাযথ বাস্তবায়ন। এজন্য একাদশ সংসদ নির্বাচনে জনগণ রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অঙ্গিকার প্রত্যাশা করে।সংবাদ সম্মেলনে আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীদের ইশতেহারে নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) খাতকে অন্তর্ভুক্তির দাবিতে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো- দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের ঘরে ঘরে সুপেয় পানি নিশ্চিতকরণ। ক্রমবর্ধমান লবণাক্ততা ও আর্সেনিক সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহণ। সরকারি পুকুর, খাল ও জলাধার উদ্ধার করে মিষ্টি পানির আধারে পরিণত করা এবং ব্যবহার নিশ্চিত করা। পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সকল প্রতিষ্ঠানে নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব স্যানিটেশন সেবা নিশ্চিত করা। দুর্গম ও পিছিয়ে পড়া গ্রামীণ এলাকা এবং শহরের বস্তি ও নিন্ম আয়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সকলের জন্য ওয়াশ খাতে বরাদ্দ বৃদ্ধি। জলাভূমি রক্ষা করে যে কোন উন্নয়ন কর্মকা- পরিচালনা, পানি ও স্যানিটেশনের ক্ষেত্রে নতুন স্থাপনা নির্মাণের পাশাপাশি পুরাতন স্থাপনাগুলোকে সংস্কার ও মেরামতের মাধ্যমে সচল রাখার জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক আনিসুর রহিম, প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ ব্যাণার্জি, নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ফাহিমুল হক কিসলু, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান, ‘ঐতিহ্য : উপকূলীয় পানি সম্পদ ব্যবস্থাপনা ফোরাম’ সাধারণ সম্পাদক মিসেস চন্দ্রিকা ব্যাণার্জি, আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন প্রমুখ।
-
সাতক্ষীরায় ইসলামী আন্দোলন’র বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি: ‘মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’ এই শ্লোগানে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন খোকা।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের হাত পাখার প্রার্থী এফ.এম আছাদুল হক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী ও জেলা সহ-সভাপতি ড. মো. ইছহাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মো. শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. ছারোয়ার আলম, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মোবাশ্শীরুল ইসলাম (তকী), ইসলামী শাসনতন্ত্র-ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. ফজর আলী, সাধারণ সম্পাদক হাফেজ মো. সাইদুর রহমান প্রমুখ।
মিছিল শেষে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।
-
এবার দূর্গাপূজায় হচ্ছে না দুই বাংলার মিলন মেলা
মশাল ডেস্ক: এবার দূর্গাপূজায় বাংলাদেশ ও ভারতের মধ্যে মিলনমেলা হচ্ছে না। দেশের স্ব-স্ব সীমানায় প্রতিমা বিসর্জন করতে হবে। রবিবার সাকলে সাতক্ষীরার দেবহাটা সীমান্তের বিপরীতে ভারতের টাকী বিএসএফ ক্যাম্পে বিজিবি-বিএসএফ পর্যায়ের পতাকা বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন বিজিবির টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম।
তিনি জানান, দূর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় দেশের স্থানীয় উর্দ্ধতন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দশমীর দিন দু’দেশের মধ্যকার মিলনমেলা নিয়ে আলোচনা করা হয়। দু’দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবছর দু’দেশের মধ্যে মিলনমেলা না হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজয়া দশমীর দিনে কোন নৌকা নদীর সীমানা অতিক্রম করতে পারবেনা। এছাড়া সীমান্ত পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে বেধে দেয়া সময়ের মধ্যে সকল নৌকাকে নদী থেকে ফিরে আসতে হবে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আমিনুল ইসলাম, দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী প্রমুখ।
ভারতের পক্ষে ছিলেন এসডিপিও মহাকুমা অফিসার আশিষ মর্জি, হাসনাবাদ থানার ওসি সাহেব রাও, টাকী বিএসএফ ক্যাম্পের সিও প্রেম সিংহ, এসআই দেবদুলাল মন্ডল, টাকী পৌরসভার মেয়র সোমনাথ চট্টপাধ্যায়, বিএসএফের পোস্ট কমান্ডার হুসিয়ার সিংহ প্রমুখ।
-
বিশ্ব ডিম দিবস পালিত
শহর প্রতিনিধি: ‘সুস্থ সবল জাতি চাই, সব বয়সেই ডিম খাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে শুক্রবার সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রানিসম্পদ অধিদপ্তর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় আলোচনা সভায় মিলিত হয়।

সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. জিল্লুুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরেশ চন্দ্র দাস।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস, উপ-সহাকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আফছার আলী প্রমুখ।
বক্তারা এ সময় সুস্থ ও সবল জাতি গঠনে সব বয়সের মানুষকে ডিম খাওয়ার আহবান জানান।
-

জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি-জামায়াতের ১০১ জনের নামে মামলা
শহর প্রতিনিধি: নাশকতার পরিকল্পনা করার অভিযোগে আবারও সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান ও পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিসহ বিএনপি ও জামায়াতের ১০১ জন নেতাকর্মীর নামে মামলা হয়েছে।সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর চেকপোস্ট এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগে বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করা হয়। এ মামলায় ৬১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামী করা হয়েছে। আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানসহ এ মামলায় ইতিমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মহিদুল ইসলাম জানান, উল্লিখিত আসামিরা নাশকতার পরিকল্পনা নিয়ে জড়ো হলে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এসময় আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমানসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এ মামলার অন্যান্য আসামীরা হলেন, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, বিএনপি নেতা আইনাল ইসলাম নান্টা, কামরুজ্জামান ভুট্টো, কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. আব্দুস সাত্তার, কালিগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি, আলিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা আর্জেদসহ বিএপি-জামায়তের ৬১ জন।
পুলিশ আরও জানায়, এ মামলায় বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

