Category: রাজনীতি

  • সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন এখন গরম : আওয়ামীলীগ, বিএনপি, জামাত, জাপা,জাসদ, ওয়ার্কাস পাটি, বামজোট, ইআন্দোলন, বিকল্প ধারা সকলের প্রার্থী ঘোষনা

    সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন এখন গরম : আওয়ামীলীগ, বিএনপি, জামাত, জাপা,জাসদ, ওয়ার্কাস পাটি, বামজোট, ইআন্দোলন, বিকল্প ধারা সকলের প্রার্থী ঘোষনা

    বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন জাতীয় পাটি ও জামাতে প্রার্থীঘোষনার মধ্যে দিয়ে সরগরম হয়ে উঠেছে। এছাড়া সাতক্ষীরা ২ তে ইভিএম ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের ঘোষনা আলোচনার পালে নূতন করে হাওয়া দিচ্ছে।  আলোচনায় আছেন সাতক্ষীরা-৪ এ বিকল্প ধারার প্রার্থী দেওয়ায় বিষয়টিও। ফলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ( মহাজোটের) চুড়ান্তপ্রার্থীর বিষয়টি জানতে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

    ক্ষমতাসীন আওয়ামী লীগ জেলার তিনটিআসনে রোববার দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। গতরাতেই পাওয়া যায় জেলার জামাতের তিন প্রার্থীর নাম। একই সংগে আসে জাতীয় পাটির তিন প্রার্থীর নাম। ফলে এখন রাজনৈতিকঅংগন গরম।

     লটারীতে সাতক্ষীরা সদর আসনে ভাগ্য নির্ধারণ হবে আধুনিক পদ্ধতির  ইভিএম এর মাধ্যমে। নির্ধারিত সময়ের আগে কিম্বা পরেইভিএম চালু করা যাবেনা। এটি হ্যাককরারও কোন সুযোগ নেই। কেউইভিএম মেশিনচুরি বা ছিনতাই করতেপারবে না। চুরিবা ছিনতাই করলেও তাতে কাজ হবেনা। ইভিএম পরিচালিত প্রতিটি ভোটকেন্দ্রে থাকবেসেনাবাহিনী।


    সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির নেতা এড. মুস্তফালুৎফুল্লাহ এ আসনে জোটের প্রার্থীহচ্ছেন তা প্রায় নিশ্চিত। অপর দিকে জাতীয়পার্টি সোমবার দলীয় প্রার্থী হিসেবে এআসনে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্তের নাম ঘোষণা করেন। এআসনে বিএনপিসহ২৩ দলের প্রার্থী হচ্ছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ আসনে প্রথমেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাসদ মনোনীত ওবায়েদুস সুলতান বাবলু।


    সাতক্ষীরা সদরে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি। এ আসনে  জাতীয় পার্টির প্রার্থী শেখ আজহার হোসেন।  এআসনে জামাতের প্রার্থী হচ্ছেন মুহাদ্দিস আব্দুল খালেক।


    সাতক্ষীরা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. আ.ফ. ম রুহুল হক।  এ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হচ্ছেন জামাতের রবিউল বাশার।

     সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জের একাংশ)আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এসএম জগলুল হায়দার। অপরদিকেসোমবার জাতীয়পার্টির দলীয় টিকিট পেয়েছেন আব্দুস সাত্তার মোড়ল।  তিনি লাঙল নিয়েই লড়বেন বলে জানিয়েছেন দলটির জেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। এ আসনে বিএনপি-জামাত জোটের প্রার্থী সাবেক এমপি জামাতের গাজী নজরুল ইসলাম। সাতক্ষীরা-৪ আসনে এখনো হাল ছাড়েননি বিকল্পধারার এইচ এম গোলাম রেজা। তিনি কেন্দ্রের সাথে দেনদরবারঅব্যাহত রেখেছেন।

    সাতক্ষীরাতে বামজোটের পক্ষে অংশ গ্রহনের জন্য প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন্

  • সাতক্ষীরাতে জাতীয় পার্টি   ৩টি আসনে প্রার্থী ঘোষনা

    সাতক্ষীরাতে জাতীয় পার্টি ৩টি আসনে প্রার্থী ঘোষনা

    ন্যাশনাল ডেস্ক: জাতীয় পার্টি  সাতক্ষীরাতে ৩টি আসনে আসন্ন জাতীয় সংসদে নির্বাচনে প্রার্থী চুড়ান্ত করেছে। সাতক্ষীরা-২ সদর আসনে মহাজোটের প্রার্থী হিসেবে শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা-১ আসনে তালা-কলারোয়ায় সৈয়দ দিদার বখত ও  সাতক্ষীরা-৪ আসনে আব্দুস সাত্তার মোড়লকে দলীয় টিকিট প্রদান করা হয়েছে। জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু দলীয় তিনজনকেই দলীয় মনোনীত প্রার্থী হিসেবে দাবী করেছেন।

  • সাতক্ষীরা ১আসনে এড. মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র দাখিল

    সাতক্ষীরা ১আসনে এড. মুস্তফা লুৎফুল্লাহ মনোনয়নপত্র দাখিল

    নিজস্ব প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা ১আসনে ওয়ার্কাসপাটির প্রার্থী মনোনয়নপত্র দাখিল। সোমবার সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনেরসংসদ সদস্যপদে বাংলাদেশেরওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরাজেলা সভাপতিও ১৪দলের অন্যতম নেতা মুস্তফা লুৎফুল্লাহ ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেন। ২৬ নভেম্বরসোমবার সকাল১১টায় সাতক্ষীরাজেলা প্রশাসকেরকার্যালয়ে উপস্থিত হয়ে জেলা রিটার্নিংঅফিসার ওজেলা প্রশাসকএসএম মোস্তফাকামাল এবংজেলা নির্বাচনঅফিসার মো.নাজমুল কবিরেরকাছে মনোনয়নপত্রদাখিল করেন।এসময় উপস্থিতছিলেন, স্থানীয়সরকারের উপ-পরিচালক শাহআব্দুস সাদী,জেলা ওয়ার্কার্সপার্টির সম্পাদকঅধ্যাপক মহিবুল্লাহমোড়ল, জেলাআইনজীবী সমিতিরসাবেক সভাপতিএড. শাহআলম, প্রকৌশলীআবেদুর রহমান,নারী নেত্রীনাসরিন খানলিপি প্রমুখ।মনোনয়নপত্র দাখিলের সময় জেলা রিটার্নিংঅফিসার নির্বাচনীআচারণ সম্বলিতলিফলেট তুলেদেন।

  • জামায়াতে ইসলামী সাতক্ষীরাতে তিনটি আসনে লড়বে

    জামায়াতে ইসলামী সাতক্ষীরাতে তিনটি আসনে লড়বে

    নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার তিনটি আসনে ২৩ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী জোটগতভাবে তিনটি আসনে লড়বে। সোমবার জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানান, তারা সাতক্ষীরা জেলা থেকে ৩টি আসনে জোটগতভাবে নির্বাচন করবে। বিএনপির সঙ্গে নীতিগতভাবে তারা আলোচনা করে জামায়াত আসন তিনটি নিশ্চিত করেছেন।
    এর মধ্যে সাতক্ষীরা-২ (সদর) আসনে সাবেক সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় নেতা মুহাদ্দীস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের বর্তমান জেলা আমীর হাফেজ রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। গতকাল জেলাব্যাপি এটাই ছিল আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে আজকাল আনুষ্ঠানিকভাবে বিএনপি আসন বন্টনের তালিকা ঘোষণা করতে পারে। অন্যদিকে তালা-কলারোয়া আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ২৩ দলীয় জোটের পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন বলে দলীয় সূত্র জানায়। জেলাতে জামায়াতের রয়েছে শক্তিশালী রাজনৈতিক অবস্থান। নিবন্ধন বাতিল হওয়াতে এবার তারা জোটের প্রতিক বা স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জামায়াত নেতারা জানান। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ রবিউল বাশার জানান, জেলার সবকটি আসনে জামায়াতের জনপ্রিয়তা অনেক বেশি। বিগত নির্বাচন গুলোতে তারা জনগণের বিপুল সমর্থন পেয়েছে। তাই আগামি নির্বাচনেও তারা জনগণের বিপুল সমর্থন পবে।

  • জামায়াত সাতক্ষীরা তিনটি আসনে নির্বাচন করবে

    জামায়াত সাতক্ষীরা তিনটি আসনে নির্বাচন করবে



    নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার তিনটি আসনে ২৩ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী জোটগতভাবে তিনটি আসনে লড়বে। সোমবার জামায়াতের এক কেন্দ্রীয় নেতা জানান, তারা সাতক্ষীরা জেলা থেকে ৩টি আসনে জোটগতভাবে নির্বাচন করবে। বিএনপির সঙ্গে নীতিগতভাবে তারা আলোচনা করে জামায়াত আসন তিনটি নিশ্চিত করেছেন।
    এর মধ্যে সাতক্ষীরা-২ (সদর) আসনে সাবেক সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় নেতা মুহাদ্দীস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের বর্তমান জেলা আমীর হাফেজ রবিউল বাশার ও সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। গতকাল জেলাব্যাপি এটাই ছিল আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে আজকাল আনুষ্ঠানিকভাবে বিএনপি আসন বন্টনের তালিকা ঘোষণা করতে পারে। অন্যদিকে তালা-কলারোয়া আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব ২৩ দলীয় জোটের পক্ষে ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন বলে দলীয় সূত্র জানায়। জেলাতে জামায়াতের রয়েছে শক্তিশালী রাজনৈতিক অবস্থান। নিবন্ধন বাতিল হওয়াতে এবার তারা জোটের প্রতিক বা স্বতন্ত্র নির্বাচন করবেন বলে জামায়াত নেতারা জানান। সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর হাফেজ রবিউল বাশার জানান, জেলার সবকটি আসনে জামায়াতের জনপ্রিয়তা অনেক বেশি। বিগত নির্বাচন গুলোতে তারা জনগণের বিপুল সমর্থন পেয়েছে। তাই আগামি নির্বাচনেও তারা জনগণের বিপুল সমর্থন পবে।

  • আবারও সদর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেলেন মীর মোস্তাক আহমেদ রবি

    আবারও সদর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেলেন মীর মোস্তাক আহমেদ রবি


    সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জরিপে সততা ও যোগ্যতার বিচারে সাতক্ষীরা সদর আসনে আবারও বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকার টিকিট পেলেন গরীব দুঃখী গণমানুষের প্রাণের নেতা রাজনীতিবিদ সাতক্ষীরাবাসীর প্রিয় মুখ, সাতক্ষীরা সদর আসনের উন্নয়নের রুপকার সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সবার প্রিয় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সরকারি কলেজের সাবেক ভিপি, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী সৈনিক মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শ্যের আদর্শিত ব্যক্তিত্ব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। যিনি একজন সাদা মনের মানুষ, পরোপকারী, যিনি প্রতিহিংসার রাজনীতি করেননা। যিনি ভালবাসা ও উন্নয়ন দিয়ে সাতক্ষীরা সদরবাসীর সর্বস্তরের জনতার গর্ব ও অহংকার আশার-আকাঙ্খার প্রদীপ হয়েছেন। যিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। দিন-রাত নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী ও বাংলার­ গরীব দুঃখী মানুষের প্রাণের নেত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সর্বস্তরের জনতার দোয়ারে দোয়ারে গিয়ে উঠান বৈঠক করে নৌকার ভোট চেয়ে বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ এবং আওয়ামীলীগের রাজনীতির শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ ও রাসূল কে স্মরন করে হাসি মুখে বেরিয়ে যান অসহায় মানুষের সেবা ও সামাজিক, সাংস্কৃতিক ও দলীয় সাংগঠনিক কর্মকান্ডে। জনস্বার্থে সকল প্রকার উন্নয়ন সহযোগিতার হাত বাড়িয়ে তিনি সকলের মাঝে হয়ে উঠেছেন এক জনপ্রিয় জননন্দিত নেতা। সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় ভালবাসা ও উন্নয়নের ছোয়ায় জামাতের ঘাঁটি ভেঙ্গে আওয়ামীলীগের দূর্গ তৈরীর রুপকার ও উন্নয়নের কারিগর বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আবারও দলীয় প্রতিক নৌকা পাওয়ায় সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকায় আনন্দের বন্যা বইছে। শহর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলছে মিষ্টি মুখ। জননেত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া ও আশির্বাদ করেছেন সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার জনগণ। সাতক্ষীরা সদর আসনে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে স্বাধীনতার স্বপক্ষের নেতা-কর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদা ভেদ ভুলে গিয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানিয়েছেন। বাংলার উন্নয়নের কারিগর, মহিয়সী নেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো সাধারণ মানুষকে নৌকায় ভোট দিতে ঐক্যবদ্ধ করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে এমনটিই মনে করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। দেশের উন্নয়নের কথা ভেবে তিনি সকলকে আবারো নৌকার বিজয়ের মাধ্যমে উন্নয়নের করিগর, ডিজিটাল বাংলার রুপকার,মাদার অব হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকল আমজনতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নির্বাচনী এলাকার সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।

  • আজ সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন এড. মুস্তফা লুৎফুল্লাহ

    আজ সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন এড. মুস্তফা লুৎফুল্লাহ


    সংবাদ বিজ্ঞপ্তি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের অন্তর্ভুক্ত দলসমূহের প্রার্থীদেরকে দলীয় মনোনয়নপত্র দাখিল করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ১৪ দল। সে প্রেক্ষিতে ১০৫ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য পদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, সাতক্ষীরা জেলা সভাপতি ও ১৪ দলের অন্যতম নেতা জননেতা মুস্তফা লুৎফুল্লাহ দলীয়ভাবে ২৬ নভেম্বর সোমবার সকাল ১১ টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এর (জেলা প্রশাসকের কার্যালয়, সাতক্ষীরা) নিকট মনোনয়ন পত্র দাখিল করবেন। ২৫ নভেম্বর’১৮ তারিখে সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। উপলক্ষ্যে এড. মুস্তফা লুৎফুল্লাহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে ১৪ দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল ব্যক্তিসহ তালা-কলারোয়াবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

  • শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে ও নৌকার প্রার্থীদের বিজয়ী করতে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে ও নৌকার প্রার্থীদের বিজয়ী করতে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


    সংবাদ বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর-২ আসনে মীর মোস্তাক আহম্মেদ রবি, ৩ আসনে ডাঃ আফম রুহুল হক, ৪ আসনে জগলুল হায়দারকে আওয়ালীগের প্রার্থী ঘোষনা করায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে ও নৌকা প্রতীক ধারী প্রার্থীদের বিজয়ী করতে সাবেক ছাত্রনেতা সমন্বয় কমিটি,সাতক্ষীরা’র কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা রবিবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা শেখ সাহীদ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা জে এম ফাত্তার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
    সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব এজাজ আহম্মেদ স্বপন, আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, কাজী আক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান নাছিম, সাংবাদিক রামকৃষœ চক্রবর্তী, সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, শাহাদাৎ হোসেন, আয়েশা সিদ্দিকা, মীর মাহমুদ আলী আবির, এড. চঞ্চল, আমিনুর রহমান কাজল, মিসেস আসিফ ইকবাল, সালাহ্ উদ্দিন আল আজাদ, সাংবাদিক খন্দকার আনিসুর রহমান প্রমুখ।
    সভায় সাতক্ষীরার ৩টি আসনের নৌকার প্রার্থীদের অভিনন্দন জানিয়ে একই সাথে নৌকার প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানানো হয়।
    সভায় বক্তরা আরো বলেন, আওয়ামীলীগ সরকারের অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড তৃনমূলে পৌছে দেয়ার জন্য ছাবেক ছাত্রলীগ নেতাদের দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।

  • জাসদ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার মধ্য দিয়ে সাতক্ষীরাতে শুরু হলো মনোয়নয়ন দাখিলের কার্যক্রম

    জাসদ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার মধ্য দিয়ে সাতক্ষীরাতে শুরু হলো মনোয়নয়ন দাখিলের কার্যক্রম


    নিজস্ব প্রতিনিধি ঃ জাসদ মনোনীত ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলুর মনোনয়ন পত্র জমা দেয়ার মধ্য দিয়ে সাতক্ষীরায় আনষ্ঠানিকভাবে শুরু হলো মনোনয়ন পত্র দাখিলের কার্যক্রম। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবিরের কাছে তিনি এ মনোনয়ন পত্র দাখিল করেন।
    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা থেকে এই প্রথম কোন প্রার্থী তার মনোনয়ন পত্র জেলা রিটার্র্নিং অফিসারের কাছে জমা দিলেন। এসময় সেখানো আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জাসদ জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাসদ কলারোয়া উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা সভাপতি বিশ^াস আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, জাতীয় নারী জোটের আহ্বায়ক পাপিয় আহমেদ প্রমুখ।
    জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় বলেন, নির্বাচনী বিধি মেনেই নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ বিধি মেনেই চলবে। তিনি প্রার্থীদের নির্বাচনী আচারণবিধির উপর লক্ষ্য করেই নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।

  • জাসদ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেয়ার মধ্য দিয়ে সাতক্ষীরাতে শুরু হলো মনোয়নয়ন দাখিলের কার্যক্রম


    নিজস্ব প্রতিনিধি ঃ জাসদ মনোনীত ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়দুস সুলতান বাবলুর মনোনয়ন পত্র জমা দেয়ার মধ্য দিয়ে সাতক্ষীরায় আনষ্ঠানিকভাবে শুরু হলো মনোনয়ন পত্র দাখিলের কার্যক্রম। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এবং জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবিরের কাছে তিনি এ মনোনয়ন পত্র দাখিল করেন।
    একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা থেকে এই প্রথম কোন প্রার্থী তার মনোনয়ন পত্র জেলা রিটার্র্নিং অফিসারের কাছে জমা দিলেন। এসময় সেখানো আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জাসদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, জাতীয় কৃষক জোট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জাসদ জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাসদ কলারোয়া উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, তালা উপজেলা সভাপতি বিশ^াস আবুল কাসেম, সাধারণ সম্পাদক মোল্যা আব্দুর রাজ্জাক, জাতীয় নারী জোটের আহ্বায়ক পাপিয় আহমেদ প্রমুখ।
    জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল এ সময় বলেন, নির্বাচনী বিধি মেনেই নির্বাচনী কার্যক্রম শুরু করা হয়েছে এবং শেষ দিন পর্যন্ত সম্পূর্ণ বিধি মেনেই চলবে। তিনি প্রার্থীদের নির্বাচনী আচারণবিধির উপর লক্ষ্য করেই নির্বাচনী কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান।

  • ভোট দেয়ার পরিবেশ সরকার ও নির্বাচন কমিশন এখনও নিশ্চিত করেনি


    সংবাদ বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক রতন বলেছেন, জনগণ ভোট দিতে চায় কিন্তু ভোট দেয়ার পরিবেশ সরকার ও নির্বাচন কমিশন এখনও নিশ্চিত করেনি। জনগনের মধ্যে ব্যাপক নির্বাচনী উচ্ছাস কিন্তু জনগনের ভোটাধিকার প্রয়োগের উপযোগী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছেনা। এখনও পুলিশ ও প্রশাসনের আচরণ নিরপেক্ষ নয়। প্রতিনিয়ত বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গত বুধবার বিকেল ৪ টায় মুক্ত রাজনৈতিক আন্দোলনের প্রার্থীরা স্বরূপ হাসান শাহিনের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আসলে জে এসডির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন তাদের স্বাগত জানিয়ে এ সকল কথা বলেন। মুক্তা রাজনৈতিক আন্দোলনের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেএসডি সহ-সভাপতি মিসেস তানিয়া রব, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

    মুক্ত রাজনৈতিক আন্দোলনের স্বরূপ হাসান শাহিন, জিল্লাল শিকদার, জালাল বাবু, ফারজানা ইয়াসমিন বেবি, পারিজাত পাল, মিল্টন হোসেন, সামসুদ্দিন সাচ্চুসহ ২০ জনের অধিক নেতা জেএসডি’র দপ্তর থেকে মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেন।

  • জাসদের ২২৪ জন দলীয় প্রার্থী চূড়ান্ত

    জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের পার্লামেন্টারি বোর্ড একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের দলীয় প্রার্থী হিসাবে ২২৪ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে।

    সোমবার দলীয় সভাপতি ও পার্লামেন্টারি বোর্ডের সভাপতি জনাব হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন পার্লামেন্টারি বোর্ডের সদস্য শিরীন আখতার, এড. রবিউল আলম, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, এড. হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

    পার্লামেন্টারি বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়, ১৪ দল ও মহাজোটের নির্বাচনী ঐক্যের স্বার্থে প্রয়োজনে জাসদ মনোনীত দলীয় প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত দেয়া হলে তারা প্রার্থীতা প্রত্যাহার করবেন।

    প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র প্রদান করা শুরু হয়েছে। একই সাথে তাদের কাছ থেকে প্রার্থীতা প্রত্যাহারের চিঠিতে স্বাক্ষর নেয়া হচ্ছে।জোটের সাথে প্রার্থী চূড়ান্ত হলে পরবর্তীতে প্রার্থীদের প্রতীক বরাদ্দের চিঠি প্রদান করা হবে জানান দলের সহ- দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

    জাসদের দলীয় ২২৪ জন প্রার্থী হিসেবে যাদের নাম চূড়ান্ত হয়েছে পঞ্চগড়-১: অলিয়ার রহমান আল কোরায়শী, পঞ্চগড়-২: এড. তরিকুল ইসলাম, ঠাকুরগাঁও-১: মোঃ খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও-২: অধ্যক্ষ রাজিউর রহমান, ঠাকুরগাঁও-৩: মোঃ আবদুল বারেক, দিনাজপুর-১: অধ্যাপক সামসুল ইসলাম, দিনাজপুর-২: এড. ইমামুল ইসলাম, দিনাজপুর-৩: শহিদুল ইসলাম শহীদুল্লাহ, দিনাজপুর-৪: এড. লিয়াকত আলী, দিনাজপুর-৫: অধ্যাপক আতাউর রহমান, দিনাজপুর-৬: হারুন অর রশীদ, নীলফামারী-১: বাবু দিলিপ কুমার রায়, নীলফামারী-২: জাবির আকতার প্রামাণীক, নীলফামারী-৩: গোলাম পাশা এলিচ, নীলফামারী-৪: এড. সুজাউদ্দিন সুজা, লালমনিরহাট-১: মোঃ ছাদেকুল ইসলাম, লালমনিরহাট-২: উত্তম কুমার রায়, লালমনিরহাট-৩: খোরশেদ আলম, রংপুর-১: সানিউল ইসলাম লিটু, রংপুর-২: শ্রী কুমারেশ চন্দ্র রায়, রংপুর-৩: সাখাওয়াত হোসেন রাঙ্গা, রংপুর-৪: আবুল কালাম আজাদ, রংপুর-৫: আইনুল কবির লিটন, রংপুর-৬: মীর মোহাম্মদ আলী মানিক, কুড়িগ্রাম-১: আনসার আলী, কুড়িগ্রাম-২: মোঃ সলিমুল্লাহ, কুড়িগ্রাম-৩: এড. কার্তিক চন্দ্র দাস, কুড়িগ্রাম-৪: বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চান, গাইবান্ধা-১: এড. মোহাম্মদ আলী প্রামাণিক, গাইবান্ধা-২: শাহ শরিফুল ইসলাম বাবলু, গাইবান্ধা-৩: এস এম খাদেমুল ইসলাম খুদি, গাইবান্ধা-৪: মোঃ সেকান্দার আলী, গাইবান্ধা-৫: এড. মোঃ শাহ জামিল, জয়পুরহাট-১: মোঃ আমেজ উদ্দিন, জয়পুরহাট-২: আবুল খায়ের মোঃ শাখাওয়াত হোসেন, বগুড়া-১: এড. মোঃ হাসান আকবর আফজাল, বগুড়া-২: প্রভাষক মোঃ রফিকুল ইসলাম ভান্ডারি, বগুড়া-৩: মোঃ আব্দুল মালেক সরকার /মোঃ নজরুল ইসলাম (প্রাথমিক মনোনয়নপত্র উভয়েই দাখিল করবেন। প্রতীক বরাদ্দের সময় চূড়ান্ত সিদ্ধান্ত হবে), বগুড়া-৪: এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৫: রাসেল মাহমুদ, বগুড়া-৬: ইমদাদুল হক ইমদাদ, বগুড়া-৭: আব্দুর রাজ্জাক, চাঁপাইনবাবগঞ্জ-১: আরিফুল ইসলাম উইল, চাঁপাইনবাবগঞ্জ-২: মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩: মোঃ মুনিরুজ্জামান, নওগাঁ-১: আলহাজ্ব এড. মোঃ শাহজামান আলী, নওগাঁ-২ : আব্দুল হাই, নওগাঁ-৩: মোঃ জাকির হোসেন, নওগাঁ-৪: মোঃ রিয়াজ আলী, নওগাঁ-৫: এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬: এড. ইউসুফ আলী মিন্টু, রাজশাহী-১: প্রদীপ মৃধা, রাজশাহী-২ : আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, রাজশাহী-৬: শফিউর রহমান শফি, নাটোর-১: ইঞ্জি মোঃ মোয়াজ্জেম হোসেন, নাটোর-২: এড. বিপ্লব কুমার রাম, নাটোর-৪: ডি এম রনি পারভেজ আলম, সিরাজগঞ্জ-১: আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ-২: প্রাণ গোবিন্দ চৌধুরী, সিরাজগঞ্জ-৩: অধ্যাপক আক্কাস আলী, সিরাজগঞ্জ-৪: মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৫: আইয়ূব আলী খান, সিরাজগঞ্জ-৬: মোঃ শফিকুজ্জামান শফি, পাবনা-১: মোঃ ইকবাল হোসেন মাষ্টার, পাবনা-২: সাংবাদিক মোঃ রেজাউর রহিম, পাবনা-৩: আবুল বাশার শেখ, পাবনা-৪: বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, পাবনা-৫: শেখ আনিসুজ্জামান, মেহেরপুর-১: শফিকুল ইসলাম কাজল, মেহেরপুর-২: মোঃ ওমর আলী, কুষ্টিয়া-১: শরিফুল কবির স্বপন, কুষ্টিয়া-২: হাসানুল হক ইনু, কুষ্টিয়া-৩: মোঃ গোলাম মহসীন, কুষ্টিয়া-৪: রোকনুজ্জামান রোকন, চুয়াডাঙ্গা-১: মোঃ সবেদ আলী, চুয়াডাঙ্গা-২: এড. আকসিজুল ইসলাম রতন, ঝিনাইদহ-১: মোঃ শরাফত ইসলাম, ঝিনাইদহ-৩: শামীম আকতার বাবু, যশোর-২: এড. রবিউল আলম, যশোর-৩: এড. রবিউল আলম, যশোর-৪: এড. অশোক কুমার রায়, মাগুরা-১: জাহিদুল আলম, নড়াইল-১: এ বি এম আখতার হোসেন রাঙ্গা, নড়াইল-২: এড. আব্দুস সালাম, বাগেরহাট-২: এড. সবুজ চন্দ্র রায়, খুলনা-১: শেখ রওশন আলী, খুলনা-২: খালিদ হোসেন, খুলনা-৩: শেখ গোলাম মর্তুজা, খুলনা-৫: সুজিত মল্লিক, খুলনা-৬: স ম রেজাউল করিম, সাতক্ষীরা-১: শেখ মোঃ ওবায়দুস সুলতান বাবলু, সাতক্ষীরা-২: জাকির হোসেন লস্কর শেলী, সাতক্ষীরা-৪: অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বরগুনা-১: আব্দুল আলীম হিমু, পটুয়াখালী-১: এড. হাবিবুর রহমান শওকত, পটুয়াখালী-২: আনোয়ারুজ্জামান চুন্নু, পটুয়াখালী-৩: মোঃ নিজামউদ্দিন তালুকদার, পটুয়াখালী-৪: বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, ভোলা-১: বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বরিশাল-২: সাজ্জাদ হোসেন, বরিশাল-৩: বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, বরিশাল-৪: এড. আব্দুল হাই মাহবুব, বরিশাল-৬: মোঃ মোহসীন, ঝালকাঠি-১: মনির সিকদার, ঝালকাঠি-২: সুকমল ওঝা দোলন, পিরোজপুর-১: মোঃ সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২: আবুল কালাম খান, পিরোজপুর-৩: ডা. মঞ্জুরুল ইসলাম খলিফা, টাঙ্গাইল-২: মোঃ কামরুজ্জামান, টাঙ্গাইল-৪: ড. এস এম আবু মোস্তফা / শামসুল হক মোহসীন (প্রাথমিক মনোনয়নপত্র উভয়েই দাখিল করবেন। প্রতীক বরাদ্দের সময় চূড়ান্ত সিদ্ধান্ত হবে), টাঙ্গাইল-৫: শাহীনুল ইসলাম শাহীন, টাঙ্গাইল-৬: সৈয়দ নাভেদ হোসেন, টাঙ্গাইল-৭: মঞ্জুর রহমান মজনু, টাঙ্গাইল-৮: মোঃ রফিকুল ইসলাম শিকদার, জামালপুর-২: লুৎফর রহমান, জামালপুর-৪: মোঃ গোলাম মোস্তফা জিন্নাহ/ বীর মুক্তিযোদ্ধা এম এল ফারুক (প্রাথমিক মনোনয়নপত্র উভয়েই দাখিল করবেন। প্রতীক বরাদ্দের সময় চূড়ান্ত সিদ্ধান্ত হবে), জামালপুর-৫: অধ্যাপক খন্দকার মোঃ ইতিমুদৌলা, শেরপুর-১: মনিরুল ইসলাম লিটন, শেরপুর-২: লাল মোঃ শাহজাহান কিবরিয়া, শেরপুর-৩: এ কে এম সামছুল হক, ময়মনসিংহ-১: আমিনুল ইসলাম আমিন, ময়মনসিংহ-২: এড. শিব্বির আহমেদ লিটন, ময়মনসিংহ-৪: এড. নজরুল ইসলাম চুন্নু, ময়মনসিংহ-৫: কাওছার আহমেদ, ময়মনসিংহ-৬: সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ময়মনসিংহ-৭: রতন কুমার সরকার, ময়মনসিংহ-৯: এড. গিয়াস উদ্দিন, ময়মনসিংহ-১১: এড. সাদিক হোসেন, নেত্রকোণা-২: অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুক্তাদির, কিশোরগঞ্জ-১: এড. নজরুল ইসলাম নুরু, কিশোরগঞ্জ-৩: শওকত আলী, কিশোরগঞ্জ-৫: নন্দন কুমার শেঠ, কিশোরগঞ্জ-৬: মোঃ রফিকুল ইসলাম রাজা, মানিকগঞ্জ-১: আফজাল হোসেন খান জকি, মানিকগঞ্জ-২: মোসলেহ উদ্দিন খান, মানিকগঞ্জ-৩: ইকবাল হোসেন খান, মুন্সীগঞ্জ-১: এ কে এম নাসিরুজ্জামান খান, ঢাকা-১: আইয়ূব খান, ঢাকা-৫: শহীদুল ইসলাম, ঢাকা-৬: কাজী সালমা সুলতানা, ঢাকা-৭: হাজী মোঃ ইদ্রিস বেপারী, ঢাকা-৯: এড. নিলঞ্জনা রিফাত সুরভী, ঢাকা-১০: শওকত রায়হান, ঢাকা-১৩: নাদের চৌধুরী, ঢাকা-১৪: নুরুল আখতার, ঢাকা-১৫: মুহাম্মদ সামছুল ইসলাম সুমন, ঢাকা-১৬: মোঃ নুরুন্নবী, ঢাকা-১৭: মীর হোসাইন আখতার, ঢাকা-১৮: এস এম ইদ্রিস আলী, ঢাকা-১৯: জাহাঙ্গির আলম, গাজীপুর-১: এড. আব্দুর রফিক, গাজীপুর-২: হানিফ পন্ডিত, গাজীপুর-৩: মোঃ জহিরুল হক মন্ডল বাচ্চু, গাজীপুর-৪: ডা. আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী-২: জায়েদুল কবির, নারায়ণগঞ্জ-২: আব্দুল মতিন, নারায়ণগঞ্জ-৩: মোঃ শফিকুল ইসলাম ভূইয়া, নারায়ণগঞ্জ-৪: মোঃ সৈয়দ আলম, নারায়ণগঞ্জ-৫: মোহর আলী চৌধুরী, রাজবাড়ী-১: মুনিরুল হক মুনির, রাজবাড়ী-২: সুশান্ত কুমার বিশ্বাস, ফরিদপুর-১: অধ্যক্ষ হারুন-অর-রশীদ রতন, ফরিদপুর-৩: অধ্যাপক শেখ মজিবর রহমান, ফরিদপুর-৪: নাজমুল কবির মনির, গোপালগঞ্জ-১: ফায়েকুজ্জামান, গোপালগঞ্জ-২: শেখ মাসুদুর রহমান, মাদারীপুর-২: ওবায়দুর রহমান চুন্নু, মাদারীপুর-৩: শেখ বজলুর রশিদ, শরীয়তপুর-১: স ম আব্দুল মালেক, শরীয়তপুর-২: অভিনেতা মোঃ ফিরোজ মিয়া, শরীয়তপুর-৩: শিকদার সেলিম, সুনামগঞ্জ-১: এ কে এম ওহীদুল ইসলাম কবীর, সুনামগঞ্জ-২: মোঃ আমিনুল ইসলাম, সুনামগঞ্জ-৪: এনামুজ্জামান চৌধুরী, সিলেট-১: বীর মুক্তিযোদ্ধা এড. রফিকুল হক, সিলেট-২: মিসেস শামীম আখতার, সিলেট-৩: ডা. ময়নুল ইসলাম, সিলেট-৪: ড. নেসার আহম্মেদ কায়সার, সিলেট-৫: গিয়াস আহমেদ, সিলেট-৬: লোকমান আহমেদ, মৌলভীবাজার-২: এড. বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩: আব্দুল হক, মৌলভীবাজার-৪: হাজী এলেমান কবির, হবিগঞ্জ-১: ডা. আব্দুল মান্নান, হবিগঞ্জ-২: মোস্তফা কামাল/এড. জসিমউদ্দিন (প্রাথমিক মনোনয়নপত্র উভয়েই দাখিল করবেন। প্রতীক বরাদ্দের সময় চূড়ান্ত সিদ্ধান্ত হবে), হবিগঞ্জ-৩: এড. তাজ উদ্দিন আহমেদ সুফি, হবিগঞ্জ-৪: জিয়াউল হাসান তরফদার মাহিন, ব্রাহ্মণবাড়িয়া-৩: এড. আখতার হোসেন সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া-৪: জাহাঙ্গীর আলম ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া-৫: এড. শাহ জিকরুল আহমেদ, কুমিল্লা-২: বড়–য়া মনোজিত ধীমন, কুমিল্লা-৫: মোঃ ফরিদউদ্দিন, কুমিল্লা-৬: অধ্যক্ষ শফিকুর রহমান, কুমিল্লা-৭: শাহজালাল সুমন, কুমিল্লা-৮: অধ্যাপক দিলিপ মজুমদার, কুমিল্লা-৯: মনিরুল আনোয়ার, কুমিল্লা-১০: চন্দন কুমার দাশ, কুমিল্লা-১১: আবু তাহের, চাঁদপুর-১: মোঃ সাইফুল ইসলাম সোহেল, চাঁদপুর-২: অভিনেতা শহীদ আলমগীর, চাঁদপুর-৩: ডা. মাসুদ হাসান, চাঁদপুর-৪: মোহসীন পাটওয়ারী, চাঁদপুর-৫: মোঃ মনির হোসেন মজুমদার, ফেনী-১: শিরীন আখতার, নোয়াখালী-১: অধ্যক্ষ মোঃ হারুন রশিদ / ইঞ্জিনিয়ার মোঃ হারুন-অর-রশিদ (প্রাথমিক মনোনয়নপত্র উভয়েই দাখিল করবেন। প্রতীক বরাদ্দের সময় চূড়ান্ত সিদ্ধান্ত হবে),নোয়াখালী-2: নইমুল আহসান জুয়েল,নোয়াখালী-৩: জয়নাল আবেদীন সরকার / মফিজুর রহমান (প্রাথমিক মনোনয়নপত্র উভয়েই দাখিল করবেন। প্রতীক বরাদ্দের সময় চূড়ান্ত সিদ্ধান্ত হবে), নোয়াখালী-৪: মকছুদের রহমান মানিক, নোয়াখালী-৫: এড. আজিজুল হক বকশী, নোয়াখালী-৬: ঈশরাজুর রহমান শামীম, লক্ষ্মীপুর-২: আমির হোসেন মোল্লা, লক্ষ্মীপুর-৩: কাজী সিদ্দিকুর রহমান, লক্ষ্মীপুর-৪: মোশাররফ হোসেন, চট্টগ্রাম-৩: মোঃ আবুল কাসেম, চট্টগ্রাম-৪: আ ফ ম মফিজুর রহমান, চট্টগ্রাম-৮: বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, চট্টগ্রাম-১০: মোঃ আনিসুর রহমান, চট্টগ্রাম-১১: জসিমউদ্দিন, চট্টগ্রাম-১৪: ওসমান গনি চৌধুরী (অভিক ওসমান), কক্সবাজার-১: আবু তাহের, কক্সবাজার-২: আশরাফুল করিম নোমান, কক্সবাজার-৩: এড. নাইমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার-৪: এড. আব্দুস শুকুর, বান্দরবান: মি. সুযশময় চৌধুরী।

  • সাতক্ষীরায় ইসলামী আন্দোলন’র বিক্ষোভ মিছিল

    নিজস্ব প্রতিনিধি: ‘মুক্তির মূলমন্ত্র, ইসলামী শাসনতন্ত্র’ এই শ্লোগানে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ অক্টোবর) সকালে সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন খোকা।

    মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের হাত পাখার প্রার্থী এফ.এম আছাদুল হক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী ও জেলা সহ-সভাপতি ড. মো. ইছহাক, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি হাফেজ মো. শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. ছারোয়ার আলম, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মোবাশ্শীরুল ইসলাম (তকী), ইসলামী শাসনতন্ত্র-ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মো. ফজর আলী, সাধারণ সম্পাদক হাফেজ মো. সাইদুর রহমান প্রমুখ।

    মিছিল শেষে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।

  • দেবহাটায় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    সখিপুর প্রতিনিধি: দেবহাটায় দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শ্রমিকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে পারুলিয়া শহীদ আবু রায়হান চত্বর থেকে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপ-শহর প্রদক্ষিণ করে।

    র‌্যালি শেষে শহীদ আবু রায়হান চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর প্রমুখ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পারুলিয়া ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনতাজ উদ্দীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব ও ইউপি সদস্য আকবর আলী, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান, এশারাত আলী, আয়ুব হোসেন, কবির হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল হাকিম বাবু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরমান, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা মাছুরা সাথী, কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি পরান চন্দ্র সরকার, সাধারন সম্পাদক রবিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব অজিয়ার রহমান, সখিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল গাজী, দেবহাটা সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কুলিয়া ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবাষিকীর কেক কাটেন।

    অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ।

  • এলাকার জলাবদ্ধতাসহ নানা সমস্যা সমাধানে আমি প্রতিশ্রুতিবদ্ধ-আসাদুজ্জামান বাবু

    এলাকার জলাবদ্ধতাসহ নানা সমস্যা সমাধানে আমি প্রতিশ্রুতিবদ্ধ-আসাদুজ্জামান বাবু

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেছেন, ‘আমি মনোনয়ন পেলে জনগণের কল্যাণে আরও কাজ করতে পারবো। এলাকার জলাবদ্ধতাসহ নানা সমস্যা সমাধানে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’ বুধবার সাতক্ষীরা শহরে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে গণসংযোগে তিনি এ কথা বলেন।

    বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি আরো বলেন, ‘আওয়ামী সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে উন্নয়ন হয়নি এমন কোন খাত নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। আগামী একাদশ সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।’

    বুধবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণ করে প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল। কয়েক ঘন্টা পর শোভাযাত্রাটি আবারও সরকারি কলেজ মাঠে এসে সমাবেত হয়।

    শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর আবদুস সেলিম, জাহাঙ্গীর হোসেন কালু, ফিরোজ হোসেন, ফারাহ দীবা খান সাথী, কৃষক লীগ নেতা মনজুর হোসেন প্রমুখ।

  • নৌকায় ভোট চেয়ে কুলিয়ার বহেরায় ছাত্রলীগের লিফলেট বিতরণ

    নৌকায় ভোট চেয়ে কুলিয়ার বহেরায় ছাত্রলীগের লিফলেট বিতরণ

    শাহিনুর ইসলাম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণার উদ্বোধন করেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজ।

    উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন সম্পাদক এনামুল হাসান সবুজের নেতৃত্বে বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রচারণা চালাচ্ছে ও মানুষের কাছে কাছে গিয়ে লিফলেট বিতরণ করছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ নৌকায় ভোট চাচ্ছেন।

    সাধারন মানুষেরা তাদের প্রচারণায় বেশ সাড়া দিচ্ছেন। রবিবার কুলিয়ার ১নং ওয়ার্ড বহেরা থেকে শুরু করে এলাকার মানুষের কাছে গিয়ে লিফলেট বিতরন সহ নৌকার পক্ষে ভোট চান ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে প্রচারণনায় অংশ নেন কুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল মমিন, উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মো: সবুজ ইসলাম(ছোট), বহেরা ওয়ার্ড সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক শিমুল হাসান, সজীব হাসান ও বিপুল হাসান প্রমূখ। তারা বলেন, ২০১৩ সালের সেই দিনটা আমরা আর দেখতে চাইনা।

    বিজয়ের যে ধারা শুরু হয়েছে, সেই ধারা অব্যাহত থাকবে। বিজয়ের এ ধারাই ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। আমরা বিজয়ের চূড়ান্ত লক্ষে পৌঁছাবো ইনশাল্লাহ।

  • ফেসবুক অ্যাকাউন্ট নেই প্রধানমন্ত্রী, শেখ রেহানা ও সায়মার

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন ওয়াজেদ (ফাইল ফটো)

    ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার নিজস্ব অ্যাকাউন্ট বা পেইজ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানা ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন ওয়াজেদের।

    তবে বঙ্গবন্ধুর দুই দৌহিত্র সজীব ওয়জেদ জয় ও রাদওয়ান মুজিব সিদ্দিকের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট আছে বলে জানিয়েছে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ। শনিবার (১৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের নামে যেসব অ্যাকাউন্ট বা পেইজ আছে তাদের কোনো অনুমোদন নেই।

    ফেসবুকের কাছে মিথ্যা তথ্য দিয়ে ইতোমধ্যেই সায়মা হোসেন ওয়াজেদের নামে একটি অ্যাকাউন্ট ভেরিফায়েডের চেষ্টা করা হয়েছে, যা এখন ব্লক করে রেখেছে ফেসবুক কর্তৃপক্ষ।

    এছাড়া এ ধরনের অনুমোদিত অ্যাকাউন্ট বা পেইজ থেকে সতর্ক থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। ভবিষ্যতে বঙ্গবন্ধু পরিবারের কেউ অ্যাকাউন্ট চালু করলে সেই বিষয়টি গণমাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে ঘোষণা দেওয়া হয়েছে।

    এদিকে এই বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এর একটি ভেরিফায়েড ফেসবুক পেজ সজীব.ওয়াজেদ ও টুইটার অ্যাকাউন্ট সজীব ওয়াজেদ এবং বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের একটি ফেসবুক অ্যাকাউন্ট রাদওয়ান সিদ্দিক চালু থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এসব অ্যাকাউন্ট তারা নিজেরাই পরিচালনা করেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।